/indian-express-bangla/media/media_files/2025/09/19/efwefwef-2025-09-19-12-12-07.jpg)
গ্রেফতার অক্ষয়
YouTuber Akshay Vashisht Arrested: ইউটিউবার বা কনটেন্ট ক্রিয়েটারের বাড়বাড়ন্তের কথা আজ আর নতুন করে বলার অবকাশই রাখে না। তাঁদের কনটেন্টে মজে থাকে জেন জি। বুধবার গ্রেফতার করা হয় ইউটিউবার এবং কনটেন্ট ক্রিয়েটর অক্ষয় বশিষ্ঠ। মিথ্যা তথ্য প্রচার এবং গুজব রটানোর অভিযোগে গোয়া পুলিশের হাতে গ্রেফতার অক্ষয়। অভিযোগ, তিনি একটি ভিডিওতে দাবি করেছেন, মোপায় অবস্থিত মনোহর আন্তর্জাতিক বিমানবন্দরটি 'ভূতুড়ে'।
বশিষ্ঠের ইউটিউব চ্যানেলে ৫.৭২ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। যেখানে তিনি 'বাস্তবের ভৌতিক গল্প এবং কেস স্টাডি' বর্ণনা করেছেন। চ্যানেলের বর্ণনায় লেখা, 'আমরা বিশ্বাস করি যে মানুষ নানারকম প্যারানরমাল অ্যাক্টিভিটির সম্মুখীন হয়েছে…' সাবস্ক্রাইবার ও অনুসরণকারীদেরও তাঁদের অভিজ্ঞতা শেয়ারের জন্য আমন্ত্রণ জানানো হয়। পুলিশ জানিয়েছে, পানাজির সোশ্যাল মিডিয়া মনিটারিং সেলের কনস্টেবল সুরাজ শিরোদকারের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে।
অভিযোগ, বশিষ্ঠ এবং একটি ফেসবুক চ্যানেল RealTalk Clips–এর অ্যাডমিন যৌথভাবে ওই চ্যানেলে 'গোয়ার ভূতুড়ে বিমানবন্দ' শিরোনামে ভিডিও আপলোড করেন। এই ঘটনায় একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। পুলিশের দাবি, চ্যানেলের প্রচারের স্বার্থে এই ধরনের অপপ্রচার করা হচ্ছে। ভিডিও-তে নাকি দাবি করা হয়েছে, বিমানবন্দরে নানারকম ভৌতিক ঘটনা ঘটছে। শুধু তাই নয়, আরও বলা হয়েছে বিমানবন্দরটি নাকি একটি শ্মশানভূমির ওপর তৈরি। অনেক পাইলট রাতে বিমান চালাতেও ভয় পান। রানওয়েতে লাল শাড়ি পরা এক রহস্যময়ী মহিলাকে দেখা যায়।
আরও পড়ুন শুটিংয়ের সময় প্রাণঘাতী দুর্ঘটনা! অস্ত্রোপচারের পর কেমন আছেন অভিনেতা-বিগ বস প্রতিযোগী?
পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হওয়ার পর মোপা বিমানবন্দর থানার একটি দল দিল্লির দ্বারকা এলাকা থেকে বশিষ্ঠকে গ্রেফতার করেছে। তাঁর কাছ থেকে একটি মোবাইল, একটি ল্যাপটপ এবং একটি ক্যামেরা উদ্ধার করা হয়েছে। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন ফেসবুক পেজটির অ্যাডমিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না তা নিয়ে আলোচনা চলছে। এর আগে চলতি বছর গোয়া পর্যটনমন্ত্রী রোহন খাউন্তে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভুয়ো খবর ছড়ানোর জন্য আক্রমণ করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, কিছু ইনফ্লুয়েন্সার নাকি অর্থের বিনিময়ে গোয়ার ভাবমূর্তি নষ্ট করার প্রচার চালাচ্ছেন।
আরও পড়ুন এখন ওয়েব সিরিজে কাজের সুযোগ থাকায় মেগার গল্পে খুঁত ধরা প্রাসঙ্গিক : সৌরভ চক্রবর্তী