/indian-express-bangla/media/media_files/2025/10/05/cats-2025-10-05-12-23-57.jpg)
টুইঙ্কেলের আপশোস
Twinkle Khanna Tips: বেশ কয়েকটি বলিউডের ছবিতে অভিনয় করেছেন রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার মেয়ে টুইঙ্কেল খান্না। এখন অবশ্য সিনে দুনিয়া থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছেন। টুইঙ্কেল শুধু একজন অভিনেত্রীই নন, একজন লেখিকাও। বেশ কয়েকটি বই লিখে সকলের নজর কেড়েছেন অক্ষয় ঘরনি টুইঙ্কেল। তাঁর নামের সঙ্গে অভিনেত্রী তকমা জুড়ে গেলেও মন থেকে কখনও লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় পা রাখতে চাননি। মা ডিম্পল কাপাডিয়ার জন্যই অভিনয় জগৎ-এ আত্মপ্রকাশ। তারকা পরিবারের সন্তান হওয়ায় টুইঙ্কেলের মা চেয়েছিলেন মেয়েও তাঁর মতো একজন সফল অভিনেত্রী হবেন। দিব্যা জৈনের সঙ্গে এক আলাপচারিতায় মন কি বাত শেয়ার করলেন টুইঙ্কেল।
টুইঙ্কেলের কথায়, 'অনেকের মতো আমিও তাই করেছি। যেমন কারও বাবা যদি মিষ্টির দোকান চালাতেন তাহলে ছেলেও হয়ে যেত মিষ্টিওয়ালা। আমার ক্ষেত্রেও তেমনই ছিল। আমার বাবা-মা বিশেষ করে আমার মা, ডিম্পল কাপাডিয়া আমাকে অভিনেত্রী বানানোর জন্য ভীষণ আগ্রহী ছিলেন। কিন্তু, আমি সিএ (চার্টার্ড অ্যাকাউন্টেন্সি) পরীক্ষার জন্য আবেদন করেছিলাম। কারণ ওটা ছিল আমার ভালবাসা। কিন্তু মা বললেন, এটাই তোমার উপযুক্ত সময়। এখনই তুমি অভিনেত্রী হতে পারো। পরে চাইলে যা খুশি করতে পারবে।'
আরও পড়ুন 'করিশ্মার এটা প্রাপ্য ছিল না', তৃতীয় স্ত্রী প্রিয়াকে কাঠগোড়ায় তুলে বিস্ফোরক সঞ্জয়ের বোন মন্দিরা
নিজের জীবন অন্য পথে চললে কেমন হতে পারত সেই আবেগে ভেসে টুইঙ্কেল আরও বলেন, 'ভাবো তো, আমাকে জোর করে অপছন্দের একটা জিনিস করতে বাধ্য করলে। আমি তখন থেকেই সফল লেখিকা হতে পারতাম! তারপর মা বলতেন, তা হলে এখন কী করতে? সুতরাং, তখনও শেষ কথা ওঁরই থাকত।' টুইঙ্কেলের যুক্তি, এটি আসলে এক সার্বজনীন সমস্যা। অনেক সময় বাবা-মায়েরা অনিচ্ছাকৃতভাবেই নিজেদের আকাঙ্ক্ষা বা স্বপ্ন সন্তানদের ওপর চাপিয়ে দেন।
তাঁর মতে, 'আমরা মায়েরা প্রায়ই নিজেদের উচ্চাকাঙ্ক্ষা বা চিন্তাধারা সন্তানদের মধ্যে চাপিয়ে দিই যেটা কখনও করা উচিত নয়। আমাদের উচিত সন্তানকে দেখা। তার ক্ষমতা ও আগ্রহকে প্রাধান্য দেওয়া এবং তার ইচ্ছে অনুযায়ী জীবনে চলতে দেওয়া। কারণ, আমাদের পরিকল্পনায় ওদের সাফল্য আসবে না। নিজের ইচ্ছেশক্তিতেই সফল হবে।' সর্বোপরি, বাবা-মায়ের নিজেদের স্বপ্ন বা অপূর্ণতা সন্তানদের ওপর চাপিয়ে দেওয়া কখনও উচিত নয় সেটাই রাজেশ কন্যার মূল বক্তব্য।
আরও পড়ুন নবরাত্রির অনুষ্ঠানে ভক্তের সেলফির আবদারে বিরক্ত, জয়ার সঙ্গে তুলনা টেনে চরম কটাক্ষ হেমাকে