Advertisment
Presenting Partner
Desktop GIF

দ্বিতীয় স্থানে 'ত্রিনয়নী', পিছিয়ে গেল 'রাসমণি'

Bengali Television, TRP, Rashmoni: এই সপ্তাহের টিআরপি তালিকায় বড়সড় রদবদল ঘটেছে। এই প্রথম ১৫+ আরবান টিআরপি তালিকায় পঞ্চম স্থানে নেমে যেতে হল 'করুণাময়ী রাণী রাসমণি' ধারাবাহিককে।

author-image
IE Bangla Web Desk
New Update
Trinayani glides up to Second position in TRP

'ত্রিনয়নী' জুটি। ছবি: জি বাংলা-র ফেসবুক পেজ থেকে

Bengali Television, TRP, Trinayani:২০১৭ সালের শেষের দিকে, 'করুণাময়ী রাণী রাসমণি' ধারাবাহিকটি লঞ্চ হওয়ার পর থেকেই বাংলা টেলিজগতে সাড়া পড়ে যায়। দর্শক এই বায়োপিকধর্মী পিরিয়ড ড্রামাটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন। এক মাসের মধ্যেই ১৫+ আরবান টিআরপি তালিকার সেরা পাঁচে উঠে আসে এই ধারাবাহিক। দীর্ঘ সময় শীর্ষে থাকার পরে 'কৃষ্ণকলি' শুরু হওয়ার পরে, প্রায় টানা দু'বছর এই ধারাবাহিকটি সেরা তিনে থেকেছে। কিন্তু এই সপ্তাহের টিআরপি তালিকা বলছে, পঞ্চম স্থানে নেমে গিয়েছে 'করুণাময়ী রাণী রাসমণি'।

Advertisment

নিঃসন্দেহে টিআরপি তালিকায় এটি একটি বড় রদবদল। পাশাপাশি 'ত্রিনয়নী' (৮.২)-র ক্ষেত্রেও এই সপ্তাহের রেটিং খুবই গুরুত্বপূর্ণ কারণ এই প্রথম দ্বিতীয় সেরা স্থানে উঠে এসেছে এই ধারাবাহিক। প্রথম থেকেই ভাল রেটিং ছিল এই ধারাবাহিকের। বিগত কয়েক মাসে সেরা পাঁচে জায়গা পাকাও করে নেয়। এবার দ্বিতীয় স্থানটি দখল করায় প্রতিযোগিতার মুখে পড়বে 'কৃষ্ণকলি'। কারণ দু'টিই সোশ্য়াল ড্রামা এবং দু'টি ধারাবাহিকেরই কেন্দ্রবিন্দুতে রয়েছে যে নায়িকা, সে আদতে গ্রামের মেয়ে, যার বিয়ে হয় শহুরে উচ্চমধ্যবিত্ত পরিবারে। তবে এখনও পর্যন্ত সর্বোচ্চ স্থানটি দখলে রেখেছে 'কৃষ্ণকলি' (৯.৫)।

আরও পড়ুন: ‘সিরিয়ালের কলটাইম অনেকটা অফিস যাওয়ার মতো’: অদ্রিজা রায়

দুই ধারাবাহিকের গল্পের প্লট আলাদা হলেও নায়িকার প্রতি সেন্টিমেন্ট দর্শক টানার ক্ষেত্রে কাজ করেছে। এই সপ্তাহের সেরা তালিকায় অবশ্য়ই উল্লেখযোগ্য 'বকুলকথা' (৭.৫)। এক সময়ে এই ধারাবাহিকটিও শীর্ষে থেকেছে দীর্ঘ সময়। এই সপ্তাহে একলাফে অনেকটাই বেড়েছে 'বকুলকথা'-র রেটিং এবং চতুর্থ স্থানে উঠে এসেছে এই ধারাবাহিক। তৃতীয় স্থানে রয়েছে 'জয় বাবা লোকনাথ' (৭.৮) ও পঞ্চম স্থানে 'করুণাময়ী রাণী রাসমণি'-র সঙ্গে একযোগে রয়েছে 'নকশিকাঁথা' (৭.২)।

নীচে রইল এই সপ্তাহের সেরা দশ তালিকার বাকি ধারাবাহিক ও তার রেটিং--

ষষ্ঠ-- 'নেতাজি' (৬.১)
সপ্তম-- 'ভানুমতীর খেল' (৬.০)
অষ্টম-- 'রানু পেল লটারি' (৫.৭)
নবম-- 'ফাগুন বউ' (৫.৫)
দশম-- 'কে আপন কে পর' (৪.৮)

আরও পড়ুন: নায়ক না হলে কী হতেন সলমন, জানালেন ক্য়াটরিনা

এই সপ্তাহের সেরা দশ তালিকায় স্টার জলসা-র দুটি ধারাবাহিক রয়েছে। এই সপ্তাহে স্টার জলসা-র জিআরপি-ও বেড়েছে উল্লেখযোগ্যভাবে-- ৩৬৪ থেকে ৩৯৪। অন্যদিকে জি বাংলা-র জিআরপি বেড়ে হয়েছে ৬৬৭ থেকে ৭১১। নীচে রইল ১৫+ আরবান টিআরপি তালিকা অনুযায়ী, স্টার জলসা-র এই সপ্তাহের সেরা পাঁচ ধারাবাহিক ও তার রেটিং। প্রথম সপ্তাহেই উল্লেখযোগ্য রেটিং নিয়ে শুরু করেছে তৃণা সাহা-র নতুন ধারাবাহিক 'কলের বউ'।

প্রথম-- 'ফাগুন বউ' (৫.৫)
দ্বিতীয়-- 'কে আপন কে পর' (৪.৮)
তৃতীয়-- 'দেবী চৌধুরাণী' ও 'মহাপীঠ তারাপীঠ' (৪.৫)
চতুর্থ-- 'কলের বউ' (৪.২)
পঞ্চম-- 'বিজয়িনী' (৩.৬)

Bengali Serial Bengali Television TRP
Advertisment