Uorfi Javed Love Story: উরফি জাভেদ আর বিতর্ক যেন এক সুতোয় বাঁধা। কন্ট্রোভার্সি কুইন উরফির ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে তৈরি হয় নিত্য-নতুন বিতর্ক। অদ্ভুত পোশাকে অবলীলায় ক্যামেরার সামনে পোজ দেন উরফি জাভেদ। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যায় উরফির স্টাইল স্টেটমেন্টের নয়া নজির। তবে বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে আপন ছন্দেই চলতে পছন্দ করেন। ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা অভিনেত্রী।
কী ভাবে ওজন কমিয়ে ছিপছিপে গড়ন পেয়েছেন, ঠোঁটের ফিলার সরিয়ে কী ভাবে অরিজিনাল মুখের গঠন ফিরিয়ে এনেছেন সবটাই প্রকাশ্যে এনেছেন। ফিলার সরানোর পর যখন উরফির চোখ-মুখ ফুলে ঢোল সেই সময় প্রেমিক মজা করে উরফিকে বলেছিলেন সবসময়ই মুখ ফুলিয়ে রাখেন! এবার সেই প্রেমিকের পরিচয় আর পোপন রাখলেন না কন্ট্রোভার্সি কুইন উরফি জাভেদ।
দিল্লি নিবাসী পাত্রকে মন দিয়েছেন উরফি। প্রতি সপ্তাহে মনের মানুষের সঙ্গে দেখা করতে দিল্লি উড়ে যান অভিনেত্রী। Mashable India-কে দেওয়া সাক্ষাৎকারে উরফি বলেন, 'আমার প্রেমিক মুম্বিয়ের কেউ নন। ওঁর বাড়ি দিল্লি, উচ্চতা ছ'ফুট চার ইঞ্চি। দূরে থাকলেও কোনও অসুবিধা নেই। বিমানে যেতে সময় লাগে মাত্র দু'ঘণ্টা। প্রতি সপ্তাহান্তে আমি দিল্লি যাই। পাপারাজ্জিদের দেখলেই উলটো গিকে দূরে পালান। আসলে আমার প্রেমিক ভীষণ লাজুক। লাইমলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন। সোশ্যাল মিডিয়ায় মনোযোগ পেতে একদমই চান না। ইনস্টাতে কোনও পোস্ট নেই। আর আমার ভুরি ভুরি পোস্ট।'
আরও পড়ুন লিপ ফিলারের পর চোখ-মুখ ফুলে ঢোল! কটাক্ষের মাঝে নতুন ছবি পোস্ট করে কী বার্তা উরফির?
কী ভাবে পরিচায় উরফির? তিনি জানান 'ভাগ্যের ফেরে আমাদের দেখা হয়েছে। যখন ওঁর সম্বন্ধ করে বিয়ে ঠিক হচ্ছে সেই সময় আমার সঙ্গে হঠাৎ দেখা। দুজনেই তখন এক জায়গায়। আমিই তো বিয়েটা ভেঙে দিলাম। (মজা করে বলেছেন) ওঁর তখনও বিয়ে ঠিক হয়নি। পাত্রী পক্ষের বাড়িতে যাচ্ছিল। প্রসঙ্গত, সাহসী পোশাক স্পষ্টবাদিতার জন্য বিশেষভাবে পরিচিত উরফি জাভেদ। সোশ্যাল মিডিয়া সেনসেশন ও অভিনেত্রী উরফি অনশুলা কাপুরের ইউটিউব শো ‘Bunkk with Uorfi’-তে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথা শেয়ার করেছিলেন।
আরও পড়ুন চোখ-মুখ ফুলে সাঙ্ঘাতিক অবস্থা! উরফির চেহারার ভয়ংকর পরিণতি দেখলে আঁতকে উঠবেন
কয়েক বছর আগে তিনি বডি ডিসমর্ফিয়াতে আক্রান্ত হয়েছিলেন। সেই সময়ে ছিপছিপে গড়ন পেতে মরিয়া হয়ে উঠেছিলেন উরফি। আর জিরো ফিগারের লোভে খাওয়াদাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। অন্যদিকে দীর্ঘ ন'বছর পর ঠোঁটের ফিলার সরাতেই চোখ-মুখ ফুলে ঢোল। চেহারার ভয়াবহতা দেখে সকলে চমকে গিয়েছিল। তিন-চারদিন পর সোশ্যাল মিডিয়ায় আরও একটি পোস্ট শেয়ার করে দেখিয়েছেন মুখের বর্তমান পরিস্থিতি। যা দেখে উরফিকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন সতীর্থ থেকে ভক্তরা।
আরও পড়ুন ঠোঁটে একের পর এক ইনজেকশন! বদলে গিয়েছে মুখের মানচিত্র, ভিডিও পোস্ট করে কী বার্তা উরফির?