Sreelekha Mitra Birthday: জীবনটা গোলাপের বাগিচা নয়, অনেক কাঁটা ছড়িয়ে থাকে তাই হাসিটা স্মিত থেকে মলিন হয়ে যায়: শ্রীলেখা

'রাত ১২ টা বাজলেই বাবা গান গেয়ে বলতেন, হ্যাপি বার্থডে টু ইউ। তাই কাল রাত থেকে মনটা খারাপ। পুরনো দিনের কথা খুব মনে পড়ছে।' জন্মদিনে মেয়েবেলার স্মৃতিচারণ করতে গিয়ে চোখে জল শ্রীলেখার।

'রাত ১২ টা বাজলেই বাবা গান গেয়ে বলতেন, হ্যাপি বার্থডে টু ইউ। তাই কাল রাত থেকে মনটা খারাপ। পুরনো দিনের কথা খুব মনে পড়ছে।' জন্মদিনে মেয়েবেলার স্মৃতিচারণ করতে গিয়ে চোখে জল শ্রীলেখার।

author-image
Kasturi Kundu
New Update
cats

ভাল মানুষরা হেনস্থা হতে হচ্ছে আর স্বার্থপর-লোভীরা বহাল তবিয়তে রয়েছে, আনন্দ কী করে করব: শ্রীলেখা

Bengali Actress Sreelekha Mitra: বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। সাবলীল অভিনয়ের সঙ্গে রয়েছে প্রতিবাদী কণ্ঠ। অন্যায়ের সঙ্গে আপোস করতে নারাজ। পদলেহন করে ইন্ডাস্ট্রিতে টিকে থাকার পক্ষপাতীও নন। তিনি নান আদার দ্যান টলিউডের সিনিয়র অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ৩০ অগাস্ট অভিনেত্রীর জন্মদিন। আর জীবনের এই বিশেষ দিনে 'নিখোঁজ' শ্রীলেখা মিত্র! সোশ্যাল মিডিয়ায় ঠিক এমনই একটি পোস্ট শেয়ার করেছেন। আজকের দিনে কেন এত উদাসীন? জন্মিদনে যখন মুখে চওড়া হাসি থাকার কথা তখন শ্রীলেখা নিজের হাসিমুখের ছবি পোস্ট করে লিখছেন, 'এই চওড়া হাসির মেয়েটা আজ বহুদিন হল নিখোঁজ, নাকি মেয়েটির চওড়া হাসি নিখোঁজ...? ধুর ছাই সব গুলিয়ে গেল। ও মনে পরেছে ..আজ মেয়েটির জন্মদিন।'

Advertisment

চওড়া হাসি কেন আজ নিখোঁজ তা জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে শ্রীলেখার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, 'আমাদের ছোটবেলায় যে ইনোসেন্সটা থাকে, দুচোখে যে আশা-স্বপ্ন থাকে সেটা সময় আর বয়সের সঙ্গে অনেক পরিণত হয়। মানুষ অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে যায়। তখন বুঝতে পারে জীবনটা গোলাপের বাগিচা নয়, বাইরে অনেক কাঁটা ছড়িয়ে আছে। তাই হাসিটা ধীরে ধীরে স্মিত থেকে মলিন হতে শুরু করে।' ছোটবেলার স্মৃতিচারণ করতে গিয়ে চোখে জল শ্রীলেখার। 

Advertisment

তিনি বলেন, 'আমি কখনই জন্মদিন ধুমধাম করে পালন করিনি। আগে যখন বাবা-মা ছিলেন তখন বন্ধুদের নিয়ে ছোট করে একটা ঘরোয়া আয়োজন করা হত। এখন মেয়ে বাইরে, বাবা-মা নেই, ভাইও খুব ব্যস্ত তাই জন্মদিন আর সেভাবে পালন করা হয় না। এই দিনটা এলেই মা-বাবার কথা বড্ড বেশি মনে পড়ে। রাত ১২ টা বাজলেই বাবা গান গেয়ে বলতেন, হ্যাপি বার্থডে টু ইউ। তাই কাল রাত থেকে মনটা খারাপ। পুরনো দিনের কথা খুব মনে পড়ছে।'

আরও পড়ুন 'আরজি কর-কে ধামা চাপা দিলেন, বাচ্চার মৃত্যুর দায় কে নেবে'? কালীগঞ্জে ছাত্রী মৃত্যুতে মমতাকে একহাত শ্রীলেখার

জীবনের হাসি-আনন্দ হারিয়ে যাওয়ার জন্য সমাজের বর্তমান পরিস্থিতিকে দায়ী করেন শ্রীলেখা। তাঁর মতে, 'এখন চারিদিকে যে অন্যায়-অবিচার চলছে যে কোথাও আশার আলো দেখতে পাই না। অন্যদিকে আমাকে যে বয়কটের ডাক দেওয়া হয়েছে সেটা দেখে আবার হাসিও পায়। এসবের মাঝে ছোটবেলার আমি-কে মিস করি। সেই হারিয়ে যাওয়া মেয়েবেলাকে আর খুঁজে পাই না। যখন সত্যিই সেই চওড়া হাসিটা মুখে লেগে থাকত। আজ এই সমাজ-মানুষগুলো সেই হাসিটা কেড়ে নেয়।'

বার্থডে গার্ল শ্রীলেখা মিত্রের সংযোজন, 'এখন আমার সব আনন্দ ছানাপোনাদের ঘিরে। ওরাই আমাকে ভালবাসার চাদরে মুড়িয়ে রেখেছে। কাল রাত ১২ টায় মেয়ে ফোন করেছিল। এখানে বন্ধুবান্ধবদের মারফৎ প্রতিবার আমাকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করে। এবার আমি বারণ করেছি, একদম মুড নেই। চারিদিকে ভাল মানুষদের এত হেনস্থা হতে হচ্ছে আর স্বার্থপর-লোভীরা বহাল তবিয়তে রয়েছে। সেখানে আনন্দ কী করে করব? তাই তো নিজেই নিজেকে আর চিনতে পারছি না। হাসিটা সত্যিই আজ নিখোঁজ। আমি অন্যায় করিনি আর সহ্যও করিনা। জীবনটা আমার সোজা পথে চলে। তাই হাসিটা হারিয়ে গিয়েছে।' 

আরও পড়ুন 'মুখোশ যদি খুলে যায়...', নাম না করে শ্বেতার কোন সত্যি ফাঁস করলেন মৌমিতা?

Bengali News Sreelekha Mitra