Aditya Narayan Trolled:লাইভ কনসার্টের মাঝে মহিলা অনুরাগীকে চুমু খেয়ে তুমুল বিতর্কে জড়িয়েছেন নয়ের দশকের রোম্যান্টিক গায়ক উদিত নারায়ন। এক ভিডিওতে রক্ষে নেই, তারই মাঝে ভাইরাল আরও একটি চুমুক কান্ড। একের পর এক চুমু বিতর্কে একেবারে প্রতিক্রিয়াহীনই বলা যেতে পারে উদিতকে। ভক্তদের খুশি করতে এমন কিছু জিনস করতেই হয়, এগুলো নিয়ে চর্চা বৃথা।
বিতর্কের মাঝে এমন সাফাই-ই দিয়েছেন বিশিষ্ট সংগীতশিল্পী উদিত নারায়ন। এবার সেই চর্চায় পরোক্ষভাবে জড়িয়ে গেলেন উদিত নারায়নের ছেলে আদিত্য নারায়নও। মুম্বই বিমনাবন্দরে মুখে ঢেকে প্রবেশ করেছেন আদিত্য। সেই ভিডিও সেলেব পাপারাৎজ্জিরা তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন। তারপরই নেটিজেনদের খোঁচা, বাবার কীর্তিতে লজ্জায় মুখ ঢাকছেন ছেলেও।
বিমানবন্দরে যখন আদিত্য প্রবেশ করেছেন তখন তাঁর মুখে ছিল মাস্ক, চোখে চশমা,মাথায় টুপি আর গায়ে জ্যাকেট। সেলেব প্যাপেদের সঙ্গে সেভাবে কোনও কথা বলেননি। শুধু হাত তুলে হাসি মুখে এগিয়ে গিয়েছেন উদিত পুত্র। ৮ ফেব্রুয়ারি আদিত্য নারায়ন মুখ ঢেকে বিমানবন্দরে প্রবেশের মুহূর্ত শেয়ার করতেই নেটিজনরা লিখলেন, 'বাবা এমন কাজ করেছে যে ছেলেও মুখ ঢাকছে।'
আরও পড়ুন: 'ওঁর ৬৯ তো এইসময় এইরকম...', চুমু বিতর্কে উদিতকে বয়সের খোঁচা 'কন্ট্রোভার্সি ক্যুইন' উরফির!
অপর এক ব্যক্তি খোঁচা মেরে লিখেছেন, 'বাবার কর্মের ফল ভুগছে ছেলে।' এক নেটনাগরিকের মন্তব্য, 'বাবা চুমু খাচ্ছে আর ছেলে কামড়াবে।' 'ছেলের থেকে বাবা নিজের নাম বেশি উজ্জ্বল করেছে' বলেও সুর চড়িয়েছেন নেটনাগরিকের একাংশ। ৬৯ বছর বয়সী সংগীতশিল্পী উদিত নারায়নের চুমু বিতর্কে মন্তব্য করেছেন বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন উরফি জাভেদ।
আরও পড়ুন: এক চুমুতে রক্ষে নেই ফের মহিলাভক্তের ঠোঁটে ঠোঁট, বিতর্কের মাঝেই উদিতের নতুন ভিডিও ঘিরে তোলপাড়
ইন্সট্যান্ট বলিউডকে সাক্ষাৎকার দেওয়ার সময় উদিত নারায়নের চুমু বিতর্ক নিয়ে উরফির মত জানতে চাওয়া হয়। তাঁর অকপট জবাব, 'ওঁর বয়স ৬৯। এই সময় এইরকম হয়েই থাকে।' তবে উদিতের পাশে দাঁড়িয়েছেন নয়ের দশকের জনপ্রিয় গায়ক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, উদিত রোম্যান্টিক গায়ক। মহিলাভক্তরাই এগিয়ে আসেন। এক্ষেত্রে গায়কের কোনও দোষ নেই।