/indian-express-bangla/media/media_files/2025/10/13/cats-2025-10-13-11-16-28.jpg)
পরিচিত মহলে প্রতারণার শিকার
Vikram Bhatt Movie Footage Stolen: সেপ্টেম্বরেরই মাকে হারিয়েছেন বলিউডের বিশিষ্ট পরিচালক বিক্রম ভাট। নতুন সিনেমার শুটিংয়ের মাঝেই মায়ের প্রয়াণে ভেঙে পরেছিলেন পরিচালক। নিজেকে সামলে নিতেই ফের বিপদে বিক্রম ভাট। পরিচিতমহলেই প্রতারণার শিকার পরিচালক। অভিযোগের তির প্রোডাকশন হাউজের দুই কর্মীর দিকে। বিক্রম ভাটের প্রযোজনা সংস্থার দুই কর্মচারীর বিরুদ্ধে শুক্রবার অভিযোগ দায়ের করা হয়েছে। অফিস থেকে তাঁর ছবির 'র' ফুটেজ সহ হার্ড ডিস্ক ও মোবাইল ফোন চুরি করে বিক্রি করেছেন বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, বিক্রম ভাটের সংস্থার প্রোডাকশন ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে জিতেন্দ্র শর্মা ও রাকেশ পানিগ্রাহী নামে দুই কর্মচারীর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। আর সেই এফআইআর অনুযায়ী, বিক্রম ভাট লক্ষ্য করেছেন যে ২০২৫ সালের মার্চ মাস থেকে অফিসের একের পর এক হার্ড ডিস্ক গায়েব। তখনই সন্দেহ হয়েছে তাঁর হিসাবরক্ষক রাকেশ পানিগ্রাহীর ওপর। প্রোডাকশন ম্যানেজারকে পরিচালক বিক্রম ভাট তাঁর উপর কড়া নজর রাখার নির্দেশ দেন।
তখনই বিক্রমের ম্যানেজার জানতে পারেন পানিগ্রাহীর অধীনে কর্মরত জিতেন্দ্র শর্মার কাছেই পরিচালকের সমস্ত হার্ড ডিস্ক রাখা আছে। সাধারণত অফিসের কেউ কোনও কাজের জন্য ডিস্ক চাইলে জিতেন্দ্র রাকেশের অনুমতি নিয়ে সেটি দিতেন। কিন্তু গত কয়েক মাস ধরে বিভিন্ন অজুহাতে তিনি ডিস্ক দেওয়া বন্ধ করে দেন। এক অফিসকর্মী ১৩ সেপ্টেম্বর শর্মার কাছে হারানো ডিস্কের বিষয়ে জানতে চান। শর্মা নাকি জানান তিনি পানিগ্রাহীর নির্দেশেই ওই ডিস্কগুলি আশোক ক্রুশ নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেছেন।
আরও পড়ুন নতুন ছবির কাজের মাঝেই মাথায় বজ্রপাত, মাকে হারিয়ে শোকে পাথর 'রাজ' খ্যাত পরিচালক
আরও বলেছেন, প্রতিটি ডিস্ক ৫পাঁচ থেকে ছ'হাজার টাকায় বিক্রি হয়েছে। যার অর্ধেক টাকা নাকি পানিগ্রাহীর পকেটে ঢুকেছে। মোট ১০টি ডিস্ক বিক্রি হয়েছে বলে মিডিয়া রিপোর্ট মোতাবেক খবর। যখন বিক্রম ভাটের কর্মচারীরা জিতেন্দ্র শর্মাকে ডিস্ক ফেরত দিতে বলেন তিনি ফোন বন্ধ করে দেন। শুধু তাই নয় অফিসে আসা পর্যন্ত বন্ধ করে দেন।
একইসঙ্গে রাকেশ পানিগ্রাহীও অফিসে আসা বন্ধ করে দিয়েছেন। সংস্থার মোবাইল ফোনও ফেরৎ দেননি। এরপরই ভারসোভা থানায় অভিযোগ দায়ের করা হয়। ভারতীয় দণ্ডবিধির 316(4) (অবিশ্বাসভাজনতার অপরাধ) এবং 3(5) (সাধারণ ব্যাখ্যা)-ধারায় পানিগ্রাহী ও শর্মার বিরুদ্ধে মামলা রজু হয়েছে।
আরও পড়ুন 'যখন হাসপাতালের বিছানায় থাকি...', প্রাক্তন স্ত্রী অমৃতাকে নিয়ে কোন সিক্রেট ফাঁস সইফের?