/indian-express-bangla/media/media_files/2025/08/12/cats-2025-08-12-16-38-42.jpg)
প্রয়াত অভিনেত্রী
Devdas Actress Nazima Death: ফের বিনোদন জগৎ-এ শোকের ছায়া। প্রয়াত সাতের দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নাজিমা। ১১ অগাস্ট না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। সোশ্যাল মিডিয়ায় সোমবার নাজিমার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তুতো ভাই জারিন বাবু। একাধিক হিন্দি ছবিতে অভিনেত্রীর বোন ও প্রিয় বান্ধবীর চরিত্রেই সবচেয়ে বেশি নজর কেড়েছিলেন। মুম্বইয়ের দাদারে দুই সন্তানের সঙ্গে থাকতেন নাজিমা। লাইমলাইট থেকে দূরে থাকতেন অভিনেত্রী। শিশুশিল্পী হিসেবে অভিনয় কেরিয়ার শুরু। সেই সময় তাঁর নাম ছিল বেবি চাঁদ।
নাজিমা অভিনীত প্রথম ছবি 'দো বিঘা জমিন'। উল্লেখ্য, পরিচালক বিমল রায় নিজে নাজিমার প্রতিভাকে আবিস্কার করেছিলেন। সেই ছবিতে বড় বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন। কালজয়ী ছবি দেবদাসে পারো-র ছোটবেলার বান্ধবীর চরিত্রে দর্শকের মনে দাগ কেটেছিলেন প্রয়াত অভিনেত্রী নাজিমা। 'বিরাজ বহু' সিনেমায় অভি ভট্টাচার্যের বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন। আশা পরেখের বোনের চরিত্রে 'অ্যায়ে দিন বাহার কে'-তে অভিনয় করেছিলেন নাজিমা। ড্রিম গার্ল হেমা মালিনীর প্রিয় বান্ধবীর ভূমিকাতেও অভিনয় করেছিলেন।
আরও পড়ুন ১৯-এ সব শেষ! মদ্যপ অবস্থায় বারান্দা থেকে পরে মর্মান্তিক মৃত্যু, আগের মুহূর্তে কী করেছিলেন অভিনেত্রী?
এছাড়াও রাজ কাপুর প্রযোজিত 'অব দিল্লি দূর নেহি'-তেও অভিনয় করেছিলেন। প্রয়াত অভিনেত্রী নাজিমার ঝুলিতে রয়েছে বেশ কিছু হিট ছবির সম্ভার। সেই তালিকায় রয়েছে 'মনচলি', 'প্রেম নগর', 'অনুরাগ', 'বেইমান'-এর মতো বেশ কিছু ছবি। প্রয়াত কিংবদন্তি অভিনেতা রাজেশ খন্নার সঙ্গে 'অউরত' ও 'ডোলি'-তে স্ক্রিন শেয়ার করেছিলেন নাজিমা। আরও এক বিশিষ্ট অভিনেতা সঞ্জীব কাপুরের সঙ্গে 'নিশান'-এ অভিনয় করেছিলেন। জন্ম ১৯৪৮ সালের ২৫ মার্চ, আর মৃত্যু ১১ অগাস্ট, ২০২৫।
আরও পড়ুন হৃদরোগ ছিনিয়ে নিল শৈশব, ১৩ বার হার্ট অ্যাটাকে চিরঘুমে নেটফ্লিক্স খ্যাত জনপ্রিয় শিশুশিল্পী