Subhashree Ganguly: ইউভান-ইয়ালিনির ভাইফোঁটার কাণ্ডে হাসির রোল, শুভশ্রীর মাতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

Subhashree Ganguly: ইয়ালিনির পরনে ছোট্ট ঘাগরা চোলি। আর দাদা ইউভান সাদা রঙের একটা জামা। মায়ের নির্দেশ-মতই ইয়ালিনি দাদা-কে চন্দন এবং দইয়ের ফোঁটা দেয়।

Subhashree Ganguly: ইয়ালিনির পরনে ছোট্ট ঘাগরা চোলি। আর দাদা ইউভান সাদা রঙের একটা জামা। মায়ের নির্দেশ-মতই ইয়ালিনি দাদা-কে চন্দন এবং দইয়ের ফোঁটা দেয়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
yaalini

যা যা হল সেদি ভাইফোঁটায়...

Yaalini and Yuvaan-Subhashree Ganguly:  গতকাল ভাইফোঁটা উপলক্ষে তারকারা নানা উৎসব আনন্দে মেতে উঠেছিলেন। ইন্ডাস্ট্রির নায়ক-নায়িকারা এই মিষ্টি উৎসবে সামিল হন। সমাজ মাধ্যমে সেই-সব দৃশ্য দেখা গিয়েছিল বেশ। খুদে-দের অনেকেই এবছর প্রথম ভাইফোঁটা দিয়েছে। তাঁর মধ্যে কোয়েল কন্যা কাব্যা এবং কবীরের ভাইফোঁটা নিয়ে নানা আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।

Advertisment

তবে, গতকাল আরও দুই পুঁচকে ভাইবোনের মিষ্টি কীর্তি প্রকাশ্যে এসেছে। তাঁরা হলে, ইউভান এবং ইয়ালিনি। শুভশ্রী এবং রাজ-পুত্র ইউভানের কাণ্ডে না হেসে উপায় নেই। ইয়ালিনির এবছর প্রথম ভাইফোঁটা ছিল। আর গতকাল মায়ের কোলে বসেই দাদাকে প্রথমবারের মত ফোঁটা দেয় সে। আর সেই ভিডিও দেখেদ নেটিজেনদের আনন্দের শেষ নেই। দুই ভাই-বোনের হাসি যেন থামছে না। 

প্রখ্যাত সঙ্গীত পরিচালকের জীবনাবসান, রেখে গেলেন সুরের স্মৃতি

ইয়ালিনির পরনে ছোট্ট ঘাগরা চোলি। আর দাদা ইউভান সাদা রঙের একটা জামা। মায়ের নির্দেশ-মতই ইয়ালিনি দাদা-কে চন্দন এবং দইয়ের ফোঁটা দেয়। এবং ছোট্ট ছোট্ট হাতে আগুনের তাপ দিয়েই দাদাকে সারাজীবন আগলে রাখার এবং সুরক্ষিত রাখার আশ্বাস দেয় সে। যদিও এসব এখনও তাঁর কাছে পুরোটাই অজানা। কিন্তু দাদা-বোনের সম্পর্ক যে অটুট, সেকথাই যেন আবার করে প্রমাণ হল।

Advertisment

Bhai Phonta-Prosenjit Chatterjee: 'ওর খবর আমি কী করে দেব?' ভাইফোঁটায় দাদা প্রসেনজিৎ-কে নিয়ে কেন একথা বললেন পল্লবী?

এদিকে, ইউভান? সে যা করল- হেসে উঠল পরিবারের সবাই। তাঁর কারণ, মা শুভশ্রী যেই তাঁকে একথা বললেন, ইউভান পা দাও, বোন প্রণাম করবে। সে পা বাড়িয়ে বোনের কোলে তুলে দেওয়ার জোগাড়। এবং সেই দৃশ্য দেখে হাসতে বাকি নেই আর কারওর। যদিও এরপর ইয়ালিনির প্রণাম করা দেখে বাহ বাহ করেছেন বেশিরভাগ। কিন্তু, আসল প্রশংসা ছিনিয়ে নিয়েছেন মা শুভশ্রী নিজেই। 

তিনি তাঁর সন্তানদের যে ভাল শিক্ষা দিচ্ছেন, সেকথাই বারবার বলেছেন নেটপাড়ার সদস্যরা। তাঁরা এও বলেছেন, এমনভাবে ছোট বয়স থেকেই ভাল শিক্ষা দিতে খুব কম মানুষকে দেখা যায়, কিন্তু নায়িকা শুভশ্রী সেই ভুল করেননি। বরং, তিনি ছোট থেকেই পরিবারের সদস্যদের, পরিবারের অর্থ কী সেটাই শেখাচ্ছেন। 

Yuvaan Raj-Subhashree Subhashree Ganguly