Uorfi javed Viral Photo: রক্তমাখা মুখ-চোখের নীচে কালি! উরফির জীবনে ঘটে গেল কোন মারাত্মক ঘটনা?

Uorfi javed Horrible Face: লিফ ফিলার সরিয়ে চেনা ছন্দে ফিরতেই ফের দুর্ঘটনার কবলে। সোশ্যাল মিডিয়ায় মুখের ভয়ংকর চেহারার ছবি পোস্ট করেছেন উরফি।

Uorfi javed Horrible Face: লিফ ফিলার সরিয়ে চেনা ছন্দে ফিরতেই ফের দুর্ঘটনার কবলে। সোশ্যাল মিডিয়ায় মুখের ভয়ংকর চেহারার ছবি পোস্ট করেছেন উরফি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

কী ঘটল উরফির সঙ্গে?

Uorfi javed Health Update: কখনও বোল্ড স্টাইল স্টেটমেন্ট তো কখনও আবার শারীরিক পরিবর্তন বা অসুস্থতার মতো নানা কারণে চর্চায় থাকেন। সম্প্রতি লিপ ফিলার সরানোর সময় ঠোঁটে ইনজেকশন দেওয়া থেকে মুখ ফুলে ঢোল, তারপর নিজস্ব চেহারা ফিরে পাওয়া। এই জার্নির প্রতিটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন উরফি। এই ঘটনার কয়েকদিন আগেই অ্যালার্জিতে মুখের মানচিত্র বদলে যাওয়ার ভিডিও-ও শেয়ার করেছিলেন। তবে এবার রক্তাক্ত মুখের ছবি পোস্ট করতেই আঁতকে উঠেছে নেটপাড়া। চোখের নীচে কালি, বয়ে যাচ্ছে রক্ত! কোন মারাত্মক বিপদে উরফি? সে কথা অবশ্য নিজেই জানিয়েছেন কন্ট্রোভার্সি ক্যুইন উরফি জাভেদ।

Advertisment

ইনস্টা স্টোরিতে ছবি পোস্ট করে লিখেছেন, 'যাঁদের বাড়িতে বিড়াল আছে তাঁরা বুঝতে পারবেন আমার সঙ্গে কী ঘটেছে। আমি সোফায় বসে ছিলাম আর আমার বিড়াল এসে একের পর এক আঁচড় দিয়ে দিল। এটা নিছক দুর্ঘটনা।' উরফির দ্রুত আরোগ্য কামনা করেছেন নেটিজেনরা। প্রসঙ্গত, এই মুহূর্তে প্রেমে মজে উরফি। দিল্লি নিবাসী পাত্রকে মন দিয়েছেন উরফি। প্রতি সপ্তাহে মনের মানুষের সঙ্গে দেখা করতে দিল্লি উড়ে যান অভিনেত্রী।

Advertisment

আরও পড়ুন 'ওঁর বিয়ে ভেঙে...', ঠোঁটের ফিলার সরাতেই প্রকাশ্যে প্রেম কাহিনি, কার সঙ্গে প্রেম করছেন উরফি?

 Mashable India-কে দেওয়া সাক্ষাৎকারে উরফি বলেছেন, 'আমার প্রেমিক মুম্বইয়ের কেউ নন। ওঁর বাড়ি দিল্লি, উচ্চতা ছ'ফুট চার ইঞ্চি। দূরে থাকলেও কোনও অসুবিধা নেই। বিমানে যেতে সময় লাগে মাত্র দু'ঘণ্টা। প্রতি সপ্তাহান্তে আমি দিল্লি যাই। পাপারাজ্জিদের দেখলেই উলটো গিকে দূরে পালান। আসলে আমার প্রেমিক ভীষণ লাজুক। লাইমলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন। সোশ্যাল মিডিয়ায় মনোযোগ পেতে একদমই চান না। ইনস্টাতে কোনও পোস্ট নেই। আর আমার ভুরি ভুরি পোস্ট।'

কী ভাবে মনের মানুষের সঙ্গে পরিচয় উরফির? তিনি জানান 'ভাগ্যের ফেরে আমাদের দেখা হয়েছে। যখন ওঁর সম্বন্ধ করে বিয়ে ঠিক হচ্ছে সেই সময় আমার সঙ্গে হঠাৎ দেখা। দুজনেই তখন এক জায়গায়। আমিই তো বিয়েটা ভেঙে দিলাম। (মজা করে বলেছেন) ওঁর তখনও বিয়ে ঠিক হয়নি। পাত্রী পক্ষের বাড়িতে যাচ্ছিল।'

আরও পড়ুন লিপ ফিলারের পর চোখ-মুখ ফুলে ঢোল! কটাক্ষের মাঝে নতুন ছবি পোস্ট করে কী বার্তা উরফির?

Uorfi Javed