Bonny-Koushani Kali Puja: কৌশানী মাকে সোনার হার দিয়েছে আর আমি প্রার্থনা করব দর্শক যেন আমার ছবি ভালবাসে: বনি

Bonny Sengupta-Koushani Mukherjee: কৌশানীর বাড়ির পুজোয় কোন দায়িত্ব সামলাবেন? উইন্ডোজের সঙ্গে কাজের সুযোগ পাওয়ার পর মা কালীর কাছে কী চাইবেন? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে কথা বললেন বনি সেনগুপ্ত।

Bonny Sengupta-Koushani Mukherjee: কৌশানীর বাড়ির পুজোয় কোন দায়িত্ব সামলাবেন? উইন্ডোজের সঙ্গে কাজের সুযোগ পাওয়ার পর মা কালীর কাছে কী চাইবেন? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে কথা বললেন বনি সেনগুপ্ত।

author-image
Kasturi Kundu
New Update
cats

কৌশানীর বাড়ির পুজোটা আমরা দুজনে দায়িত্ব নিয়ে করি: বনি

Kali Puja 2025: টলিউডের পাওয়ার কাপল হিসেবেই পরিচিত বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। অন স্ক্রিন টু অফ স্ক্রিন এই জুটির রোম্যান্সে বুঁদ ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় মাখমাখ প্রেমের লাভিডাভি মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন 'লাভবার্ডস' বনি-কৌশানী। এই মুহূর্তে দুজনেই কালী পুজোর উদ্ভোধনে ব্যস্ত। বনি তো আবার শহরের বাইরে। সেই সঙ্গে কাঁধে রয়েছে প্রিয়তমার বাড়ির কালীপুজোর বিরাট দায়িত্ব। যদিও সেটা তাঁর কাছে নতুন নয়, তবে এই বছর মায়ের কাছে একটি বিশেষ প্রার্থনা করবেন অভিনেতা বনি সেনগুপ্ত। কারণ এই বছর তাঁর কেরিয়ারে নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। উইন্ডোজ প্রোডাকশনের ছত্রছায়ায় আসার সুযোগ পেয়েছেন বনি। সৌজন্যে 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। 

Advertisment

এই মুহূর্তে শিলিগুড়িতে রয়েছেন বনি। সেখান থেকেই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে কথা বললেন অভিনেতা। কৌশানীর বাড়ির পুজোয় কোন দায়িত্ব সামলাবেন, পরস্পরকে কী উপহার দেবেন আরও কত কী। বনি বলেন, 'কৌশানীর বাড়ির পুজোটা আমরা দুজনে দায়িত্ব নিয়ে করি। আঙ্কেল, আমার মা সকলে মিলেমিশে প্রত্যেকবার পুজোটা করা হয়। আমাদের আত্মীয়স্বজন, কাছের বন্ধুবান্ধবরা আসে। শেষ মুহূর্তের প্রস্তুতি এখন একেবারে তুঙ্গে। তার মধ্যে পুজোর উদ্ভোধন, ইভেন্টও আছে। সব ব্যস্ততার মাঝেও আমাদের দুজনের কাছে মা কালীর পুজো ফার্স্ট প্রায়োরিটি।'

আরও পড়ুন 'অন স্ক্রিনে বনির সঙ্গে বহুবার বিয়ে হয়েছে', ইসকনের উল্টোরথে 'মালাবদল' করে প্রতিক্রিয়া কৌশানীর

Advertisment

বনির বাড়ির লক্ষ্মী পুজোয় নিজের হাতে ভোগ রেঁধেছেন কৌশানী। কালীপুজোয় উলোটপুরণের সম্ভবনা রয়েছে? মজার ছলে বনির জবাব, 'রান্না আমি একেবারেই পারি না তাই ওই দায়িত্বটা নেব না। আমি সবসময় অতিথি আপ্যায়নের বিষয়টা দেখভাল করি। ওই জিনিসটা আমার নিজেরও খুব ভাল লাগে।  কৌশানীও আমাকে এই দায়িত্বটা দিয়ে নিশ্চিন্তে থাকে।' দুর্গাপুজোর মতো ধনতেরস-কালী পুজোতেও পরস্পরকে উপহার দেওয়া বাধ্যতামূলক। এই মুহূর্তে বনি শহরের বাইরে ফিরে এসেই পুজোর ব্যস্ততা শুরু হয়ে যাবে। তাই সব মিটে গেলে একেবারে সুদে-আসলে একে অপরের থেকে কালী পুজো-ধনতেরসের উপহার নিয়ে নেবেন। মজা করে এমনটাই জানিয়েছেন বনি। 

আরও পড়ুন 'শুভলগ্নে লক্ষ্মী-গণেশের গৃহপ্রবেশ, তিনদিন নিরামিষ আর...", ধনতেরসের প্রথম অভিজ্ঞতা ভাগ পায়েলের

উইন্ডোজের সঙ্গে কাজের সুযোগে কেরিয়ারে এসেছে নতুন মোড়। 'বহুরূপী' থেকে 'কিলবিল সোসাইটি', দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। মায়ের পুজোয় এবার কৌশানীর বিশেষ কোনও উদ্যোগ? বনি জানান, 'কৌশানী এবার মাকে সোনার হার বানিয়ে দিয়েছে।' অন্যদিকে ডিসেম্বরে মুক্তি পাচ্ছে উইন্ডোজের নতুন ছবি 'ভানুপ্রিয়া ভোতের হোটেল'। এই ছবির হাত ধরে কেরিয়ারে বিগ ব্রেক পেয়েছেন বনি-ও। 

আরও পড়ুন ইন্দ্রপুরী স্টুডিওর জাগ্রত মা কালীর কাছে প্রার্থনা করতেই মায়ের জন্য ফ্ল্যাট নিতে পেরেছি: সায়ক

মায়ের কাছে প্রার্থনা, 'মন থেকে চাইব দর্শক যেন আমার ছবিকে ভালবাসে। একসঙ্গে অনেক ছবি মুক্তি পাবে। তার মাঝে যেন আমি দর্শকের ভালবাসা পাই। আসা করি দর্শক বুঝবে অন্য ধরনের চরিত্রতেও আমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছি।' আরও বলেন, 'এখনও পর্যন্ত যাঁরা আমার এই ছবির কাজ দেখেছেন তাঁরা খুব প্রশংসা করেছেন। মিমি দি ডাবিংয়ের পর আমাকে ফোন করেছিল। বাকি তো দর্শকের রায়ে আমার ভাগ্যবিচার হবে। তাই মায়ের কাছে চাইব আমাদের ছবি যেন অনেক শো পায়, দর্শক দেখার সুযোগ পায়।'

Koushani Mukherjee Bonny Sengupta