Actress Health Update: স্টেজ ২ লিভার ক্যানসারের চিকিৎসার মাঝেই অভিনেত্রীর মুখে ঘা, প্রকাশ্যে আরও এক কঠিন সত্য
Dipika Kakar Health: এই মুহূর্তে স্টেজ ২ লিভার ক্যানসারের চিকিৎসা চলছে। এর মাঝেই দেখা দিয়েছে জিভে ঘা। দীপিকার হেলথ আপডেট শেয়ার করতে গিয়ে আরও এক সত্যি প্রকাশ্যে আনলেন শোয়েব ইব্রাহিম।
Dipika Kakar Health: এই মুহূর্তে স্টেজ ২ লিভার ক্যানসারের চিকিৎসা চলছে। এর মাঝেই দেখা দিয়েছে জিভে ঘা। দীপিকার হেলথ আপডেট শেয়ার করতে গিয়ে আরও এক সত্যি প্রকাশ্যে আনলেন শোয়েব ইব্রাহিম।
Dipika Kakar Health Update: বিগত বেশ কয়েকদিন ধরেই কর্মজীবনের থেকে বেশি চর্চায় দীপিকার ব্যক্তিগতজীবন। স্টেজ ২ লিভার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন দীপিকার স্বামী শোয়ের ইব্রাহিম। অভিনেত্রীর প্রতি মুহূর্তের হেলথ আপডেট নিজের ভ্লগে শেয়ার করেছেন শোয়েব। অস্ত্রোপচারের পর বাড়ি ফিরে দীপিকাও নিজের শারীরিক অবস্থার কথা নিজের মুখে জানিয়েছেন। এই মুহূর্তে টার্গেটেড থেপারি চলছে দীপিকার। সেই সময়ই জিভে ঘা দেখা দিয়েছে। তবে চিকিৎসক দুশ্চিন্তা করতে বারণ করেছেন। অতিরিক্ত জল খাওয়ার পরামর্শ দিয়েছেন। দীপিকার শারীরিক অবস্থা নিয়ে যতটা চিন্তিত তাঁর পরিবার, উদ্বিগ্ন অভিনেত্রীর ভক্তরাও। এর মাঝেই শোয়েব তাঁর ভ্লগে শেয়ার করলে আরও এক সত্য ঘটনা।
Advertisment
স্টেজ ২ লিভার ক্যানসারের অস্ত্রোপচারের পর mammography টেস্টও করতে হয়েছিল। কিন্তু কেন? জানুয়ারি মাসে সেলিব্রিটি মাস্টার শেফ অংশগ্রহণের সময় তাঁর বাঁ কাঁধে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। তখন বিষয়টা বুঝতে পারেননি। চিকিৎসকের কাছে গেলে জানতে পারেন লিম্ফ নডসের বৃদ্ধিই যন্ত্রণার কারণ। বাঁ দিকের স্তনেও একইরকম ব্যথা অনুভব করলে চিকিৎসক জানান, একই কারণের জন্য যন্ত্রণা হচ্ছে। তবে কোনওরকম ঝুঁকি না নিয়ে mammography টেস্টের পরামর্শ দেন।
ভ্লগে দীপিকা বলেন, 'অস্ত্রোপচারের পর দেড় মাস পেরিয়ে গেল। সেই সময় যে যন্ত্রণাটা ছিল এখন অবশ্য নেই। তবে চিকিৎসক কোনওরকম ঝুঁকি নিতে রাজি নন। তাই ডঃ শ্বেতা বলেছেন আরও একবার টেস্ট করে নিশ্চিত হবেন।' দীপিকার জীবনের উপর দিয়ে বয়ে ঝড় কবে শান্ত হবে সেই অপেক্ষায় দিন গুনছেন অভিনেত্রী ও তাঁর পরিবার। কয়েকদিন আগে দীপিকা জানান ছোট্ট রুহানের জন্য মন খারাপ।
ভ্লগের মাধ্যমে জানান, 'অস্ত্রোপচারের পর আমার জীবনে অনেক কিছুই বদলে গিয়েছে। আগের মতো এনার্জিও আমি পাই না। ছেলেকে কোলে নিতে পারি না। ওর সঙ্গে খেলতে পারি না। সেলাইয়ের জন্যই এগুলো এখন করা বারণ। ওজন তোলাতেও রয়েছে নিষেধাজ্ঞা। রুহান কত আশা করে কোলে ওঠার জন্য আসে কিন্তু, আমি নিতে পারি না। ওটা মারাত্মক খারাপ লাগার একটা মুহূর্ত। সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে বলেই আমি আশাবাদী।'