Taniska Tiwari Bollywood: 'সিনেমার শুটিংয়ের মাঝে কুসুম-র প্রস্তাব আসে', তানিষ্কার বলিউড জার্নির অজানা কাহিনি শোনালেন মা

Bengali Actress Taniska Tiwari: 'কুসুম' -এ কাজের আগেই নৈনিতালে ডেবিউ মুভি 'তুম অউর ম্যায়'-র সিংহভাগ শুটিং করে ফেলেছিল তানিষ্কা। পাহাড়ে যখন শুটিংয়ে ব্যস্ত সেই সময় আসে মেগার প্রস্তাব। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে এই জার্নি নিয়ে কথা বললেন তানিষ্কার মা।

Bengali Actress Taniska Tiwari: 'কুসুম' -এ কাজের আগেই নৈনিতালে ডেবিউ মুভি 'তুম অউর ম্যায়'-র সিংহভাগ শুটিং করে ফেলেছিল তানিষ্কা। পাহাড়ে যখন শুটিংয়ে ব্যস্ত সেই সময় আসে মেগার প্রস্তাব। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে এই জার্নি নিয়ে কথা বললেন তানিষ্কার মা।

author-image
Kasturi Kundu
New Update
cats

তানিষ্কার বলিউড জার্নি

Kusum actress Taniska Tiwari Bollywood Debut: এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কুসুম। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে তানিষ্কা তিওয়ারি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তানিষ্কা নিজেই বলিউডে অভিষেকের কথা জানিয়েছে। কিন্তু, জানেন কি কুসুমে কাজের আগেই নৈনিতালে ডেবিউ মুভি 'তুম অউর ম্যায়'-র সিংহভাগ শুটিং করে ফেলেছিল তানিষ্কা। পাহাড়ে যখন শুটিংয়ে ব্যস্ত সেই সময় আসে কুসুমের প্রস্তাব। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে এই জার্নি নিয়ে কথা বললেন তানিষ্কার মা। 

Advertisment

তিনি বলেন, 'কুসুম-এ প্রস্তাব পাওয়ার আগেই এই ছবির শুট নৈনিতালে হয়ে গিয়েছিল। কিছুটা অংশ বাকি ছিল সেটা গত সেপ্টেম্বরে শুট হয়ে গিয়েছে। বাংলা সিরিয়ালে তো অনেকদিন ধরেই কাজ করছে। শিশুশিল্পী হিসেবে কাজ করতে করতেই কুসুমে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগটা এল। তার আগেই সিনেমার পরিচালক প্রেম মোদিজির তরফে আমি ফোন পাই। তানিষ্কাকে অডিশনের জন্য ডাকা হয়। ধাপে ধাপে বেশ কয়েকবার অডিশন দিতে হয়েছে। এরপর উনি যখন মুম্বই থেকে কলকাতা এলেন তখন আমাদের সঙ্গে দেখা করে পুরো বিষয়টা নিয়ে কথা বলেন। তখনও জানতাম না তানিষ্কা এই ছবিতে কাজ করবে।'

Advertisment

আরও বলেন, 'ওকে কেন্দ্র করেই এই সিনেমাটা। কথাবার্তা হওয়ার পর ওয়ার্কশপের জন্য মোদিজি বললেন। তখন তানিষ্কা সাহিত্যের সেরা সময়-এ কাজ করছিল। তার মাঝেই ওয়ার্কশপ করে এবং সিলেক্ট হয়। ফেব্রুয়ারিতে নৈনিতালে শুটিং হয়। আর ঠিক সেই সময় কুসুমের জন্য আমার কাছে ফোন আসে। কলকাতায় ফিরে কথাবার্তা হয়। ওর প্রথম বলিউড মুভি মুক্তি পাবে পরের বছর ফেব্রুয়ারি বা মার্চে।' আজকের শিশুশিল্পীরা পড়াশোনা আর অভিনয় একসঙ্গে সামলাচ্ছে। এই প্রসঙ্গে কী বলছেন তানিষ্কার মা?

