The Bengal Files Day 7 Collection: এক সপ্তাহ পেরিয়েও ভাগ্যবদল হল না বিবেকের, কত আয় করল 'দ্য বেঙ্গল ফাইলস'?

The Bengal Files Box Office Collection: এক সপ্তাহে ‘দ্য বেঙ্গল ফাইলস’ প্রায় ১১.২৫ কোটি টাকা আয় করেছে। ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এর সর্বসাকুল্য আয়ের চেয়ে কিছুটা বেশি।

The Bengal Files Box Office Collection: এক সপ্তাহে ‘দ্য বেঙ্গল ফাইলস’ প্রায় ১১.২৫ কোটি টাকা আয় করেছে। ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এর সর্বসাকুল্য আয়ের চেয়ে কিছুটা বেশি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
The Bengal Files

সাত দিনে কত কোটি আয়?

 The Bengal Files box office collection Day 7: ধীরে ধীরে জটিলতা কাটিয়ে আশার আলো দেখছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত বহুবিতর্কিত ছবি 'দ্য বেঙ্গল ফাইলস'। সিনেমায় গোপাল পাঁঠার ইমেজ নষ্টের অভিযোগে মামলা করেছিলেন তাঁর নাতি। গত সোমবার সেই মামলা থেকে নিষ্পত্তি পেয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। অন্যদিকে আগামী ১৩ সেপ্টেম্বর কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে 'দ্য বেঙ্গল ফাইলস'-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মুষ্টিমেয় কিছুজনকে নিয়েই এই বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। তবুও বক্স অফিসে সুদিন ফিরল না দ্য বেঙ্গল ফাইলস-এর। ৫ সেপ্টেম্বর ছবি মুক্তির এক সপ্তাহ পরও বিবেকের ভাগ্যের চাকা ঘোরেনি। কোনওক্রমে ১০ কোটির গণ্ডি পেরিয়েছে বহু বিতর্কিত ছবি দ্য বেঙ্গল ফাইলস। 

Advertisment

প্রথম দিনে বক্স অফিসে আয় করেছিল ১.৭৫ কোটি এবং একই রকম বক্স অফিস আয়ের ক্ষেত্রে একইরকম ধারাবাহিকতা বজায় রয়েছে। ছবি মুক্তির সপ্তম দিনে দ্য বেঙ্গল ফাইলসের ঝুলিতে এসেছে এক কোটি। সব মিলিয়ে সাত দিনে বিবেকের ছবির মোট বক্স অফিস কালেকশন ১১.২৫ কোটি টাকা। দিল্লি-এনসিআর অঞ্চলে প্রায় ২০০টি এবং মুম্বই অঞ্চলে প্রায় ১৯০টি শো চলেছে। উল্লেখ্য, দ্য বেঙ্গল ফাইলস ইতিমধ্যেই বিবেক অগ্নিহোত্রীর আগের ছবি দ্য ভ্যাকসিন ওয়ারকে টেক্কা দিয়েছে। যে ছবির কালেকশন ছিল ১০.৩ কোটি টাকা। 

আরও পড়ুন হাইকোর্টে স্বস্তি মিলতেই আরও এক সুখবর, কলকাতায় 'দ্য বেঙ্গল ফাইলস'-র বিশেষ প্রদর্শন, জানুন দিনক্ষণ

Advertisment

২০২২ সালের ব্লকবাস্টার দ্য কাশ্মীর ফাইলস-এর সাফল্যের ধারেকাছেও পৌঁছতে পারেনি দ্য বেঙ্গল ফাইলস। যদিও পরিচালক বিবেক অগ্নিহোত্রী সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে বলেছেন যে এই ছবিটি মূলত স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্যই বানানো হয়েছিল। গালাট্টা প্লাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, দ্য কাশ্মীর ফাইলস বানাতে খরচ হয়েছিল ১৫ কোটি এবং ছবিটি থেকে তিনি আয় করেছিলেন ৩০ কোটি। সেই টাকাই তিনি দ্য বেঙ্গল ফাইলস-এ বিনিয়োগ করেছেন। 

পরিচালক কথায়, 'আমরা দ্য কাশ্মীর ফাইলস বানিয়েছিলাম ১৫ কোটিতে। সেখান থেকে আমরা ৩০ কোটি আয় করেছি। সেই টাকা দ্য বেঙ্গল ফাইলস-এ বিনিয়োগ করেছি। এর বাইরে কিছু টাকা ধারও নিয়েছি যা এখনও পরিশোধ হয়নি। কেউ আমাদের ছবিকে আর্থিকভাবে সমর্থন করে না। এটাই আমার সবচেয়ে বড় সমস্যা। আমাদের স্বপ্ন হল ১০০ কোটির ছবি বানানো। কিন্তু খুব কম টাকা হাতে থাকার জন্য প্রতিটি পয়সার হিসেব রাখতে হয় এবং দ্রুত শ্যুট শেষ করতে হয়।'

আরও পড়ুন 'যাঁরা দেশভাগের আগে দাঙ্গায়...', 'বিতর্কের মাঝে দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে কী বললেন অনুপম?

The Bengal Files Vivek Agnihotri