Madhyamik Result Memories: 'ইংরেজিতে ৯৪, আর অংকে..!' মাধ্যমিকে শ্রুতির 'অদ্ভুত' রেজাল্ট, শোলাঙ্কি বললেন, 'যেটা ভয় পেতাম সেটাই পিছু...'

WBBSE Madhyamik Result Updates: দুই নায়িকাই টেলিভিশনের দুনিয়া থেকে সিনেমা এবং সিরিজে দারুণ জনপ্রিয়। তাঁদের অভিনয় দক্ষতার মাধ্যমে বারবার সকলকে মুগ্ধ করেছেন তাঁরা। কিন্তু পড়াশোনায় তাঁরা কেমন ছিলেন?

WBBSE Madhyamik Result Updates: দুই নায়িকাই টেলিভিশনের দুনিয়া থেকে সিনেমা এবং সিরিজে দারুণ জনপ্রিয়। তাঁদের অভিনয় দক্ষতার মাধ্যমে বারবার সকলকে মুগ্ধ করেছেন তাঁরা। কিন্তু পড়াশোনায় তাঁরা কেমন ছিলেন?

author-image
Anurupa Chakraborty
New Update
Wbbse madhyamik Result Updates: Shruti das and solanki Roy

দুই অভিনেত্রীর রেজাল্টের নানা বাহার, যা বললেন...

Tollywood Actresses Reaction on Madhyamik Result 2025: মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারবেন কিনা, এই নিয়ে যেমন অনেক পড়ুয়া চিন্তা করেন, ঠিক তেমনই এই পরীক্ষা নিয়ে সকলের জীবনে নানা ধরনের গল্প পর্যন্ত থাকে। একেকটা মানুষ এবং তাঁদের ভিন্ন পরিবেশে, ভিন্ন চয়েসে মাধ্যমিক দেওয়ার মধ্যে দিয়ে যান। তাঁর সঙ্গে সঙ্গে একেকজনের অভিজ্ঞতা থেকে যায় একেকরকম। সেরকমই অভিনেত্রী শ্রুতি দাস এবং শোলাঙ্কি রায়ের জীবনে মাধ্যমিক বোর্ড নিয়ে এক দারুণ গল্প রয়েছে। 

Advertisment

দুই নায়িকাই টেলিভিশনের দুনিয়া থেকে সিনেমা এবং সিরিজে দারুণ জনপ্রিয়। তাঁদের অভিনয় দক্ষতার মাধ্যমে বারবার সকলকে মুগ্ধ করেছেন তাঁরা। কিন্তু পড়াশোনায় তাঁরা কেমন ছিলেন? আদৌ ভাল ছিলেন? নাকি মিডিওকার? দুজনেই মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তথাকথিত ফিল্মি দুনিয়ার সঙ্গে কোনও পারিবারিক যোগাযোগ ছিল না। পড়াশোনায় কেমন ছিলেন তাঁরা? আদৌ মাধ্যমিকের নম্বর তাঁদের মনে আছে? নাকি বেমালুম ভুলে গিয়েছেন? 

Actor's Mother Passed Away: না ফেরার দেশে কাছের মানুষ, কাপুর খানদা…

শ্রুতির কাছে ফোন যেতেই তিনি হাসতে হাসতে বললেন, আমার মাধ্যমিকের নম্বর কত হয়েছিল? অদ্ভুত একটা রেজাল্ট করেছিলাম আমি। মানে, অঙ্ক ছিল আমার যম। আমার রেজাল্ট দেখলে লোকে অবাক হয়ে যাবে। অঙ্ক বাদ দিয়ে সবে ভাল নম্বর পেয়েছিলাম। রেজাল্টে ইংরেজিতে পেয়েছিলাম ৯৪। এদিকে, অংকে পেয়েছি ৩৪... বলেই হাসতে শুরু করলেন তিনি। কিন্তু, অঙ্ক অরুচি যেহেতু, তাই এর থেকে ছুটি হতেই উচ্চমাধ্যমিকে দারুণ নম্বর করেছিলেন তিনি। 

Advertisment

Satyajit Ray: এই অভিনেতার পৈতেতে গিয়েছিলেন সত্যজিৎ রায়, তাঁর 'নিম্নমানের' ছবি হিট হতেই বলেছিলেন, 'কোটি কোটি বাঙালি..'

অন্যদিকে অভিনেত্রী শোলাঙ্কি রায়? তিনি ভীষণ ভাল পড়াশোনায়, সেকথা বারবার জানা গিয়েছে। যাদবপুরের ছাত্রী তিনি। ইন্টারন্যাশনাল রিলেশনশিপে তাঁর কারিগরি। তাহলে তাঁর মাধ্যমিকে কত নম্বর ছিল? অভিনেত্রী ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, আমার ৬৪৬ ছিল নম্বর। তখন ৯০০ এ পরীক্ষা হত। কিন্তু, তাঁর বেশ আকর্ষণীয় একটা গল্প আছে। অভিনেত্রী যে বিষয়কে ভয় পেতেন, সেটিকেই যে মনের কাছে ঠাঁই দেবেন, ভাবা যায়? তাঁর কথায়, আমি সবথেকে বেশি ভয় পেতাম ইতিহাস। যেকারনে আমি উচ্চ মাধ্যমিকে পিওর সাইন্স নিয়ে পড়তাম। কিন্তু, সেই! ইতিহাস আমার পিছু ছাড়ল না। গ্র্যাজুয়েশন - পোস্ট গ্র্যাজুয়েশন আমায় আন্তর্জাতিক রিলেসন নিয়ে পড়তে হল, আর ইতিহাসই পড়তে হল। 

প্রসঙ্গে, শ্রুতি এখন ব্যস্ত আমার বস নিয়ে। এই অভিনেত্রীর প্রথম ছবি আসতে চলেছে শিবপ্রসাদ এবং নন্দিতা রায়ের হাত ধরে। আর শোলাঙ্কি কিছুদিন আগেই তাঁর বিষহরি রিলিজ করেছিল। তিনিও কাজে যথেষ্ট ব্যস্ত। 

tollywood Shruti Das Tollywood Actress Solanki Roy Madhyamik 2025 Madhyamik 2025 Result