Farida Parveen Hospitalized: ৭২ ঘণ্টার পর্যবেক্ষণ, ICU-তে অত্যন্ত সংকটজনক প্রবাদপ্রতীম সংগীতশিল্পী

Farida Parveen Health Update: 'ক্যুইন অফ লালন সং' ফরিদা পারভীনের রক্তচাপ কম থাকার কারণে ডায়ালাইসিস দেওয়া সম্ভব হচ্ছে না। সার্বক্ষণিক চিকিৎসার জন্য ছয় সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

Farida Parveen Health Update: 'ক্যুইন অফ লালন সং' ফরিদা পারভীনের রক্তচাপ কম থাকার কারণে ডায়ালাইসিস দেওয়া সম্ভব হচ্ছে না। সার্বক্ষণিক চিকিৎসার জন্য ছয় সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

অত্যন্ত সংকটজনক শিল্পী

Farida Parveen Critical Condition: দীর্ঘদিন কিডনি সংক্রান্ত জটিল রোগে ভুগছেন বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন। বর্ষীয়ান শিল্পীর অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। গত জুলাইয়ে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো-কে চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী জানিয়েছিলেন, সংগীতশিল্পীর ডায়ালাইসিস চলছে। আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ আছেন। একমাস পেরতেই ফের গুরুতর অসুস্থ দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন। শনিবার দুপুরে ছেলে ইমাম নিমেরি উপল জানান, তাঁর মায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অবস্থা বেশ সংকটজনক। ঠিক তার দুদিন আগেই  পরিবারের পক্ষ থেকে জানানো হয়, লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে ফরিদাকে।

Advertisment

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো-র খবর অনুযায়ী, পরিস্থিতি এমন পর্যায়ে এসে পৌঁছেছে সপ্তাহে দুই দিন তাঁকে ডায়ালাইসিস করাতে হয়। নিয়মিত ডায়ালাইসিসের জন্য ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ফরিদাকে। কিন্তু ডায়ালাইসিসের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসক হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন।  আইসিইউতে চিকিৎসাধীন থাকাকালীন গত বুধবার অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন সংকটজনক অবস্থায় ভর্তি ছিলেন ICU-তে, কেমন আছেন বরেণ্য সংগীতশিল্পী?

Advertisment

বর্ষীয়ান শিল্পী ফরিদা পারভীন যে হাসপাতালে চিকিৎসাধীন সেখানের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, 'ফরিদা পারভীনের কিডনি, ব্রেইন কাজ করছে না। ফুসফুসে সমস্যা আছে। হার্টে হৃৎস্পন্দনও স্বাভাবিক নয়। রক্তের সংক্রমণ সারা শরীরে ছড়িয়ে পড়েছে। রক্তচাপ কম থাকার কারণে ডায়ালাইসিস দেওয়া সম্ভব হচ্ছে না।' আরও বলেন, 'ফরিদা পারভীনের সার্বক্ষণিক চিকিৎসার জন্য ছয় সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ থেকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন। এরপর বলা যাবে অবস্থা কোন দিকে যাচ্ছে।'

শিল্পীর শারীরিক অবস্থা প্রসঙ্গে স্বামী গাজী আবদুল হাকিম আগে বলেছিলেন, 'সার্বিকভাবে তাঁর অবস্থা খুব একটা ভাল নয়। গত কয়েক মাসে তিনবার আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা করাতে হয়েছে। ফুসফুস আর কিডনিজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি। শরীর প্রচণ্ড দুর্বল থাকে। উঠে দাঁড়ানোর মতো শক্তি পান না। হাঁটতেও পারেন না। সবাই তাঁর জন্য দোয়া করবেন।' ফরিদা পারভীন বাংলাদেশের বিশিষ্ট লোকশিল্পী। তাঁকে বলা হয় 'ক্যুইন অফ লালন সং'। এই মুহূর্তে তাঁর আরোগ্য কামনায় শুভাকাঙ্খীরা। 

আরও পড়ুন হাতে ব্যাণ্ডেজ-হাসপাতালে ভিকি জেইন, আচমকা কী হল অঙ্কিতার স্বামীর?

singer