Singer-Youtuber 4th Child: 'আমি ভাবিনি IVF-এর পর...', চতুর্থ সন্তানের অপেক্ষায় জনপ্রিয় ইউটিউবার

Armaan Malik-Payal Malik Baby: তৃতীয়বার মা হতে চলেছেন ইউটিউবার পায়েল মালিক। আরমান-পায়েলের যমজ সন্তান, অন্যদিকে কৃতিকার এক পুত্র সন্তান। পরিবারে এখন পঞ্চম খুদের পদধূলি পরার অপেক্ষা।

Armaan Malik-Payal Malik Baby: তৃতীয়বার মা হতে চলেছেন ইউটিউবার পায়েল মালিক। আরমান-পায়েলের যমজ সন্তান, অন্যদিকে কৃতিকার এক পুত্র সন্তান। পরিবারে এখন পঞ্চম খুদের পদধূলি পরার অপেক্ষা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
armaan

চতুর্থের অপেক্ষায় পায়েল

বর্তমান প্রজন্মের পপুলার কনটেন্ট ক্রিয়েটার বা ইউটিউবারের তালিকায় নিঃসন্দেহে উঠে আসে পায়েল মালিকের নাম। আরমান মালিকের প্রথম স্ত্রী পায়েল, তাঁর উপস্থিতিতে স্ত্রীর বান্ধবী কৃতিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দুই স্ত্রী ও তিন সন্তান নিয়ে আরমান মালিকের সংসার। সম্প্রতি পাতিয়ালা জেলা আদালত তাঁদের তলব করেছে। ইউটিউবার আরমান মালিক এবং তার দুই স্ত্রী পায়েল ও কৃতিকাকে হিন্দু বিবাহ আইন লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ২ সেপ্টেম্বর তাঁদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মাঝেই সুখবর দিলেন আরমানের প্রথম স্ত্রী পায়েল। তৃতীয়বার মা হতে চলেছেন ইউটিউবার পায়েল মালিক। আরমান-পায়েলের যমজ সন্তান, অন্যদিকে কৃতিকার এক পুত্র সন্তান। পরিবারে এখন পঞ্চম খুদের পদধূলি পরার অপেক্ষা। 

Advertisment

আরও পড়ুন মা কালীর রূপ ধারণ করতেই ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, কটাক্ষের মাঝে হাসপাতালে পায়েল!

Advertisment

আরমানের দ্বিতীয় স্ত্রী কৃতিকার ইনস্টা হ্যান্ডেল থেকে প্রথম এই খবর শেয়ার করা হয়। তখন অবশ্য পায়েলের নাম উল্লেখ করা হয়নি। তাই অনেকেই ভেবেছিলেন কৃতিকা অন্তঃসত্ত্বা। পরে পরিবারের তরফে একটি ভ্লগ শেয়ার করে জানানো হয়, কৃতিকা নয়, পায়েল প্রেগন্যান্ট। ওই ভ্লগে আবেগপ্রবণ হয়ে পায়েল IVF ট্রিটমেন্টের কঠিন জার্নির কথা শেয়ার করেছেন। একইসঙ্গে ১৫ বছর পর স্বাভাবিক নিয়মে তিনি মা হতে পারবেন সেটাও তাঁর কাছে অপ্রত্যাশিত একটি ঘটনার মতো। 

আরও পড়ুন বিনোদুনিয়ায় জোড়া সুখ! বাবা হলেন হিন্দি মেগার নায়ক ও ভোজপুরী গায়ক, ঘরে এল পুত্র না কন্যা?

আরমানকে বিয়ের চার বছর পর পায়েলের কোলে আসে তাঁদের প্রথম সন্তান। সেই প্রসঙ্গ উল্লেখ করে পায়েল বলেন, 'এবারের অন্তঃসত্ত্বা হওয়া আমার কাছে সত্যিই মিরাকল। বিয়ের চার বছর পর চিকু আমার জীবনে আসে। এরপর যখন সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিই তখন IVF-এর সাহায্য নিয়েছিলাম। একবার ব্যর্থ হয়েছিল, ফের চেষ্টা করেছি। ১৫ বছর পর আমি কী ভাবে আবার স্বাভাবিক নিয়েমে মা হলাম! সন্তানের জন্য যে আইভিএফ-এর যন্ত্রণা সহ্য করতে পারে তাঁর কাছে স্বাভাবিক নিয়মে মা হওয়ার আনন্দ-অনুভূতি একদম আলাদা।'

Armaan Malik