/indian-express-bangla/media/media_files/2025/10/05/cats-2025-10-05-15-32-28.jpg)
ভিক্যাটের সন্তান নিয়ে নার্ভাস পরিবার
Vicky-Katrina First Baby: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রী ক্যাটরিনা কইফের বেবি বাম্প আগলে পরিবারে নতুন সদস্যের অপেক্ষায় সিলমোহর দিয়েছেন ভিকি কৌশল। আনুষ্ঠানিকভাবে ক্যাটরিনার প্রেগন্যান্সির খবর ঘোষণা করতেই শুভেচ্ছায় ভেসেছেন হবু বাবা-মা। দুই থেকে তিন হওয়ার প্রহর গুনছেন তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ। অভিনেতার ছোট ভাই সানি কৌশল ইনস্ট্যান্ট বলিউডকে জানিয়েছেন, এই মুহূর্তে খুশির জোয়ারে ভাসছে পরিবার। সেই সঙ্গে বেশ চিন্তিতও সকলে।
ইনস্ট্যান্ট বলিউড-এর সঙ্গে কথোপকথনের সময় সানি বলেন, 'পরিবারের প্রত্যেকে এই মুহূর্তে ভীষণ খুশি, সেই সঙ্গে নার্ভাসও। আগামীতে যে পরিস্থিতি কী হবে! সেই দিনের অপেক্ষায় আছি।' গত ২৩ সেপ্টেম্বর ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি যৌথভাবে প্রেগন্যান্সির ঘোষণা দেন। একটি ছবি শেয়ার করেন যেখানে দেখা যাযচ্ছে ক্যাটরিনার বেবি বাম্পে হাত ভিকির। সাদা টপ ও জিন্সে ছিলেন হবু মা ক্যাটরিনা। ক্যাপশনে লেখা ছিল, 'আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হবে। আমাদের হৃদয় জুড়ে এখন শুধুই আনন্দ।'
আরও পড়ুন 'ॐ' মন্ত্র উচ্চারণে নতুন অধ্যায়ের সূচনা, স্ত্রীর বেবি বাম্প আগলে প্রেগন্যান্সি ঘোষণা ভিকি-ক্যাটরিনার
সেলিব্রিটির একাংশ সোশ্যাল মিডিয়ায় দম্পতিকে অভিনন্দন জানান। অভিনেত্রী অনুষ্কা শর্মা লাল হৃদয়ের ইমোজি দিয়ে লেখেন, 'শুভেচ্ছা'। প্রীতি জিন্টা শুভেচ্ছাবার্তায় লিখেছেন, 'তোমাদের জন্য ভীষণ খুশি। অভিনন্দন ও অনেক ভালোবাসা।' অভিনেতা রাজকুমার রাও, যিনি নিজেও শীঘ্রই বাবা হবেন তিনিও ভিক্যাটকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'তোমাদের দুজনকেই অভিনন্দন।' ড্যাডি কুল আলি ফজল লিখেছেন, 'তোমাদের অনেক শুভেচ্ছা। খুব মিষ্টি খবর, মোবারক।'
প্রসঙ্গত, ফিল্মফেয়ার-কে দেওয়া এক পুরোনো সাক্ষাৎকারে ক্যাটরিনা কইফ পরিবার ও মাতৃত্ব সম্পর্কে মনের কথা শেয়ার করেছিলেন। বাবার অনুপস্থিতি ক্যাটের জীবনে শূন্যতা তৈরি করেছিল। আবেগপ্রবণ হয়ে বলেছিলেন, 'বাবার উপস্থিতি না থাকলে মেয়েদের মনে একধরনের শূন্যতা তৈরি হয় এবং তারা নিজেকে কিছুটা অসহায় মনে করে। আমার সন্তানের ক্ষেত্রে আমি সেটা চাই না। আমি চাই ওরা বাবা-মা দুজনের সান্নিধ্যে বড় হোক।'
আরও পড়ুন তিন মাসের অন্তঃসত্ত্বা! কবে ভূমিষ্ঠ হবে ভিকি-ক্যাটরিনার প্রথম সন্তান?