Urfi Javed Video: মাত্র কয়কদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভয়ংকর ছবি পোস্ট করেছিলেন উরফি। অ্যালার্জিতে মুখের মানচিত্র পুরো বদলে গিয়েছিল। যখনই অ্যালার্জি হয় তখনই চেহারা এই বিভৎস রূপ ধারণ করে। তাই তিনি এমন একজন চিকিৎসকের খোঁজ করেছিলেন যিনি তাঁকে চিরতরে এই সমস্যা থেকে মুক্তি দেবেন। শুক্রবার ইনস্টাগ্রামে সেই ছবি পোস্টের একদিন পর আরও একটি ভিডিও নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করলেন কন্ট্রোভার্সি ক্যুইন উরফি জাভেদ।
যেখানে দেখা যাচ্ছে তিনি একটি ক্লিনিকে বসে আর তাঁর ঠোঁটে একের পর এক ইনজেকশন! ঠোঁট ফুলে একেবারে ঢোল! মুখের ভোলবদলের সেই মুহূর্তও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন উরফি। সেই সঙ্গে দিয়েছেন একটি বিশেষ পরামর্শও। দেখে নেওয়া যাক কী লিখেছেন উরফি।
আরও পড়ুন 'শেফালিকে পেয়ে আমাকে ভুলে গেলে'? পরাগের বিয়েতে কেন এমন কথা বলেছিলেন সহ অভিনেত্রী?
ভিডিও পোস্ট করে উরফি জানাচ্ছেন, 'এটা কোনও ফিল্টার নয়। আমি আগে যে ফিলারগুলো করিয়েছি সেগুলো ভুল জায়গায় করানো হয়েছিল। তাই এবার স্বাভাবিক নিয়মে প্রাকৃতিক উপায়ে নতুন করে সঠিক স্থানে প্রতস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি ফিলার্সের বিপক্ষে নই। তবে এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি কখনই করা উচিত নয়। চারপাশে বহু ক্লিনিক আছে, চিকিৎসক আছেন কিন্তু, তাঁরা সঠিক পদ্ধতি জানেন না। তবে আমি একজন ভাল চিকিৎসকের সন্ধান পেয়েছি।'
আরও পড়ুন চোখ-মুখ ফুলে সাঙ্ঘাতিক অবস্থা! উরফির চেহারার ভয়ংকর পরিণতি দেখলে আঁতকে উঠবেন
সম্প্রতি ইনস্টা স্টোরিতে ছবি পোস্ট করে মারাত্মক সমস্যার কথা জানিয়েছেন উরফি। চিকিৎসকের খোঁজ করছিলেন অভিনেত্রী। সেই বিষয়টি উল্লেখ করে তিনি লিখেছেন, 'এই পৃথিবীতে এমন কোনও চিকিৎসক আছেন যিনি আমাকে এই অ্যালার্জি থেকে মুক্তি দিতে পারবেন? প্রতিদিন সকালে আমার মুখ এভাবে ফুলে যায়। মানুষ এই ফোলাভাব দেখে ভাবে ফিলার, বোটক্স বা কোনও সার্জারি। জিমে যাওয়ার আগে পর্যন্ত চোখ পুরো লাল ছিল।' প্রসঙ্গত, ২০২৪ সালের গোড়াতে ঠিক এইরকম অ্যালার্জির সমস্যায় মারাত্মক ভুগেছিলেন। তখনও নিজেই ছবি পোস্ট করে যন্ত্রণার কথা সকলের সঙ্গে শেয়ার করেছিলেন।
আরও পড়ুন 'শেফালি যে সাপ্লিমেন্ট ব্যবহার করত সেগুলো...', কাঁটা লাগা গার্লের মৃত্যুর পর প্রকাশ্যে কোন সত্য?