/indian-express-bangla/media/media_files/2025/09/20/cats-2025-09-20-14-51-47.jpg)
বিস্ফোরক রাণা
Bengali Movie Pujo Release: রাত পোহালেই মহালয়া। শরৎ-এর আকাশে-বাতাসে পুজোর গন্ধ। আর সেই গন্ধ গায়ে মেখেই জোরকদমে চলছে আসন্ন বাংলা ছবির প্রচার। প্রতিবারের মতো এবছর পুজোতেও মুক্তি পাবে একগুচ্ছ বাংলা ছবি। ভিন্নস্বাদের চারটি ছবি নিয়ে আসছেন ইন্ডাস্ট্রির চারজন পরিচালক। সেই তালিকায় রয়েছে শিবপ্রসাদ-নন্দিতার 'রক্তবীজ টু', অনীক দত্তর 'যতকাণ্ড কলকাতাতেই', ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের 'রঘু ডাকাত' ও শুভ্রজিৎ মিত্রর 'দেবী চৌধুরানী'। ইতমধ্যেই কোন ছবি কতগুলি হল পাবে সেই নিয়ে নাকি একটা অর্ন্তদ্বন্দ শুরু হয়েছে। এইরকম পরিস্থিতিতে উইন্ডোজ প্রযোজনা সংস্থাকে একহাত নিয়েছেন প্রযোজক রাণা সরকার। এই ঘটনার নেপথ্যে কী কারণ তারই যথার্থ ব্যখা দিয়েছেন।
'পুজোর সিনেমা : মাফিয়া কার্ড ও সন্ত্রাসবাদ' শিরোনামে একটি লম্বা-চওড়া পোস্ট শেয়ার করেছেন রাণা সরকার। সেখানে উঠে এসেছে বেশ কয়েকটি অভিযোগ। উইন্ডোজ প্রয়োজনা সংস্থা কেন আবির চট্টোপাধ্যায়কে তাঁর আরও একটি ছবির প্রচার থেকে দূরে থাকতে বাধ্য করেছে? সিনেমার বাজেট কখনও প্রকাশ্যে না এনেও সমান সংখ্যক হলে ছবি মুক্তির দাবি? 'স্বার্থপর' তকমা দিয়েছেন প্রযোজক রাণা সরকার। প্রসঙ্গত, অনীক দত্ত পরিচালিত আগামী ছবি 'যতকাণ্ড কলকাতাতেই'। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়। কিন্তু, পরিচালক বারবার অভিযোগ করেছেন আবির অন্য সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার কারণে এই ছবির প্রচার করছেন না। এবার অনীকের পাশে প্রযোজক রাণা সরকারও।
তাঁর দাবি এইরকম ঘটনা সমগ্র বাংলা ইন্ডাস্ট্রির পক্ষে ক্ষতিকারক। দেবকে বাহবা দিয়ে রাণা বলেছেন, 'দেব তো কতবার নিজের প্ল্যাটফর্মকেও অন্য সিনেমার প্রমোশানের জন্য ব্যবহার করতে দিয়েছে। অন্য বাংলা সিনেমাকে প্রমোট করেছে বারবার। অথচ তাঁকেই আপনারা আক্রমন করেন।' আবির প্রসঙ্গে রাণা সরকারের যুক্তি, 'আবির চট্টোপাধ্যায় সুপারস্টার। তাঁর বক্সঅফিস কালেকশনের ট্র্যাক রেকর্ড বাংলা সিনেমার ব্যবসায় সর্বোচ্চ প্রথম দুটির মধ্যে একটি। এর আগেও একই দিনে আবিরের দুটো সিনেমা রিলিজ করেছে। কারও কোনও সমস্যা হয়নি। দুটো সিনেমাই সুপারহিট হয়েছে বক্সঅফিসে।'
উইন্ডোজকে তুলোধনা করে রাণা সরকার সুর চড়িয়ে প্রশ্ন করেছেন, 'যখন কেউ মাফিয়া কার্ড বলছেন, সন্ত্রাসবাদের কথা বলছেন ভেবে দেখবেন একজন অভিনেতাকে তাঁর সিনেমা প্রমোশনে বাধা দেওয়া হয়েছে। অন্য একটি সিনেমার ক্ষতির জন্য এটা মাফিয়াগিরি না? এটা সাংস্কৃতিক সন্ত্রাসবাদ নয়? স্বার্থপরতা দিয়ে শিল্প হয়না। মহৎ কাজ হয়না। এরাই আবার সমানসংখ্যক হলের কথা বলেন।'
আরও পড়ুন 'দেব বিরোধী কুণাল ঘোষ'? 'রঘু ডাকাত' মুক্তির আগে রাণা সরকার-কুণাল ঘোষের বিবাদ তুঙ্গে
এই প্রসঙ্গের রেশ টেনেই রাণা সরকার বলেছেন, 'আবির চট্টোপাধ্যায়কে প্রমোশন করতে না দিয়ে অস্বস্তিতে ফেলেছেন। তাঁর সময়কে সমানভাবে ভাগ করে অস্বস্তি এড়ানো যেত না? অন্য একটা বাংলা সিনেমাকে সাহায্য করলে, সিনেমাটা একটু বেশি চলতে দিলে আপনার ব্যবসার ক্ষতি হয়ে যেত সেই ভয়?' উইন্ডোজের উদ্দেশে প্রযোজকের বার্তা, 'প্রতিযোগিতা করুন। কন্টেন্ট ভাল করে, সবাই সবাইয়ের পাশে দাঁড়িয়ে, সব কিছু শেয়ার করুন। তাহলেই সমান ভাগাভাগি হবে। মন উইন্ডোজ খুলে দে না, বাতাস লাগুক প্রাণে।'
আরও পড়ুন 'সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবা যায় না কিন্তু...', আরজি কর ইস্যু উসকে সোহিনীকে কেন বিঁধলেন কুণাল?