/indian-express-bangla/media/media_files/2025/08/19/cats-2025-08-19-10-17-41.jpg)
প্রয়াত অচ্যুত
Achyut Potdar Died: বিনোদুনিয়ায় যেন মৃত্যুমিছিল! একের পর এক মৃত্যুসংবাদ। দীর্ঘ অসুস্থতার জেরে সদ্য প্রয়াত হয়েছেন বিশিষ্ট মারাঠি অভিনেত্রী জ্যোতি চান্দেকর। ভয়ংকর গাড়ি দুর্ঘটনা কেড়ে নিল প্রাক্তন মিস ইউনিভার্সের প্রতিযোগীর প্রাণ। মৃত্যুবরণ করেছেন সুপারম্যান খ্যাত বিশ্ববিখ্যাত অভিনেতা টেরেন্স স্ট্যাম্প। এবার শোকের ছায়া বলিউডে। প্রয়াত সুপারহিট মুভি থ্রি ইডিয়টস খ্যাত প্রবীণ অভিনেতা অচ্যুত পোটদার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। মিডিয়া রিপোর্ট মোতাবেক, অসুস্থ অবস্থায় তাঁকে থানের জুপিটার হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। সোমবারই মৃত্যুর কোলে ঢলে পড়েন 'থ্রি ইডিয়টস'-এর কড়া অধ্যাপক।
মঙ্গলবার মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। দীর্ঘ কর্মজীবনে অচ্যুত পো'দার ১২৫টিরও বেশি হিন্দি ও মারাঠি ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও দীর্ঘ অভিনয় কেরিয়ারে ১০০টি মেগায় কাজ করেছেন অচ্যুত। পরিচালক হানসাল মেহতা এক্স হ্যান্ডেলে প্রয়াত অভিনেতার আত্মার শান্তিকামনা করেছেন।
আরও পড়ুন ICU-তে একমাসের লড়াই শেষ! ভয়ংকর গাড়ি দুর্ঘটনায় মাত্র ৩০-এ প্রয়াত মিস ইউনিভার্সের প্রতিযোগী
শ্রদ্ধা নিবেদন করে লিখেছেন, 'জাগ্গু দাদার বাবার ভূমিকায় অভিনয় দেখে আমি ওঁর ভক্ত হয়ে যাই। অঙ্গার ছবির ‘ঐ জাগ্গু’ সংলাপ আমার মনে গভীর প্রভাব ফেলেছিল। আমার প্রথম ছবি 'জয়তে'-এ ওঁর সঙ্গে কাজ ককরার সৌভাগ্য হয়েছিল। সেখানে তিনি একজন পেশাদার মেডিক্যাল সাক্ষীর চরিত্রে অভিনয় করেছিলেন। অসাধারণ টাইমিং ও দারুণ ব্যঙ্গাত্মক রসবোধ ছিল। শান্তিতে থাকুন অচ্যুত।'
I was a fan of his character as Jaggu dada’s father. The line “Ae Jaggu” from “Angaar” made me his permanent fan. Was a privilege to have directed him in my directorial debut “Jayate”. He played a professional medical witness. Amazing timing and a super caustic sense of humour.… pic.twitter.com/xxf82E4PMb
— Hansal Mehta (@mehtahansal) August 19, 2025
আমির খানের সুপারহিট মুভি 'থ্রি ইডিয়টস'-এ ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপকের ভূমিকায় অভিনয় করে বলিউডে দারুণ সাড়া ফেলেছিলেন। এই ছবিতে তাঁর সংলাপ ঘিরে তৈরি হয়েছিল অসংখ্য মিম। অচ্যুত পোটদার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে 'আক্রোশ', 'অ্যালবার্ট পিন্টো কো গুস্সা কিউঁ আতা হ্যায়', 'অর্ধসত্য', 'তেজাব', 'পরিন্দা', 'রাজু বান গয়া জেন্টলম্যান', 'দিলওয়ালে', 'ইয়ে দিল্লাগি', 'রংগীলা', 'মৃত্যুদণ্ড', 'যশবন্ত', 'ইশ্ক', 'বাস্তব', 'আ আভ লট চলে', 'হম সাথ সাথ হ্যায়', 'পরিণীতা', 'লগে রহো মুনা ভাই', 'দাবাং ২', 'ভেন্টিলেটর' এবং সহ আরও অনেক ছবি।
আরও পড়ুন দীর্ঘ রোগের সঙ্গে লড়াইয়ে ইতি, প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী জ্যোতি, মায়ের প্রয়াণে শোকস্তব্ধ তেজস্বী
প্রসঙ্গত, অভিনয় জীবনে প্রবেশের আগে অচ্যুত পোটদার ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে তিনি ইন্ডিয়ান অয়েল কোম্পানিতে চাকরি করেন। আটের দশক অর্থাৎ ১৯৮০ সাল থেকে তিনি সিনেমা ও টেলিভিশনে অভিনয় শুরু করেন এবং ধীরে ধীরে হিন্দি ও মারাঠি বিনোদন জগতের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন।
আরও পড়ুন ৮৭-তে নিভল জীবন প্রদীপ, জীবনাবসান 'সুপারম্যান' খ্যাত বিশ্ববিখ্যাত অভিনেতার