Bengali Actor Biplab Chatterjee: 'আমি তো নেতা-মন্ত্রী নই যে চুরির টাকায় কবজি ডুবিয়ে খাব', জন্মদিনে বিস্ফোরক বিপ্লব চট্টোপাধ্যায়

Biplab Chatterjee Birthday: আজ যাঁরা কাজ করছেন তাঁদের অনেকেই গৌতম দেবকে বলে ফ্ল্যাট করে নিয়েছেন। তবে আমার কোনও আক্ষেপ নেই। জন্মদিনে চাঁচাছোলা বিপ্লব চট্টোপাধ্যায়।

Biplab Chatterjee Birthday: আজ যাঁরা কাজ করছেন তাঁদের অনেকেই গৌতম দেবকে বলে ফ্ল্যাট করে নিয়েছেন। তবে আমার কোনও আক্ষেপ নেই। জন্মদিনে চাঁচাছোলা বিপ্লব চট্টোপাধ্যায়।

author-image
Kasturi Kundu
New Update
cats

যাঁরা আমাকে কাজ দেবেন তাঁরা ভাবেন আমি যোগ্য নই: বিপ্লব চট্টোপাধ্যায় (ছবি শশী ঘোষ)

বিপ্লব চট্টোপাধ্যায়

 আমার বাড়িতে সকলে আছে। স্ত্রী, ছেলে, ছেলের বউয়ের সঙ্গেই দিনটা কাটাচ্ছি। জন্মদিন বলে আমার জীবনে আলাদা কিছু নেই। বাঙালি পরিবারে যেমন ঘরোয়া খাওয়াদাওয়া হয় সেইরকমই হয়েছে। আমি তো আর নেতা-মন্ত্রী নই যে চুরি করে টাকা উপার্জন করেছি, আর সেই টাকায় কবজি ডুবিয়ে খাব। অত্যন্ত ছাপোষা-সাধারণ মানুষ আমি, তাই জন্মদিনেও কোনও বিশেষ আড়ম্বর নেই। আমি তো আর শুটিংয়ে ব্যস্ত থাকি না যে সময়ের অভাবে জন্মদিন পালন করতে পারব না। বাড়িতেই আছি, তাই সকলের সঙ্গে রোজ যেভাবে সময় কাটাই আজও কাটাচ্ছি। পোস্ত আমার খুব প্রিয়। তাই জন্মদিন উপলক্ষ্যে পোস্তর কয়েকটা আইটেম রান্না হয়েছে।

Advertisment

আরও পড়ুন মেগার গণ্ডি পেরিয়ে সিনেমার পর্দায় 'সাধক বামাক্ষ্যাপা', শুরু হচ্ছে সব্যসাচী-সাহেব-পায়েলের নয়া সফর

আমি তো আসলে কাজ পারি না, তাই আমাকে বর্তমান প্রজন্মের পরিচালক-প্রযোজকরা ডাকেন না। দর্শকের কাছে আজও আমি একজন প্রতিভাবান অভিনেতা। কিন্তু, যাঁরা আমাকে কাজ দেবেন তাঁরা ভাবেন আমি যোগ্য নই। এমনকী একসময় যাঁদের সঙ্গে কাজ করেছি তাঁরাই কোনও খোঁজ খবর নেয় না, জন্মদিনের শুভেচ্ছা জানানো তো দূর অস্ত। আসলে এখন আমি ব্রাত্য। সকলে নিজের কাজে ভীষণ ব্যস্ত, আমার মতো মানুষের জন্য তাঁদের কাছে সময় কোথায়! তবে আমি কিন্তু, আজ আর অবাক হই না। কারন সময় বদলেছে। আমরা যে নিয়মে চলেছি, আজ আর কেউ সেই নিয়মের গণ্ডি মেনে চলে না। জগৎটা একদম বদলে গিয়েছে, সম্পূর্ণ আলাদা!!

Advertisment

আরও পড়ুন লোকচক্ষুর অন্তরালে একদা বাংলা ছবির বিখ্যাত 'ভিলেন'

তবে এখনও আমি কাজ করতে চাই। যদি ভাল কাজের প্রস্তাব পাই নিশ্চয়ই করব। যদি কেউ আমাকে ডেকে বলে, দু'দিনের একটা কাজ আছে করে দেবেন? সেটা কেন করব? তবে যদি আমাকে ভাল পারিশ্রমিক দেয় তাহলে চরিত্র পছন্দ হলে করতেও পারি। আমার কাছে প্রচুর গল্প আছে। কিন্তু, আজকাল শিক্ষাগতযোগ্যতা কমে গিয়েছে। একসময় 'ধূমকেতু' নামক একটি ছবি তৈরি হয়েছিল। ছবি বাবু মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। আজ কেউ জানে সেই ছবির কথা? আজ যাঁরা কাজ করছেন তাঁদের অনেকেই গৌতম দেবকে বলে ফ্ল্যাট করে নিয়েছেন। আমি তো জানতেই পারিনি। তবে আমার কোনও আক্ষেপ নেই। সকলে ভাল থাকুক। ভাল কাজ করুক। 

আরও দেখুন

Biplab Chatterjee Bengali News