Bengali Movie: মেগার গণ্ডি পেরিয়ে সিনেমার পর্দায় 'সাধক বামাক্ষ্যাপা', শুরু হচ্ছে সব্যসাচী-সাহেব-পায়েলের নয়া সফর

Bengali Movie Sadhak Bamakhyapa: ছোট পর্দার দুর্দান্ত সাফল্যের পর এবার এবার সেই সাধক বামাক্ষ্যাপাই নতুন রূপে নতুনভাবে হাজির হচ্ছেন বড় পর্দায়। সায়ন্তন ঘোষালের পরিচালনায় আসছে বাংলা ছবি 'সাধক বামাক্ষ্যাপা'।

Bengali Movie Sadhak Bamakhyapa: ছোট পর্দার দুর্দান্ত সাফল্যের পর এবার এবার সেই সাধক বামাক্ষ্যাপাই নতুন রূপে নতুনভাবে হাজির হচ্ছেন বড় পর্দায়। সায়ন্তন ঘোষালের পরিচালনায় আসছে বাংলা ছবি 'সাধক বামাক্ষ্যাপা'।

author-image
Kasturi Kundu
New Update
WhatsApp Image 2025-07-07 at 3.05.35 PM

ত্রয়ীর নতুন সফর

Sadhak Bamakhyapa Muharat Moment: 'সাধক বামাক্ষ্যাপা'-র সঙ্গে যেন ওতপ্রতোভাবে জড়িয়ে রয়েছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। 'মহাপীঠ তারাপীঠ' ধারাবাহিকে সব্যসাচীর অভিনয় আজও ভোলেনি বাংলা মেগার দর্শক। ছোট পর্দার দুর্দান্ত সাফল্যের পর এবার এবার সেই সাধক বামাক্ষ্যাপাই নতুন রূপে নতুনভাবে হাজির হচ্ছেন বড় পর্দায়। সায়ন্তন ঘোষালের পরিচালনায় আসছে বাংলা ছবি সাধক বামাক্ষ্যাপা। মা কালীর ভূমিকায় থাকছেন অভিনেত্রী পায়েল দে। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায়কে। বছরের শুরুতেই প্রযোজনা সংস্থা এসভিএফ-এর তরফে সেই ঘোষণা করা হয়েছিল। এবার স্টার কাস্টের উপস্থিতিতে হয়ে গেল শুভ মহরৎ। সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। 

Advertisment

সিনেমা মুক্তির দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে সায়ন্তন ঘোষাল ইতিমধ্যেই কিন্তু হ্যাটট্রিক করে ফেলেছেন। মুক্তি পেয়েছে 'সোনার কেল্লায় যকের ধন' থেকে 'রবীন্দ্র কাব্য রহস্য' ও 'ম্যাডাম সেনগুপ্ত'। এবার নতুন কাজ 'সাধক বামাক্ষ্যাপা'-এর শুটিং শুরুর অপেক্ষা। জুলাইয়ের শেষে কাস্ট অ্যান্ড ক্রু নিয়ে ফ্লোরে নামবেন পরিচালক সায়ন্তন ঘোষাল।

Advertisment

  'সাধক বামাক্ষ্যাপা'-র রহস্যময় জীবন, আধ্যাত্মিকতা ও বিশ্বাসের আধারেই গল্প বুনেছেন সায়ন্তন ঘোষাল। ছোট পর্দায় সাধক বামাক্ষ্যাপার চরিত্রে সব্যসাচী চৌধুরীকে বড় পর্দায় দেখার অপেক্ষায় বাংলা ছবির দর্শক। ২০২৩ সালে রামপ্রসাদ ধারাবাহিকে মা কালীর ভূমিকায় অভিনয় করেছিলেন পায়েল দে। দু'বছর পর আরও একবার সেই চরিত্র নিয়ে গ্র্যান্ড কামব্যাক সে কথা বলাইবাহুল্য। 

আরও পড়ুন শহর কলকাতার ৫৮ জায়গায় শুটিং, এক ঝলকে 'মনীষা অন্তর্ধান'-এর নেপথ্যে 'কর্পূর'-এর তারকাদের লুক

'সাধক বামাক্ষ্যাপা' প্রসঙ্গে একটা কথা কিন্তু, না বললেই নয়। সব্যসাচী চৌধুরীর আগে বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন অরিন্দম গঙ্গোপাধ্যায়। এই চরিত্রের জন্য তো একটা সময়  বামাক্ষ্যাপা হিসেবে পেন্নাম ঠুকতেন! একটানা অনেক বছর চলেছিল সেই ধারাবাহিক। আরও একটু পিছন ফিরে তাকালে মনে পড়ে যাবে ১৯৫৮ সালের কথা।

সেই সময় নারায়ণ ঘোষের নির্দেশনায় সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছিল 'সাধক বামাক্ষ্যাপা'। কালজয়ী সেই ছবিতে অভিনয় করেছিলেন গুরদাস বন্দ্যোপাধ্যায়, ছবি বিশ্বাস, তুলসি চক্রবর্তী সহ আরও অনেকে। এবার সায়ন্তন ঘোষালের নির্দেশনায় সব্যসাচী-সাহেব-পায়েলকে নিয়ে তৈরি সাধক বামাক্ষ্যাপা দর্শকের মনে কতটা দাগ কাটতে পারে সেটা তো সময় বলবে। 

আরও পড়ুন সমপ্রেমের গল্প 'কলঙ্কিনী রাধা' শুভশ্রী! ঋতুস্মরণে ইন্দ্রদীপের অনন্য সৃষ্টি 'গৃহপ্রবেশ'

Bengali Cinema Sabyasachi Chowdhury