Achala Sachdev Tragic Life: 'কভি খুশি কভি গম' সিনেমায় শাহরুখ-হৃত্বিকের ঠাকুমার কথা মনে আছে? 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' কাজলের দিদার চরিত্রে যিনি ছিলেন তাঁকে মনে আছে? এগুলো বাদ দিয়েও যশ চোপড়ার কাল্ট ক্লাসিক 'ওয়াক্ত' মুভিতে বালরাজ সাহানির স্ত্রীর ভূমিকায় অভিনয় থেকে আিকনিক গান Ae Meri Zohra Jabeen-এর সেই নায়িকার মুখ এবার নিশ্চয়ই চোখের সামনে ভেসে উঠেছে। হ্যাঁ, যশ চোপড়া থেকে শাহরুখ, হৃত্বিক রাজ কাপুরের সঙ্গে কাজ করেছেন। তিনি নান আদার দ্যান বলিউডের কিংবদন্তী অভিনেত্রী Achala Sachdev। ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘ কয়েক দশক কাজ করেছেন। প্রথম সারির তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। কিন্তু, তাঁর শেষযাত্রায় কারও দেখা মেলেনি।
লাহোরের অল ইন্ডিয়া রেডিও দিয়ে কেরিয়ারের জার্নি শুরু। বেশ কিছু নাটকে অংশ নিয়েছিলেন। দেশভাগের পর দিল্লি এসে AIR Delhi-তে যোগ দেন। মাত্র ছ'বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন। তিন বোনকে একা মানুষ করেছেন Achala Sachdev-এর মা। অর্থনৈতিকভাবে স্বাধীন হয়েই বিয়ে করেছিলেন Achala Sachdev। ২০ বছর বয়সে প্রথম সিনেমায় সুযোগ পান। মায়ের চরিত্রে প্রথম ছবিতে Achala Sachdev-এর অভিনয় দর্শকের মনে দাগ কেটেছিল। প্রথম ছবির পরই টাইপ কস্ট হয়ে যানয একের পর এক চবিতে মায়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেতে শুরু করেন। অভিনয়ের সঙ্গে রেডিওর চাকরিও একইসঙ্গে চালিয়ে যান।
/indian-express-bangla/media/post_attachments/dafdd733-874.jpg)
১৯৯৫-তে যশ চোপড়ার 'ওয়াক্ত' ছিল Achala Sachdev-এর কেরিয়ারের টার্নিং পয়েন্ট। সেই ছবির Ae Meri Zohra Jabeen ভারতীয় সিনেমায় ইতিহাস সৃষ্টি করেছিল। এরপর ফিল্মি কেরিয়ারে রাজ কাপুর, রাজেশ খান্না, শ্রীদেবীর সঙ্গে স্ক্রিন শেয়ার করে সাফল্য অর্জন করেছিলেন। কর্মজীবনে যে সফল অভিনেত্রীর তকমা পেয়েছিলেন কিন্তু, জ্ঞান সচদেবের সঙ্গে বিয়ের পর জীবন দুর্বিসহ হয়ে ওঠে। পরবর্তীতে আলাদা হয়ে যায় দুজনের পথ। ইন্ডাস্ট্রিতে রাজ কাপুর, কল্পনা কার্তিক, সুনীল দত্ত, মীনা কুমারীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু, ইন্ডাস্ট্রির কানাঘুষো, Achala Sachdev-এর নাকি মীনা কুমারীর সম্পত্তির প্রতি লোভ ছিল। সেই জন্য তিনি দূরে সরে গিয়েছিলেন।
/indian-express-bangla/media/post_attachments/33741a3d-068.jpg)
আরও পড়ুন সুখী দাম্পত্যের জন্য মেয়েকে কী মন্ত্র দিয়েছিলেন তারকা মম শর্মিলা? ফাঁস করলেন সোহা
যশ চোপড়ার একটি ছবির শুটিংয়ে Clifford Douglas Peters-র সঙ্গে পরিচয় হয়। তাঁরা বিয়েও করেন। বিয়ের কয়.কয়েক বছর স্বামীর প্রয়াণে ফের একা হয়ে যান Achala Sachdev। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-তে কাজলের দিদার চরিত্রে অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল। তবে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি একটা ক্ষোভও তৈরি হয়েছিল। শেষ জীবনে শর্ত সাপেক্ষে নিজের ফ্ল্যাট দান করে দিয়েছিলেন। জনসেবা ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি হয়েছিল জীবনের শেষদিন পর্যন্ত ওই সংস্থা তাঁর খেয়াল রাখবে।
আরও পড়ুন স্বামীকে খুশি করতে বিয়ের পর ভারত থেকে কী নিয়ে গিয়েছিলেন? মুখ খুললেন মাধুরী
২০১১ সালে রান্নাঘরে পড়ে গিয়ে পা ও মাথায় চোট পান। সিটি স্ক্যানে মাথায় অসংখ্য ব্লাড ক্লট ধরা পড়ে। প্যারালাইজডেয় সঙ্গে অন্ধও হয়ে যান। ২০১২-এর ৩০ এপ্রিল ৯২ তম জন্মদিনের ঠিক আগের দিন জীবনাবসান হয় Achala Sachdev-এর। বলিোউডে তাঁর অনবদ্য অবদানের পরও ইন্ডাস্ট্রির কেউ তাঁর শেষযাত্রায় আসেননি। একমাত্র Achala Sachdev-এর ছেলে বিদেশ থেকে এসে মায়ের শেষকৃত্যে সামিল হয়েছিলেন। পরিবারের সদস্য আর বন্ধুবান্ধব মিলিয়ে ছিল মোট ৪০ জন। অমিতাভ বচ্চন ও একতা কাপুর ছাড়া আর কেউ তাঁর মৃত্যুতে শ্রদ্ধাজ্ঞাপন করেননি।