The Bengal Files Controversy: 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কের মাঝে রাজনৈতিক ছবি নিয়ে খোঁচা, বিবেকের 'টার্গেট' কোন পরিচালকরা'?

The Bengal Files: বিতর্কিত ফাইলস ট্রিলজির শেষ ভাগ দ্য বেঙ্গল ফাইলস নিয়ে বিতর্ক তুঙ্গে। এর মাঝেই সাম্প্রতিক অতীতে তৈরি হওয়া বেশ কিছু রাজনৈতিক ছবির প্রসঙ্গ টেনে কী বললেন বিবেক অগ্নিহোত্রী?

The Bengal Files: বিতর্কিত ফাইলস ট্রিলজির শেষ ভাগ দ্য বেঙ্গল ফাইলস নিয়ে বিতর্ক তুঙ্গে। এর মাঝেই সাম্প্রতিক অতীতে তৈরি হওয়া বেশ কিছু রাজনৈতিক ছবির প্রসঙ্গ টেনে কী বললেন বিবেক অগ্নিহোত্রী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

বিবেকের বক্তব্যে হে রাম-রোজা প্রসঙ্গ কেন?

The Bengal Files-Kamal Haasan-Mani Ratnam: বিবেক অগ্নিহোত্রী পরিচালিত আপকামিং মুভি 'দ্য বেঙ্গল ফাইলস'। মুক্তির আগে তুমুল বিতর্কে জড়িয়েছে ছবিটি। রাজনৈতিক সুরসরির, ইতিহাস বিকৃতিকরণের অভিযোগে সমস্যার বেড়াজালে আটকে বিবেকের 'দ্য বেঙ্গল ফাইলস'। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবাংলায় ছবি মুক্তি নিষিদ্ধ না করার আর্জি জানিয়েছেন পরিচালক। আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন প্রযোজক পল্লবী যোশী। বিতর্কিত ফাইলস ট্রিলজির শেষ ভাগ 'দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে বিতর্ক তুঙ্গে তখন সাম্প্রতিক অতীতে তৈরি হওয়া বেশ কিছু রাজনৈতিক ছবির প্রসঙ্গ টেনে আনলেন বিবেক অগ্নিহোত্রী। 

Advertisment

'মিশন কাশ্মীর', 'ফিজা', 'ফনা' এবং মণি রত্নমের ক্লাসিক 'রোজা'-র মতো পুরোনো হিট ছবিগুলো নিয়ে মন্তব্য করেছেন পরিচালক। তাঁর দাবি, এই ছবিগুলো আসলে সন্ত্রাসবাদীদের দৃষ্টিকোণ থেকেই তৈরি। কমল হাসানের আইকনিক ছবি হে রাম-এর নাম নিয়ে বিবেক খোঁচা মেরে বলেছেন, 'এটি একেবারে সাধারণ মানের' ছবি! গালাটা প্লাস-কে দেওয়া এক সাক্ষাৎকারের সময় বিবেককে প্রশ্ন করা হয় মুসলিম সংখ্যালঘুদের দৃষ্টিভঙ্গি তুলে ধরা এবং বন্ধুত্বের বার্তা দেওয়া ছবিগুলো সম্পর্কে তার মতামত কী?

আরও পড়ুন 'ছবি দেখলে স্যালুট করবেন', 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কের মাঝে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ বিবেকের

Advertisment

উত্তরে তিনি বলেন, 'আমার এতে কোনও সমস্যা নেই। আসলে আমি গর্বিত এবং বহুবার বলেছি আমরাই একমাত্র সিনেমা ইন্ডাস্ট্রি যারা ভিন্ন স্বাদের তৈরি করছি। সেই তালিকায় যেমন রয়েছে নির্ভেজাল কমেডি আবার অন্যদিকে মুসলিম সোশ্যাল ড্রামা।' আরও যোগ করেন, 'আমেরিকায় ইসলামোফোবিয়া নিয়ে এত কথা হয় কিন্তু তাদের বলুন তো আমরা যেরকম ছবি বানিয়েছি সেই রকম ছবি তৈরি করতে। মণি রত্নম রোজা বানিয়েছিলেন যেখানে প্রতিফলিত হয়েছিল সন্ত্রাসবাদীদের দৃষ্টিকোণ। একইরকম ছবি হল মিশন কাশ্মীর, ফিজা এবং ফনা। আমরা এমন অনেক ছবি বানিয়েছি যা মূলত সন্ত্রাসীদের দৃষ্টিকোণ থেকে তৈরি। আর এতে আমার কোনও সমস্যা নেই।'

আরও পড়ুন শেষ মুহূর্তে ফের সমস্যার বেড়াজালে 'দ্য বেঙ্গল ফাইলস', পিছিয়ে গেল বিবেকের 'বিতর্কিত' ছবি মুক্তির দিন

আলাপচারিতার সময় তিনি কমল হাসানের হে রাম-নিয়েও কথা বলেন। ভারত ভাগ, ডাইরেক্ট অ্যাকশন ডে এবং মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডকে ঘিরে নির্মিত এই ছবি প্রসঙ্গে পরিচালকের বক্তব্য,'এটি বড় মাপের ছবি এবং নামজাদা তারকারা আছেন। ফেমাস মুখ থাকলেই তখন সকল শ্রেনির সিনেদর্শকের পছন্দ-অপছন্দের কথা ভাবতে হবে। আমি ওসব দিকে নজর দিই না। এমনভাবে বানান যাতে সাধারণভাবে সবাই বুঝতে পারে। আমি আসল সংবাদপত্র, আসল নথি প্রদর্শন করি। তাই দুই দিকেরইঅ যুক্তি থাকে। হে রাম-এ কোনও দ্বিমুখী যুক্তি ছিল না। এটা ভাল ছবি কিন্তু কতটা সৎ, আন্তরিক সে বিষয়ে আমি মন্তব্য করতে চাই না।

Vivek Agnihotri The Bengal Files