Bengali Actress Health: 'ধূমকেতু' ক্রেজের মাঝেই অসুস্থ রুক্মিণী, কেমন আছেন দেবের 'বিনোদিনী'?

Rukmini Maitra Health Update: সিনেমাহলে এখন ধূমকেতু জ্বর। দেব-শুভশ্রী জুটির কামব্যাকে বুঁদ ভক্তরা। এর মাঝেই অসুস্থ হয়ে পড়লেন 'পার্টনার' রুক্মিণী মৈত্র।

Rukmini Maitra Health Update: সিনেমাহলে এখন ধূমকেতু জ্বর। দেব-শুভশ্রী জুটির কামব্যাকে বুঁদ ভক্তরা। এর মাঝেই অসুস্থ হয়ে পড়লেন 'পার্টনার' রুক্মিণী মৈত্র।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rukmini - hati hati pa

অসুস্থ রুক্মিণী

Rukmini Maitra Health Condition: ১৪ অগাস্ট স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী অভিনীত দশ বছরের পুরনো ছবি ধূমকেতু। মুক্তির পর বক্স অফিসের লক্ষ্মী ভান্ডার একেবারে ফুলে ফেঁপে উঠেছে। ধূমকেতুর গ্র্যান্ড ট্রেলার লঞ্চের অনুষ্ঠান থেকে নৈহাটির বড়মার মন্দিরে ভক্তদের উচ্ছ্বাসেই বোঝা গিয়েছিল বাংলা ছবির ভাগ্য বদলে যাবে। দিনে-দুপুর থেকে মধ্যরাতের শো হাউজফুল। একের পর এক রেকর্ড গড়ছে 'দেশু'-র ধূমকেতু। প্রেক্ষাগৃহে যখন ধূমকেতু জ্বরে কাবু বাঙালি তখন অসুস্থ হয়ে পড়লেন দেবের সঙ্গিনী রুক্মিণী মৈত্র।

Advertisment

আরও পড়ুন হৃত্বিক-রজনীকান্তকে ছাপিয়ে 'দেশু' ম্যাজিক, বাজনা বাজিয়ে কেক কেটে 'ধূমকেতু'-র মুক্তি উদযাপন

Advertisment

সোশ্যাল মিডিয়ায় নিজস্বী পোস্ট করে অসুস্থতার খবর নিজেই জানিয়েছেন পর্দার নটী বিনোদিনী। ১০২ জ্বরে কাবু। ইনস্টা স্টোরিতে রুক্মিণী লিখেছেন, 'যখন ভাইরাসের কবলে পড়ে গেলাম। ১০২ নট আউট।' খারাপ আবহাওয়ার জন্য ঘরে ঘরে জ্বরের প্রকোপ ক্রমশ বাড়ছে। রেহাই পেলেন না রুক্মিণীও। এখন নাকি মডেলিং এবং বিভিন্ন বিজ্ঞাপনের কাজে মায়ানগরীতেই রয়েছেন অভিনেত্রী। রুক্মিণীকে শেষ দেখা গিয়েছে নটী বিনোদিনীতে। ধূমকেতু মুক্তির আগে দেব-শুভশ্রীর 'পুনর্মিলন' নিয়েও একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে রুক্মিণীকে। যদিও বুদ্ধিদীপ্ততার সঙ্গে প্রতিটি প্রশ্নের সুন্দর ব্যখা দিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন 'যদি কারও খারাপ লাগে তাহলে...', কেন হাতজোড় করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন কাঞ্চনা? দেখুন ভিডিও

আরও পড়ুনসুদীপ্তার সঙ্গে রিয়্যালিটি শোয়ে ধামাকা করবে 'মুনির আলি', 'লাখ টাকার লক্ষ্মীলাভ' -এ কোন ভূমিকায় অঙ্কুশ?

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রুক্মিণী। সেবার ১০২ জ্বর নিয়েই হাসপাতালে ছুটেছিলেন অভিনেত্রী। অসুস্থার খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছিলেন। হাসপাতালের বিছানায় শুয়ে হাতে স্যালাইনের চ্যানেল করা অবস্থায় ছবি পোস্ট করেছিলেন। আর ক্যাপশনে লিখেছিলেন,  '১০২ জ্বর। কিন্তু আমি হাল ছাড়ছি না।' আরও একটি পোস্টে অভিনেত্রী লিখেছিলেন, 'হাল ছাড়ছি না। আর যুদ্ধ চালিয়ে যাচ্ছি।'

আরও পড়ুন 'আমাদের অনুমতি দিন...', ভারতে দুর্দান্ত সাফল্যের পর বাংলাদেশে 'ধূমকেতু' মুক্তিতে কী পদক্ষেপ প্রযোজকের?

Bengali Actress Rukmini Maitra