Udit Narayan: এক চুমুতে রক্ষে নেই ফের মহিলাভক্তের ঠোঁটে ঠোঁট, বিতর্কের মাঝেই উদিতের নতুন ভিডিও ঘিরে তোলপাড়

Udit Narayan New Video: সম্প্রতি মহিলা অনুরাগীকে চুমু খেয়ে বিতর্কে জড়ান উদিত নারায়ন। চর্চার মাঝেই ফের একই কাণ্ড ঘটালেন গায়ক। ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dfADF

এক চুমুতে রক্ষে নেই ফের মহিলাভক্তের ঠোঁটে ঠোঁট

Udit Narayan New Kiss Video Viral: লাইভ পারফরম্যান্সের মাঝেই মঞ্চ থেকেই মহিলা অনুরাগীর ঠোঁটে ঠোঁট নয়ের দশকের জনপ্রিয় গায়ক উদিত নারায়নের। এই ভিডিও ভাইরাল হতেই গায়ককে একহাত নিয়েছেন নিন্দুকেরা। যদিও তাতে বিশেষ কোনও হেলদোল নেই উদিতের। বরং উদিতের সাফাই, ভক্তদের খুশি করতে এগুলো করতেই হয়। এটি চর্চার কোনও বিষয় নয়।

Advertisment

এই মুহূর্তে যখন উদিতের চুমুকাণ্ড বিনোদনের হট কেক তখন সেই বিতর্কে ঘৃতাহুতি দিল আরও এক ভিডিও। যেখানে মহিলাভক্তকে ঠিক এভাবেই মঞ্চ থেকে জাপটে চুমু খাচ্ছেন গায়ক। উল্লেখ্য, বিটাউনের ফেমাস সংগীতশিল্পী অলকা ইয়াগনিক ও শ্রেয়া ঘোষালও উদিতের আকস্মিক চুমুতে বিব্রত হয়ে যান। বিতর্কের মাঝে সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

Advertisment

মঞ্চে যখন উদিত গান গাইছেন তখন সেখানে অনুরাগীরা সেলফির জন্য ভিড় করেন। তাঁদের মধ্যে এক মহিলাভক্ত মোবাইল নিয়ে প্রস্তুত হতেই উদিত তাঁর গলা জড়িয়ে সোজা ঠোঁট স্পর্শ করে ফেলেন। এই ভিডিও দেখে ফের রেগে কাঁই নেটিজেনরা। এক্স হ্যান্ডেলে এই ভিডিও ঘিরে যেন রীতিমতো তোলপাড়। এক চুমুতে রক্ষে নেই, ফের একই কাণ্ড ঘটালেন উদিত! তাঁর দিকে ধেয়ে এসেছে কটাক্ষ।

নিন্দায় সরব নেটপাড়া। সহকর্মী বা ভক্তদের বারবার চুমু খাওয়ার বিষয়টি মোটেই ভাল নজরে দেখছে না আমজনতা। বরং নয়ের দশকের রোম্যান্টিক গায়ক উদিত নারায়নের ইমেজ নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরই ভক্তরা। চুমুকাণ্ডে যখন উদিতকে নিয়ে চর্চা তুঙ্গে তখন উদিতের সাফ জবাব, 'এই চর্চা নিয়ে আমি বিন্দুমাত্র বিচলিত নই। আর হবই বা কেন? আমার গলায় কোনও আক্ষেপ দেখছেন? বরং এই ঘটনাটা আমার কাছে হাস্যকর। এটা তো লুকোচুরির মতো কোনও ব্যাপার নয়। যা হয়েছে জনসমক্ষে হয়েছে।'

আরও বলেন, 'আমি নিজের কাছে পরিষ্কার। যাঁরা আমার মধ্যে নোংরামি খুঁজছে ব্যস্ত তাঁদের প্রতি আমার করুণা হচ্ছে। একইসঙ্গে আমি ওঁদের ধন্যবাদও জানাতে চাই। কারণ আমি তো জনপ্রিয় ছিলামই, ওঁরা আমাকে আরও পপুলার করে দিল।' সম্প্রতি উদিত নারায়ের চুমুকাণ্ডে তাঁকে বয়সের খোঁচা দিয়েছেন বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন উরফি জাভেদ।

আরও পড়ুন: 'ওঁর ৬৯ তো এইসময় এইরকম...', চুমু বিতর্কে উদিতকে বয়সের খোঁচা 'কন্ট্রোভার্সি ক্যুইন' উরফির!

ইন্সট্যান্ট বলিউডকে সাক্ষাৎকার দেওয়ার সময় উদিত নারায়নের চুমু বিতর্ক নিয়ে উরফির মত জানতে চাওয়া হয়। তাঁর অকপট জবাব, 'ওঁর বয়স ৬৯। এই সময় এইরকম হয়েই থাকে।' উদিত নারায়নকে বয়সের খোঁচা দিতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল উরফির মন্তব্য। কথায় আছে 'বুড়ো বয়সের ভিমরতি', উরফিও যে তাঁর বক্তব্যে সেটাই বোঝাতে চেয়েছেন সে কথা বলার অপেক্ষাই রাখে না। 

bollywood movie bollywood songs Bollywood News kiss udit narayan