Sandhya Shantaram Death: বিবাহিত পরিচালককে বিয়ে করে একের পর এক কালজয়ী ছবিতে কাজ, না ফেরার দেশে কিংবদন্তি অভিনেত্রী

Sandhya Shantaram Dies: জীবনাবসান প্রবীণ অভিনেত্রী সন্ধ্যা শান্তারামের। শেষ হল স্বর্ণযুগের সিনেমার এক সোনালি অধ্যায়। গভীর শোকপ্রকাশ করেছেন বিজেপি নেতা আশীষ শেলার।

Sandhya Shantaram Dies: জীবনাবসান প্রবীণ অভিনেত্রী সন্ধ্যা শান্তারামের। শেষ হল স্বর্ণযুগের সিনেমার এক সোনালি অধ্যায়। গভীর শোকপ্রকাশ করেছেন বিজেপি নেতা আশীষ শেলার।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

প্রয়াত একাধিক কালজয়ী ছবির অভিনেত্রী

Sandhya Shantaram Passes Aeway: বিনোদুনিয়ায় নক্ষত্রপতন। জীবনাবসান প্রবীণ অভিনেত্রী সন্ধ্যা শান্তারামের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি তবে মিডিয়া রিপোর্ট মোতাবেক, দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন। মনে করা হচ্ছে, বয়সজনিত সমস্যার কারণেই চিরঘুমে বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম। তাঁর প্রয়াণে শোকের ছায়া টিনসেলটাউনে। সন্ধ্যা শান্তারামের জীবনাবসানের সঙ্গে শেষ হল স্বর্ণযুগের সিনেমার এক সোনালি অধ্যায়। গভীর শোকপ্রকাশ করেছেন বিজেপি নেতা আশীষ শেলার। এক্স হ্যান্ডেলে প্রয়াত অভিনেত্রীর কর্মজীবন স্মরণ করেছেন। 

Advertisment

শ্রদ্ধা নিবেদন করে তিনি লিখেছেন, 'অন্তরের শ্রদ্ধাঞ্জলি! চলচ্চিত্র পিঞ্জরা-র প্রসিদ্ধ অভিনেত্রী সন্ধ্যা শান্তারামজির প্রয়াণ সংবাদ অত্যন্ত হৃদয়বিদারক। মারাঠি ও হিন্দি চলচ্চিত্র জগতে তিনি তাঁর অতুলনীয় অভিনয় ও নৃত্যশৈলীর মাধ্যমে দর্শকের মনে এক স্বতন্ত্র ছাপ রেখে গিয়েছেন। ঝনক ঝনক পায়েল বাজে, দো আঁখে বরাহ হাত, এবং বিশেষ করে পিঞ্জরা ছবিতে তাঁর সাবলীল অভিনয় দর্শকদের হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে। সর্বশক্তিমান ঈশ্বর যেন তাঁর আত্মার চিরশান্তি প্রদান করেন!'

Advertisment

শিবাজি পার্ক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাঁকে শ্রদ্ধা জানাতে পরিবার, বন্ধু ও ভক্তরা উপস্থিত ছিলেন। ভারতীয় সিনেমায় সন্ধ্যা শান্তারামের অবদান অভিনয়ের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবে। সন্ধ্যা সান্তারামের অভিনয়জীবনের উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে অন্যতম ‘নবরং’। এই ছবির ‘আরে যা রে হাট নাটখট’ গানে তিনি দর্শকের হৃদয়ে অমর হয়ে আছেন। 

আরও পড়ুন বিষক্রিয়ায় মৃত্যু জুবিনের! ম্যানেজার-অনুষ্ঠানের আয়োজকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ ব্যান্ডের সহকর্মীর

তাঁর শাস্ত্রীয় নৃত্যশৈলি সাংস্কৃতিক গভীরতাকে প্রতিফলিত করেছিল। উল্লেখ্য, তখন কোনো পেশাদার কোরিওগ্রাফার ছিলেন না। তিনি এবং পরিচালক ভি. শান্তারাম যৌথ উদ্যোগে নাচের ভঙ্গিমা তৈরি করেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে সন্ধ্যা এমন কিছু চরিত্রে অভিনয় করেছেন যা প্রথাগত ও আধুনিক চলচ্চিত্রের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছিল।

সিনেমার দৃশ্যকে বিশ্বাসযোগ্য করে তুলতে শুটিং সেটে আনা হয়েছিল আসল হাতি ও ঘোড়া। বিন্দুমাত্র দ্বিধা না করে, কোনও বডি ডাবল ছাড়াই তাদের ঘিরে নৃত্য পরিবেশন করেন সন্ধ্যা। শুটিংয়ের আগে নিজের হাতে হাতে কলা ও নারকেল খাইয়ে তাঁদের বিশ্বাস অর্জন করেছিলেন। কাজের প্রতি তাঁর এই একাগ্রতা পরিচালকসহ সকলের মন জয় করে নেয়।

আরও পড়ুন শাস্ত্রীয় সংগীতে নক্ষত্রপতন, জীবনাবসান 'পদ্মভূষণ' ছন্নুলাল মিশ্রর, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর

পরিচালক ভি. শান্তারাম বিবাহিত সত্ত্বেও সন্ধ্যার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তাঁরা বৈবাহিকবন্ধনে আবদ্ধ হন। ভারতীয় চলচ্চিত্রের একাধিক কালজয়ী সৃষ্টি 'অমর ভূপালি', 'নবরঙ', 'পিঞ্জরা', 'দো আঁখে বরাহ হাত' এবং 'ঝনক ঝনক পায়েল বাজে'-র মতো ছবি উপহার পেয়েছে দর্শক। সন্ধ্যার অনবদ্য অভিনয়  দর্শকদের হৃদয়ে গভীর দাগ কেটেছিল। শুধু সৌন্দর্য নয়, অভিনয় আর নৃত্যশৈলও ঠিল অসাধারণ। তিনি শুধু একজন অভিনেত্রী ছিলেন না, সাহসী, নিবেদিতপ্রাণ নৃত্যশিল্পীও। 

actor death news death news