চিরবিদায় অভিনেত্রী, কাঁদিয়ে চলে গেলেন ভারতীয় সিনেমার অন্যতম নক্ষত্র

অভিনেত্রী কিছুদিন ধরে অসুস্থ থাকলেও সহকর্মীদের সঙ্গে তাঁর বন্ধন ছিল গভীর। সাবিতা প্রায়ই তাঁকে দেখতে যেতেন এবং সোশ্যাল মিডিয়ায় তাঁদের কথোপকথনের ছোট ছোট মুহূর্ত শেয়ার করতেন, যা ভক্তদের কাছে তাঁদের বন্ধুত্বের উষ্ণতা পৌঁছে দিত।

অভিনেত্রী কিছুদিন ধরে অসুস্থ থাকলেও সহকর্মীদের সঙ্গে তাঁর বন্ধন ছিল গভীর। সাবিতা প্রায়ই তাঁকে দেখতে যেতেন এবং সোশ্যাল মিডিয়ায় তাঁদের কথোপকথনের ছোট ছোট মুহূর্ত শেয়ার করতেন, যা ভক্তদের কাছে তাঁদের বন্ধুত্বের উষ্ণতা পৌঁছে দিত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
indira

চলে গেলেন অভিনেত্রী...

প্রবীণ মালয়ালম অভিনেত্রী ইন্দিরা দেবী, যিনি জনপ্রিয় সিটকম 'চাক্কাপ্পাঝাম'-এ আছাম্মার চরিত্রে, অভিনয় করে কেরালার ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন, পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে টেলিভিশন জগতে শোকের ছায়া নেমে এসেছে। 

Advertisment

ইন্দিরা দেবীর মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন তাঁর অন-স্ক্রিন পুত্রবধূ এবং সহ-অভিনেত্রী সাবিতা জর্জ। ফেসবুকে দুজনের একটি স্মৃতিময় ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "আম্মা, এবার আগুন নিভে গেছে। শান্তিতে ঘুমাও ইন্দিরাদেবী আম্মা। তোমার অভাব অনুভব করব।" 

Sangeeta Bijlani: নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, আগ্নেয়াস্ত্রের আবেদন সলমন ঘনিষ্ঠ নায়িকার

Advertisment

অভিনেত্রী কিছুদিন ধরে অসুস্থ থাকলেও সহকর্মীদের সঙ্গে তাঁর বন্ধন ছিল গভীর। সাবিতা প্রায়ই তাঁকে দেখতে যেতেন এবং সোশ্যাল মিডিয়ায় তাঁদের কথোপকথনের ছোট ছোট মুহূর্ত শেয়ার করতেন, যা ভক্তদের কাছে তাঁদের বন্ধুত্বের উষ্ণতা পৌঁছে দিত।

ইন্দিরা দেবীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই 'চাক্কাপ্পাঝাম' পরিবারের সদস্য এবং অসংখ্য ভক্ত শ্রদ্ধা জানিয়েছেন। সহ-অভিনেত্রী অশ্বতী শ্রীকান্ত লিখেছেন, “একটি উদ্দেশ্যমূলক যাত্রার পর তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন।” অভিনেত্রী শ্রুতি রজনীকান্ত ও রফিও তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন, ইন্দিরাদেবীকে শুধু সহ-অভিনেত্রী নয়, বরং একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করেছেন।

নৌকায় চুম্বন, আদরে জড়িয়ে ধরলেন প্রাক্তন প্রধানমন্ত্রী, গায়িকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত ভাইরাল

ইন্দিরা দেবী যদিও মাত্র একটি ধারাবাহিকেই অভিনয় করেছিলেন, তবুও আছাম্মার চরিত্রে তাঁর স্বতঃস্ফূর্ত অভিনয়, হাস্যরস এবং অসাধারণ উপস্থিতি তাঁকে দর্শকদের হৃদয়ে চিরস্থায়ী স্থান এনে দিয়েছে। তাঁর তীক্ষ্ণ সংলাপ, নিখুঁত টাইমিং এবং প্রাঞ্জল অভিব্যক্তি আছাম্মাকে এক অনন্য চরিত্রে পরিণত করেছিল। ‘চাক্কাপ্পাঝাম’ মালয়ালম টেলিভিশনের অন্যতম জনপ্রিয় পারিবারিক সিটকম, যা হাস্যরসের মাধ্যমে দৈনন্দিন জীবনের গল্প বলেছে। এই ধারাবাহিকের প্রাণবন্ত অংশ হিসেবে ইন্দিরা দেবী আজও দর্শকদের মনে অমর হয়ে থাকবেন।

actor death news Entertainment News Today