Payal Malik Health Condition: বর্তমান প্রজন্মের পপুলার কনটেন্ট ক্রিয়েটার বা ইউটিউবারের তালিকায় নিঃসন্দেহে উঠে আসে পায়েল মালিকের নাম। আরমান মালিকের প্রথম স্ত্রী পায়েল, তাঁর উপস্থিতিতেই বান্ধবী কৃতিকার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন আরমান। দুই স্ত্রী-সন্তান নিয়ে আরমানের সংসার। সেই কারণে চরম কটাক্ষের শিকার হন মালিক পরিবার। বিগ বসের ঘরে পায়েল-কৃতিকাকে নিয়ে আরমান পা রাখতেই ফুঁসে উঠেছিল সেলিব্রিটির একাংশ।
তবুও সেই বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে দেদার কনটেন্ট তৈরি করে আপন ছন্দে জীবন কাটাচ্ছেন মালিক দম্পতি। তবে ইউটিউবে ভিউ বাড়াতে গিয়ে মারাত্মক বিপদ ডেকে এনেছেন পায়েল। মা কালীর রূপ ধারণ করে একটি ভিডিও পোস্ট করেছিলেন, বাকিটা ইতিহাস। উল্লেখ্য, পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন পায়েল।
আরও পড়ুন প্রযোজক 'প্রেমিক'-এর বিরুদ্ধে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ, তড়িঘড়ি থানায় ছুটলেন অভিনেত্রী রুচি
প্রতিদিন নিত্য নতুন কনটেন্ট পরিবেশনের লোভে দুদিন আগে ভ্লগে মা কালী সেজে ভিডিও পোস্ট করতেই তা দ্রুত গতিতে ভাইরাল হয়ে যায়। পায়েলের বিরুদ্ধে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত লাগার অভিযোগ আনা হয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। লাগাটার কটাক্ষ ধেয়ে আসে পায়েলের দিকে। চাপের মুখে সোশ্যাল মিডিয়া থেকে সেই ভিডিও সরিয়ে নেন পায়েল। কিন্তু, ততক্ষণে ভাইরাল পায়েলের মা কালীর রূপ! কটাক্ষের বাণে বিদ্ধ হচ্ছেন ইউটিউবার।
আরও পড়ুন শেফালির মৃত্যুর একমাস পূর্তির আগেই বিরাট সিদ্ধান্ত, স্ত্রীকে 'জীবন্ত' রাখতে কী করলেন পরাগ?
এর মাঝেই ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে পাটিয়ালার মা কালীর মন্দিরে ছুটে যান। কিন্তু, চোখের জলে চিড়ে ভেজেনি। তাঁকে যা শাস্তি দেওয়া হবে মাথা পেতে নেবেন বলেও জানান পায়েল। সাজাস্বরূপ নিয়মিত মন্দিরের মেঝে পরিষ্কার, বাসনমাজার কাজ করছেন। এরপরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।
আরও পড়ুন চরম দুর্দশা স্টার কিডের, টাকার জন্য বাথরুমও পরিষ্কার করতেন শ্বেতার মেয়ে! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
এভাবে ট্রোলের যন্ত্রণা সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েন পায়েল মালিক। শারীরিক অবস্থা বেশ সিরিয়াস হয়ে যায়। দেরি না করে পায়েলকে হাসপাতালে নিয়ে যান আরমান। সমালোচনার ঝড় থামছে না দেখে আরমানও ভুল স্বাকীর করেছেন। একইসঙ্গে ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ভুল করেছেন, কোনও ক্রাইম তো করেননি তাঁরা। পায়েলের শারীরিক পরিস্থিতির আপডেট জানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন আরমান।