Actress Passed Away: দুরারোগ্য ব্যাধি কেড়ে নিল প্রাণ, ৩৩-এ পরপারে অভিনেত্রী

শেষরক্ষা হল না। বরং, সবকিছু ফিকে করে দিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে। তাঁর এই অকাল প্রয়াণে শোকে আচ্ছন্ন পরিবার এবং বন্ধুরা। অভিনেত্রীর বোন সমাজ মাধ্যমে শোকবার্তা জ্ঞাপনের মাধ্যমে বলছেন...

শেষরক্ষা হল না। বরং, সবকিছু ফিকে করে দিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে। তাঁর এই অকাল প্রয়াণে শোকে আচ্ছন্ন পরিবার এবং বন্ধুরা। অভিনেত্রীর বোন সমাজ মাধ্যমে শোকবার্তা জ্ঞাপনের মাধ্যমে বলছেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
walking dead actress passed away after prolonged battle

চলে গেলেন অভিনেত্রী...

শেষ হল পথচলা! আচমকাই যেন থেমে গেল সবকিছু। অভিনেত্রী যে এভাবে চলে যাবেন, কেউ কল্পনা করতে পারেন না। কিন্তু, এমনই এক বিপদে আকস্মিক চলে গেলেন অভিনেত্রী। বয়স হয়েছিল মাত্র ৩৩। অভিনেত্রী কেলি ম্যাকের প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন দুনিয়া। ‘দ্য ওয়াকিং ডেড’, ‘শিকাগো মেড’সহ একাধিক জনপ্রিয় প্রজেক্টে তার দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি দর্শকদের মনে অমলিন ছাপ রেখেছেন।

Advertisment

 শনিবার, মাত্র ৩৩ বছর বয়সে, নিজের জন্মস্থান সিনসিনাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ডেডলাইনের প্রতিবেদন অনুযায়ী, কেলি দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গ্লিওমা নামক একটি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। কিন্তু, শেষরক্ষা হল না। বরং, সবকিছু ফিকে করে দিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে। তাঁর এই অকাল প্রয়াণে শোকে আচ্ছন্ন পরিবার এবং বন্ধুরা। অভিনেত্রীর বোন সমাজ মাধ্যমে শোকবার্তা জ্ঞাপনের মাধ্যমে বলছেন...

Mrunal Thakur Relationship Gossip: 'নজর লেগে যায়', ধনুশের সঙ্গে সম্প…

Advertisment

"অপরিসীম শোকের সঙ্গে আমরা জানাচ্ছি যে আমাদের প্রিয় কেলি আর আমাদের মাঝে নেই। এক উজ্জ্বল, তীব্র রোশনাই এখন পরপারে যাত্রা করেছে- সেই গন্তব্যে, যেখানে একদিন আমাদের সবাইকেই পৌঁছাতে হয়।" 

শনিবার সন্ধ্যায় কেলি শান্তভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তার মা ক্রিস্টেন এবং মাসি ক্যারেনের উপস্থিতিতে। মৃত্যুর পর থেকেই কেলি যেন তার প্রিয়জনদের কাছে ফিরে আসছে নানা রঙের প্রজাপতির রূপে । ওকে হারানোর যন্ত্রণার গভীরতা ভাষায় প্রকাশ করা অসম্ভব। কেলির কেয়ারিংব্রিজ প্রোফাইলে থাকা লিঙ্কে, ২ পাতার আনুষ্ঠানিক ঘোষণা ও আগামি ১৬ই আগস্ট ওহাইও-তে তার ‘Celebration of Life’-এর বিস্তারিত তথ্য দেওয়া আছে। 

তাঁরা আরও লিখলেন, "কেলি আপনাদের সকলকে খুব ভালোবাসত। আর আমি, ওর বোন হিসেবে, বলতে চাই, কেলি কতটা সাহসী ছিল। নিজের সিদ্ধান্তে, ঈশ্বরের সঙ্গে পুনর্মিলনের জন্য সেই যে সাহস, সেটা ওঁর মধ্যে ছিল। আমি ওর জন্য অসম্ভব গর্বিত।  ম্যাক নামে পরিচিত কেলি লিন ক্লেবিনো ১৯৯২ সালের ১০ জুলাই সিনসিনাটিতে জন্মগ্রহণ করেন। খুব অল্প বয়সেই বিজ্ঞাপন দিয়ে অভিনয় শুরু করেন। তিনি ‘দ্য এলিফ্যান্ট গার্ডেন’ (২০০৮) ছবিতে অভিনয়ের জন্য, 'টিশ স্কুল অব দ্য আর্টস থেকে পুরস্কৃত হন।

Actress Tragic life: অসুস্থ অভিনেত্রীর উপর মানসিক ও আর্থিক নির্যাতন! বিস্ফোরক অভিযোগ, 'হোটেলে আটকে রাখা হয় আমাকে..'

কেলি '9-1-1', 'শিকাগো', এবং 'দ্য মডার্ন ফ্যামিলি' স্পিন-অফে প্রশংসিত পারফর্ম করেন। তিনি ‘ব্রডকাস্ট সিগন্যাল ইনট্রুশন’-এও অভিনয় করেন। তিনি অস্কারজয়ী 'স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স'-এ হেইলি স্টেইনফেল্ডের গোয়েন স্ট্যাসির জন্য ভয়েস ওভার দেন। এছাড়াও, তিনি প্রযোজনা ও পরিচালনাতেও সক্রিয় ছিলেন।

Entertainment News Entertainment News Today actor death news