/indian-express-bangla/media/media_files/2025/09/12/cats-2025-09-12-14-02-27.jpg)
কী প্রতিক্রিয়া উরফির?
Urfi Javed Swollen Lips: কাঁটা লাগা গার্ল শেফালি জারিওয়ালার ৪২ বছরে অকাল মৃত্যুর পর অ্যান্টি এজিং ট্রিটমেন্ট, লিপ ফিলারের মতো বিষয়গুলো এখন চর্চিত টপিক। গত জুলাইয়ে সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ একটি পোস্ট শেয়ার করেছেন। একটি ক্লিনিক থেকে ঠোঁটের ফিলার সরিয়ে ফেলার মুহূর্তের ভিডিও পোস্ট করেছিলেন কন্ট্রোভার্সি কুইন উরফি জাভেদ। দীর্ঘ ন'বছর পর ঠোঁটের ফিলার সরাতেই চোখ-মুখ ফুলে ঢোল! চেহারার ভয়াবহতা দেখে আঁতকে উঠেছিল প্রত্যেকে। মুখের ভোল বদলে ছবি পোস্ট করতেই উরফিকে প্রশংসা করেছিল ভক্ত থেকে নেটিজেনরা। এই ঘটনার বেশ কিছুদিন পর সেই জার্নির অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন উরফি।
ফোলা থেকে স্বাভাবিক ঠোঁটে ফিরে পাওয়ার সফরে অনেক কটূক্তি ধেয়ে এসেছে উরফির দিকে। কয়েক সেকেণ্ডের একটি ভিডিওতে সেই মুহূর্তের কথাই বলেছেন। উরফি খোঁচা মেরে লিখেছেন, 'ঠোঁটের ফিলার সরানোর পর মুখের ভয়বহতা নিয়ে তৈরি হয়েছে একাধিক মিম। অনেকেই বলেছিলেন আমি আমার কুকর্মের ফল ভোগ করছি। কিন্তু, ওগুলো দেখে বা শুনে আমি শুধু হাসতাম।' সুঁচ না ফুটিয়েও সুন্দর ঠোঁটের অধিকারিনী হওয়া যায় সেই পথ খুঁজে পেয়েছেন উরফি। তাঁর কথায়, 'আমি লিপ ফিলারের থেকেও ভাল জিনিস আবিস্কার করেছি। যার দ্বারা আমার ঠোঁট আরও অনেক বেশি সুন্দর ও ফোলা ভাব থাকবে। পরের ভিডিওতে আমি লিপ-কেয়ার নিয়ে আসছি।'
প্রসঙ্গত, ঠোঁটের ফিলার সরিয়ে নীল-সাদা চেকের ছোট্ট একটি পোশাকে ছবি পোস্ট করেছিলেন উরফি। পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, 'সত্যি বলছি ট্রোল আর মিম দেখে হাসি ধরে রাখতে পারিনি! এবার দেখুন আমার মুখের বর্তমান চেহারা। ফিলার বা ফুলে যাওয়া ছাড়াই আমার মুখ। যদিও এভাবে নিজের মুখ বা ঠোঁট দেখার অভ্যেস নেই আমার। তবে একটা কথা বলি, এখানে আমি লিপ প্লাম্পার ব্যবহার করেছি।' সম্প্রতি অনলাইনে হুমকি পেয়েছেন উরফি। AI দ্বারা তৈরি বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে উরফিকে বদনাম করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। পড়ুন
আরও পড়ুন লিপ ফিলারের পর চোখ-মুখ ফুলে ঢোল! কটাক্ষের মাঝে নতুন ছবি পোস্ট করে কী বার্তা উরফির?
একটি পোস্ট শেয়ার করে ক্ষোভ উগরে দিয়ে উরফির পালটা প্রতিক্রিয়া, 'এই ব্যক্তি আমার বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার হুমকি দিচ্ছেন। ইতিমধ্যেই বেশ কিছু ছবি ছেড়েও দিয়েছেন। আমাকে আবার সেগুলো পাঠিয়েছেন। আমি সত্যিই বুঝতে পারি না উন্নত প্রযুক্তিকে কী ভাবে ওঁরা অপব্যবহার করছে। আমি পুলিশের দ্বারস্থ হয়ে অভিযোগ জানাব। মহিলাদের উদ্দেশে বলছি, এই ধরনের ঘটনায় একদম ভয় পাবেন না। বরং সাহসীকতার সঙ্গে মোকাবিলা করুন। কারণ সমস্যাটা আপনার নয়, যাঁরা এই ধরনের অন্যায় করছে এটা তাঁদের লজ্জা।'
আরও পড়ুন ঠোঁটে একের পর এক ইনজেকশন! বদলে গিয়েছে মুখের মানচিত্র, ভিডিও পোস্ট করে কী বার্তা উরফির?