Urfi Javed New Look: কাঁটা লাগা গার্ল শেফালি জারিওয়ালার ৪২ বছরে অকাল মৃত্যুর পর অ্যান্টি এজিং ট্রিটমেন্ট, লিপ ফিলারের মতো বিষয়গুলো নিয়ে চর্চা হচ্ছে। এর মাঝেই একটি ক্লিনিক থেকে ঠোঁটের ফিলার সরিয়ে ফেলার একটি মুহূর্তের ভিডিও পোস্ট করেন কন্ট্রোভার্সি কুইন উরফি জাভেদ। দীর্ঘ ন'বছর পর ঠোঁটের ফিলার সরাতেই চোখ-মুখ ফুলে ঢোল। চেহারার ভয়াবহতা দেখে ভয় পেয়ে যায় প্রত্যেকে।
আরও পড়ুন চোখ-মুখ ফুলে সাঙ্ঘাতিক অবস্থা! উরফির চেহারার ভয়ংকর পরিণতি দেখলে আঁতকে উঠবেন
বিশেষ করে ঠোঁটে ইনজেকশন দেওয়ার মুহূর্তটা দেখে শিউরে উঠেছে নেটনাগরিকরা। তিন-চারদিন পর সোশ্যাল মিডিয়ায় আরও একটি পোস্ট শেয়ার করলেন উরফি। কয়েকটি ছবি আর ভিডিও শেয়ার করে দেখালেন মুখের বর্তমান পরিস্থিতি। যা দেখে উরফিকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন সতীর্থ থেকে ভক্তরা।
নীল-সাদা চেকের ছোট্ট একটি পোশাকে বেশ 'কিউট' উরফি। পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'সত্যি বলছি ট্রোল আর মিম দেখে হাসি ধরে রাখতে পারিনি! এবার দেখুন আমার মুখের বর্তমান চেহারা। ফিলার বা ফুলে যাওয়া ছাড়াই আমার মুখ। যদিও এভাবে নিজের মুখ বা ঠোঁট দেখার অভ্যেস নেই আমার। তবে একটা কথা বলি, এখানে আমি লিপ প্লাম্পার ব্যবহার করেছি।'
অথচ দু-একদিন আগে উরফির মুখের যা মরাত্মক হাল হয়েছিল! এরপরই এমন সুন্দর চেহারার ছবি পোস্ট পোস্ট করবেন সেটা বোধহয় অনেকেই আঁচ করতে পারেননি। তাই কটাক্ষের বাণে বিদ্ধ হতে হয়েছিল উরফিকে। ঠোঁটের ফিলার সরানোর ভিডিও পোস্ট করে উরফি লিখেছিলেন, 'এটা কোনও ফিল্টার নয়। আমি আগে যে ফিলারগুলো করিয়েছি সেগুলো ভুল জায়গায় করানো হয়েছিল। তাই এবার স্বাভাবিক নিয়মে প্রাকৃতিক উপায়ে নতুন করে সঠিক স্থানে প্রতস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি।'
আরও বলেন, 'আমি ফিলার্সের বিপক্ষে নই। তবে এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি কখনই করা উচিত নয়। চারপাশে বহু ক্লিনিক আছে, চিকিৎসক আছেন কিন্তু, তাঁরা সঠিক পদ্ধতি জানেন না। তবে আমি একজন ভাল চিকিৎসকের সন্ধান পেয়েছি।' ফোলা মুখের একটি ভিডিও পোস্ট করে উরফি লিখেছিলেন, তাঁর প্রেমিক বলছেন, কথায় কথায় তিনি কেন এভাবে মুখ ফুলিয়ে নেন।
আরও পড়ুন ঠোঁটে একের পর এক ইনজেকশন! বদলে গিয়েছে মুখের মানচিত্র, ভিডিও পোস্ট করে কী বার্তা উরফির?