Vivek Oberoi: 'ওঁর তরফে কোনও...', মুম্বই এসে একাকী সংগ্রাম, বিবেক ওরেবয়ের সঙ্গে দূরত্ব নিয়ে অকপট তুতো ভাই অক্ষয়

Vivek Oberoi cousin: অভিনয় জগৎ-এ অভিষেকের বেশ কয়েক বছর পর ইন্ডাস্ট্রিতে আসেন বিবেকের তুতো ভাই অক্ষয়। তবে বিবেকের থেকে কোনও সাহায্য পাননি। অতীত নিয়ে অকপট বিবেকের তুতো ভাই অক্ষয়।

Vivek Oberoi cousin: অভিনয় জগৎ-এ অভিষেকের বেশ কয়েক বছর পর ইন্ডাস্ট্রিতে আসেন বিবেকের তুতো ভাই অক্ষয়। তবে বিবেকের থেকে কোনও সাহায্য পাননি। অতীত নিয়ে অকপট বিবেকের তুতো ভাই অক্ষয়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

প্রকাশ্যে দুই ভাইয়ের মনোমালিন্য

Vivek Oberoi-Akshay Oberoi: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিবেক ওবেরয়। ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি হিট ছবিও। একটা সময় ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করলেও এখন অবশ্য সেভাবে তাঁর দেখা মেলে না। সম্পূর্ণ নিজ প্রচেষ্টায় সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন বিবেক। বাবা সুরেশ ওবেরয় ছিলেন বলিউডের সাতের দশকের অভিনেতা। তবে বিবেক অবশ্য কোনও বিশেষ সুবিধা পাননি। অমিতাভ পুত্র অভিষেকের পরই ইন্ডাস্ট্রিতে নতুন অভিনেতা হিসেবে পরিচিত পেয়েছিলেন বিবেক ওবেরয়। বেশ কয়েক বছর পর অভিনয় জগৎ-এ পা রাখেন বিবেকের তুতো ভাই অক্ষয় ওবেরয়। তবে বিবেকের থেকে কোনও সাহায্য পাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীত নিয়ে অকপট বিবেকের তুতো ভাই অক্ষয়। অতীতের পাশাপাশি বর্তমান নিয়েও কথা বলেছেন। তিনি জানান, দুই পরিবারের মধ্যে একসময় দূরত্ব তৈরি হলেও এখন ধীরে ধীরে সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে।

Advertisment

সাইরাস সেজ-এর ইউটিউব চ্যানেলের আড্ডায় অক্ষয়কে জিজ্ঞেস করা হয়েছিল, মুম্বই এসে সংগ্রামের সময় তিনি কেন বিবেকের থেকে সাহায্য চাননি। উত্তরে অভিনেতা বলেন, 'অনেক দিন পর্যন্ত কেউ জানতই না যে আমরা একই পরিবারের সদস্য। এখন আমি সামান্য পরিচিতি পাচ্ছি তাই মানুষ বুঝতে পারছে যে আমি ওবেরয় পরিবারেরই সদস্য।'

আরও পড়ুন বিনা মেঘে বজ্রপাত! শাহরুখ-দীপিকার বিরুদ্ধে দায়ের FIR

তিনি আরও জানান, সেই সময় বিবেকের সঙ্গে যোগাযোগের কোনও সুযোগই ছিল না। অক্ষয়ের কথায়, 'দুঃখজনকভাবে, যে কোনও কারণেই হোক আমাদের মধ্যে যোগাযোগ ছিল না। আমি ওকে ফোন করে কিছু বলতে পারতাম না, বিষয়টাই এমন ছিল। তাছাড়া আমি কখনও চেষ্টা করিনি আর ওঁর দিক থেকেও কোনও প্রস্তাব আসেনি।'

Advertisment

আরও পড়ুন ইগোর লড়াইয়ে দাম্পত্যে অশান্তি-একবছর ঘরবন্দি হয়ে অবসাদে ছেলে, কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ অর্চনার

পরিবারের সদস্যদের মধ্যে যোগাযোগ ছিল কিনা জানতে চাইলে অক্ষয় অকপটে বলেন, 'না, তেমনটা হয়নি। তবে এখন পরিবারের মধ্যে সম্পর্ক অনেকটা স্বাভাবিক হচ্ছে। মনে হয় এখন সবাই বুঝতে পারছেন এত বছর যা কিছু হয়েছে তা ছেড়ে দেওয়া উচিত। আমি নিশ্চিত কিছুটা পাঞ্জাবি ইগো ক্ল্যাশও ছিল।' তবুও কোনও সাহায্য না পাওয়া নিয়ে অক্ষয়ের ক্ষোভ নেই। তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, 'আমি কৃতজ্ঞ কারণ হয়তো ওঁদের সাফল্যই আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। কোনও না কোনওভাবে আমি অনুপ্রাণিত হয়েছিলাম কিন্তু সরাসরি কোনো সাহায্য পাইনি।'

Bollywood News Vivek Oberoi