Urfi Javed: চোখ-মুখ ফুলে সাঙ্ঘাতিক অবস্থা! উরফির চেহারার ভয়ংকর পরিণতি দেখলে আঁতকে উঠবেন

Urfi Javed Horrible Condition: উরফি মানেই হটকে পোশাক আর বিতর্ক যেন ওতপ্রতোভাব জড়িত। কিন্তু, এই মুহূর্তে বিতর্কিত অভিনেত্রীর চেহারা দেখলে ভয় পেয়ে যাবেন।

Urfi Javed Horrible Condition: উরফি মানেই হটকে পোশাক আর বিতর্ক যেন ওতপ্রতোভাব জড়িত। কিন্তু, এই মুহূর্তে বিতর্কিত অভিনেত্রীর চেহারা দেখলে ভয় পেয়ে যাবেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
wswqdswq

মুখের মানচিত্র বদলে গেল উরফির

Urfi Javed Horrible Face: উরফি জাভেদ আর বিতর্ক একে অপরের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত। কন্ট্রোভার্সি কুইন উরফির ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে বারবারই তৈরি হয় বিতর্ক। অদ্ভুত পোশাকে অবলীলায় ক্যামেরায় পোজ দেন উরফি। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যায় উরফির স্টাইল স্টেটমেন্টের নিত্য-নতুন নজির। বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে আপন ছন্দেই চলতে পছন্দ করেন। উরফি কিন্তু সাম্প্রতিক অতীতে বেশ কিছু সাক্ষাৎকারে বলেছেন লাইমলাইটে থাকতেই হটকে টাইপের পোশাক পরেন। সিনেমায় তাঁকে কেউ সুযোগ দেয় না বলেই এভাবে চর্চায় থাকার পথ বেছে নিয়েছেন। 

Advertisment

আরও পড়ুন নামাজি-রক্ষণশীল পরিবারের মেয়ে হয়েও সাহসী দৃশ্যে অভিনয়, আপত্তি জানাতেই কী ঘটেছিল সলমনের নায়িকা জারিনের সঙ্গে?

তবে, এই মুহূর্তে  উরফি জাভেদের চেহারা দেখলে চমকে যাবেন। চোখ-মুখ ফুলে ঢোল। অ্যালার্জিতে মুখের মানচিত্রটাই বদলে গিয়েছে। ইনস্টা স্টোরিতে ছবি পোস্ট করে নিজেই সমস্যার কথা জানিয়েছেন উরফি। চিকিৎসকের খোঁজ করছেন অভিনেত্রী। সেই বিষয়টি উল্লেখ করে তিনি লিখেছেন, 'এই পৃথিবীতে এমন কোনও চিকিৎসক আছেন যিনি আমাকে এই অ্যালার্জি থেকে মুক্তি দিতে পারবেন? প্রতিদিন সকালে আমার মুখ এভাবে ফুলে যায়। মানুষ এই ফোলাভাব দেকে ভাবে ফিলার, বোটক্স বা কোনও সার্জারি। জিমে যাওয়ার আগে পর্যন্ত চোখ পুরো লাল ছিল।' 

Advertisment

আরও পড়ুন বিমানে ঋষি কাপুরের সঙ্গে তুমুল বচসা নীতুর, সিক্রেট ফাঁস করলেন কমেডিয়ান বীর দাস

উরফির চেহারার এই বিভৎসতা দেখে নেটনাগরিকদের চোখ ছানাবড়া। প্রসঙ্গত, ২০২৪ সালের গোড়াতে ঠিক এইরকম অ্যালার্জির সমস্যায় মারাত্মক ভুগেছিলেন। তখনও নিজেই ছবি পোস্ট করে যন্ত্রণার কথা সকলের সঙ্গে শেয়ার করেছিলেন। উল্লেখ্য, বরাবরই অ্যালার্জির সমস্যায় ভোগেন উরফি। তাই এবার এই যন্ত্রণা চিরতরে নির্মূল করতে পারে এমন চিকিৎসকের খোঁজ করছেন অভিনেত্রী। 

আরও পড়ুন রাজুর মৃত্যুর পর বিরাট পদক্ষেপ, স্ট্যান্ট ম্যানদের জন্য বড় ঘোষণা 'খিলাড়ি' অক্ষয়ের

গত বছরের শেষের দিকেও আরও একবার চোখ-মুখের ভোদবদলে নাজেহাল হয়ে গিয়েছিলেন উরফি। পুরো গালে ব়্যাশ। ফোলা ঠোঁট। চেহারার এই হাল কী ভাবে হব তা জানিয়ে লেখেন, 'কোনও একটা পোকা কামড়েছে। তারপরই সারা মুখে ব়্যাশ বেরিয়ে গিয়েছে। ঠোঁট ফুলে গিয়েছে। এটা স্বাভাবিক চেহারা?' সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ চেহারার এই ভয়বহতা দেখে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

আরও পড়ুন 'ইমেজ নষ্ট করতে...', সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আপত্তিকর ভিডিও, বিস্ফোরক অভিনেতা ঋত্বিক

Urfi Javed বিনোদনের খবর