Actress Hospitalized: স্যালাইনের নল-একের পর এক ইনজেকশনে ক্ষতবিক্ষত! হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী

Arishfa Khan Hospitalized: হাতে স্যালাইনের নল, একের পর ইনজেকশনে যন্ত্রণায় কাতর অভিনেত্রী। ছবি পোস্ট করে অসুস্থতার খবর নিজেই জানিয়েছেন টেলি অভিনেত্রী আরিসফা খান।

Arishfa Khan Hospitalized: হাতে স্যালাইনের নল, একের পর ইনজেকশনে যন্ত্রণায় কাতর অভিনেত্রী। ছবি পোস্ট করে অসুস্থতার খবর নিজেই জানিয়েছেন টেলি অভিনেত্রী আরিসফা খান।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
aeded

অসুস্থ আরিসফা খান

Arishfa Khan Health Update: আরিসফা খান, হিন্দি সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ। একাধারে তিনি একজন ফেমাস ইউটিউবারও। সোশ্যাল মিডিয়ায় তঁর ফলোয়ার্স সংখ্যা ২৯.৯ মিলিয়ান। এই মুহূর্তের কানাঘুষো, সলমান খানের বিগ বস ১৯-এ অংশগ্রহণ করবেন উত্তরপ্রদেশের আরসিফা খান। চর্চার মাঝেই হাসপাতালে ভর্তি হলেন এই জনপ্রিয় টেলি অভিনেত্রী। ইনস্টা স্টোরিতে একগুচ্ছ ছবি পোস্ট করে অসুস্থতার খবর নিজেই জানিয়েছেন। হাতে স্যালাইনের নল, একের পর ইনজেকশনে যন্ত্রণায় কাতর অভিনেত্রী। পোস্টের প্রতিটি ছত্রে রয়েছে সেই ব্যথার অনুভূতি। 

Advertisment

কী কারণে বিগত চারদিন হাসপাতালে সেটা অবশ্য স্পষ্ট করেননি আরসিফা খান। তবে শরীর খুব দুর্বল সেটা বলেছেন। ছবি পোস্টের সঙ্গে আরসিফা লিখেছেন, 'ইতিমধ্যেই দুহাতে পাঁচটি ইনজেকশন দেওয়া হয়ে গিয়েছে। আর কতগুলো বাকি জানি না, সেই সঙ্গে অজস্র ওষুধ। বিগত চারদিন আমার চোখে ঘুম নেই। মনে হচ্ছে এক ছুটে হাসপাতাল থেকে বাড়ি চলে যাই।' কঠিন সময়ে আরসিফা খান পাশে কে রয়েছেন? সে কথাও নিজেই জানিয়েছেন অভিনেত্রী। 

Advertisment

আরও পড়ুন সংকটজনক অবস্থায় ভর্তি ছিলেন ICU-তে, কেমন আছেন বরেণ্য সংগীতশিল্পী?

মায়ের উদ্দেশ্যে লিখছেন, 'তুমি তো আমার জন্য এবার অসুস্থ হয়ে পড়ছ। দিবারাত্র বাড়ি আর হাসপাতাল করেই তো তোমার দিন কাটছে। তুমি এই পৃথিবীর সেরা মা। তোমাকে খুব ভালবাসি।' চারদিন হাসপাতালে ভর্তি থাকার দরুণ আরসিফা মাকে যাতায়াত করতে হচ্ছে। কবে হাসপাতাল থেকে ছাড়া হবে সেই বিষয়ে চিকিৎসক এখনও কিছু জানাননি। তবে কী কারনে হাসপাতালে ভর্তি হয়েছেন তা জানতে উদগ্রীব অভিনেত্রীর অনুরাগীরা। 

আরও পড়ুন হাসপাতালে ভর্তি জনপ্রিয় কমেডিয়ানের ৫ বছরের সন্তান, কী হয়েছে ছোট্ট সোনার?

২০০৩-এর ৩ এপ্রিল উত্তরপ্রদেশে আরসিফার জন্ম। বয়স মত্র ২২ বছর, অভিনয় জগৎ-এ সুনাম অর্জন করেছেন। শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। একাধিক হিন্দি মেগায় অভিনয় করেছেন। 'পাপা বাই চন্স' ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। আরসিফার মা একজন স্টান্ট অভিনেত্রী। ছোটবেলায় মায়ের সঙ্গে সেটেও যেতেন। 

আরও পড়ুন হাসপাতালে মাধবী মুখোপাধ্যায়ের স্বামী, অভিনেতা নির্মল কুমারের হেলথ আপডেট দিলেন মেয়ে মিমি

২০১৮ সালে এক সাক্ষাৎকরে আরসিফা বলেছিলেন, একজন স্টান্ট মহিলার মেয়ে কেন্দ্রীয় চরিত্রে কাজের সুযোগ পেতেই আনন্দে তাঁর মায়ের চোখে জল এসে গিয়েছিলে। মেয়েকে জড়িয়ে খুব কেঁদেছিলেন। অগাস্ট থেকে শুরু হবে বিগ বস ১৯, সেখানে আরসিফাকে দেখা যায় কিনা সেটা তো সময় বলবে। 

আরও পড়ুন গৃহপ্রবেশের সাফল্যের মাঝেই আচমকা অসুস্থ, হাসপাতালে পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

Bigg Boss hindi serial