Trisha Krishnan Wedding: বাড়ির পছন্দের ব্যবসায়ী পাত্রের সঙ্গে চুপিসারে বিয়ে! চর্চার মাঝেই হানিমুন প্রসঙ্গে তৃষা বললেন...

Trisha Krishnan Wedding Rumour: বাড়ির সদস্যের পছন্দ করা পাত্রের সঙ্গে জীবনের নতুন জার্নি শুরু করেছেন। চর্চার মাঝে মুখ খুললেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান। ইনস্টা স্টোরিতে কী লিখলেন পোন্নিয়েন সেলভান খ্যাত অভিনেত্রী?

Trisha Krishnan Wedding Rumour: বাড়ির সদস্যের পছন্দ করা পাত্রের সঙ্গে জীবনের নতুন জার্নি শুরু করেছেন। চর্চার মাঝে মুখ খুললেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান। ইনস্টা স্টোরিতে কী লিখলেন পোন্নিয়েন সেলভান খ্যাত অভিনেত্রী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

বিয়ে-হানিমুন নিয়ে তৃষা বললেন..

Trisha Krishnan: বিনোদনজগৎ-এর তারকাদের জীবন নিয়ে চর্চার অন্ত নেই। সম্প্রতি দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণানের জীবন নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা। তিনি নাকি চণ্ডীগড়ের এক ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। নিজের সম্পর্কে এমন রটনা আর মেনে নিতে পারেননি তৃষা। একপ্রকার বাধ্য হয়েই সোশ্যাল মিডিয়ায় নীরবতা ভেঙেছেন দক্ষিণী সুন্দরী।

Advertisment

তাঁর জীবন নিয়ে মানুষের পরিকল্পনা কখন যে মধুচন্দ্রিমা পর্যন্ত  পৌঁছে যাবে সেই নিয়ে চিন্তিত তৃষা! বাড়ির সদস্যের পছন্দ করা পাত্রের সঙ্গে অভিনেত্রী জীবনের নতুন জার্নি শুরু করেছেন। দুই পরিবারের নাকি বেশ কিছু বছর পরিচয়। যদিও আনুষ্ঠানিকভাবে তৃষা এই খবরে সিলমোহর দেননি। বরং দেখে নেওয়া যাক ইনস্টা স্টোরিতে উলটো সুরে কথা বললেন অভিনেত্রী। 

আরও পড়ুন দিওয়ালির আগেই নিখোঁজ সন্তান, ছেলের দুঃশ্চিন্তায় সকলের কাছে কী আর্জি ডিয়ার জিন্দেগী খ্যাত অভিনেত্রীর?

Advertisment

তৃষা মজা করে লিখেছেন, 'আমার খুব আনন্দ হয় যখন মানুষ আমার জীবন নিয়ে পরিকল্পনা করে। আমি তো অপেক্ষা করি কখন আমার হানিমুনের সময় নির্ধারিত করে দেয়।' লেখার শেষে একটা বিরক্তির ইমোজি। প্রসঙ্গত, একটা সময় তৃষার সঙ্গে নাম জড়িয়েছিল রানা দুগ্গাবতির। এছাড়াও বরুণ মানিয়ানের সঙ্গে সম্পর্কে ছিলেন। আজ থেকে দশ বছর আগে অর্থাৎ ২০১৫ সালে আংটি বদল করেছিলেন কিন্তু, পরে সেই বাগদান বাতিল হয়ে যায়। অভিনেতা বিজয়ের সঙ্গেও সম্পর্কের গুঞ্জন বেশ জোড়াল হয়েছিল। 

উল্লেখ্য, বিজয়-তৃষা জনপ্রিয় অন-স্ক্রিন জুটি। ঘিল্লি এবং লিও ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। বিজয় ১৯৯৯ সালে সঙ্গীতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই সন্তান, সঞ্জয় ও দিব্যা। বিজয়ের ৫০তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে একটি লিফটের ভিতর সেলফি পোস্ট করেন। এরপরই শুরু হয় প্রেমচর্চা। চলতি বছরের জুন মাসে তৃষা বিজয়কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে পোষ্যর সঙ্গে খেলছিলেন অভিনেতা। 

দীর্ঘদিন অভিনয় কেরিয়ারের সঙ্গে যুক্ত তৃষা। তবে ব্যক্তিগতজীবনকে কখনই সেভাবে লাইমলাইটে আনতে চান না অভিনেত্রী। খোলামেলা কথা বলতে খুব একটা স্বচ্ছন্দ নন।  তবে সাম্প্রতিক অতীতে বিয়ে নিয়ে তৃষা বলেছিলেন, 'যেদিন আমি উপযুক্ত জীবনসঙ্গী পাব সেদিন বিয়ে নিয়ে চিন্তা করব। এখনও সঠিক সময় আসেনি।' 

আরও পড়ুন 'সইফকে আমার থেকে বেশি ভয় পায়', জেহ-তৈমুরকে কী ভাবে বড় করছেন সইফিনা? ফাঁস করলেন বেবো

Trisha Krishnan