তাঁর কথায়, 'আমি আজকালকার বাচ্চাদের মধ্যে একটা জিনিস খেয়াল করেছি ওরা ভীষণ ট্যালেন্টেড। অনুমেঘার মতো অনেক শিশুশিল্পী আছে যারা স্ক্রিপ্ট পরে মুখস্থ বলতে পারে। তানিষ্কারও মুখস্থ বিদ্যাটা খুব ভাল। এখন কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য একদমই সময় পায় না। তবুও পড়াশোনায় কিন্তু কোনও খামতি হতে দেয় না। রাত জেগে পরে পরীক্ষা দেয়। তারপর ওখান থেকেই শুটিংয়ে চলে যায়। এগুলো অভ্যেস হয়ে গিয়েছে।' 

আরও পড়ুন 'শুভলগ্নে লক্ষ্মী-গণেশের গৃহপ্রবেশ, তিনদিন নিরামিষ আর...", ধনতেরসের প্রথম অভিজ্ঞতা ভাগ পায়েলের

তানিষ্কার স্বপ্ন নিয়ে মা বলেন, 'বাবা-মা হিসেবে কখনও আমাদের ইচ্ছে ওর উপর চাপিয়ে দিইনি। ডান্স বাংলা ডান্সে গিয়েছিল। ছোট থেকেই নাচ ভালবাসে, অভিনয়েরও একটা স্বপ্ন ছিল। ও যেটা পছন্দ করে আমরা সেটাতেই উৎসাহ দিই। আর মজার বিষয়, তানিষ্কা ছোট থেকেই বলত ও হিরোইন হবে। অভিনয়টা ভালবেসে করে বলেই সবদিক ম্যানেজ করতে পারে।' 

মেয়ের জনপ্রিয়তায় আবেগতাড়িত হয়ে বলেন, 'কুসুম-কে দর্শক এত ভালবাসবে সত্যিই বুঝতে পারিনি। এখন তো আমাকে আর কেউ তানিষ্কার মা বলে না, সবাই বলে কুসুমের মা। আমরা যেখানে থাকি সেখানে অনেক মানুষ আছেন যারা ঘড়ির কাঁটার সময় ধরে কুসুম দেখেন, এমনকী রিপিট টেলিকাস্টও। এই ফিডব্যাকগুলো পেতে সত্যিই ভাল লাগে। স্কুলের প্রিন্সিপ্যালও কুসুম দেখেন। এত অল্প বয়সে সকলের ভালবাসা, আশীর্বাদ পাচ্ছে সেটা আমাদের সৌভাগ্য। সকলে ওর জন্য গর্বিত।'

তানিষ্কার মায়ের সংযোজন, 'কুসুমের মা শুনলে খুব আবেগপ্রবণ হয়ে যাই। বুঝতে পারি কুসুম চরিত্রটা সকলের মনে দাগ কেটেছে। পরিচিত অনেকে বলেন, ওকে যখন দেখি কাঁদছে আমাদেরও চোখে জল এসে যায়। মা হিসেবে এগুলো শুনলে একটু তো গর্ববোধ হয়-ই।' এত অল্প বয়স থেকেই গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত। এদিকে দুচোখে স্বপ্ন অভিনেত্রী হবে। প্রাপ্তবয়স্ক হলে ইন্ডাস্ট্রি নিয়ে চিন্তিত থাকবেন তানিষ্কার মা?  

আরও পড়ুন কৌশানী মাকে সোনার হার দিয়েছে আর আমি প্রার্থনা করব দর্শক যেন আমার ছবি ভালবাসে: বনি


 তাঁর যুক্তি, 'তৃতীয় শ্রেনি থেকে দশম শ্রেনি পর্যন্ত ইন্ডাস্ট্রিতেই কেটে গেল। এত ছোট বয়স থেকে কাজ করছে যে এই জায়গাটা পরিবারের মতো হয়ে গিয়েছে। অনেক সময় আমি যেতে  পারতাম না। তখন ওরাই ফোন করে বলত তোমার মেয়ে কিন্তু পেঁপে সিদ্ধ, উচ্ছে ভাতে খাচ্ছে না। সিনেমার শুটিংয়ের সময় হরিদ্বারের সিডিউলে ছিলাম না। তবে ২০ দিন যেটা শুটিং হয়েছিল তখন ছিলাম। তবে ভাল-খারাপ সেটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে বলে আমি বিশ্বাসী।'

মেয়েকে সঠিক পথে রাখতে কী করেন তানিষ্কার মা? 'আমি সবসময় চেষ্টা করি ওর মধ্যে সকলের ভাল দিকগুলো তুলে ধরতে। রানি রাসমণি-তে কাজ করেছিল। দিতিপ্রিয়ার উদাহরণ দিয়ে বোঝাই কাজ আর পড়াশোনা কী ভাবে একসঙ্গে সামলে আজ পিএইচডি করছে। পল্লবী দি (পল্লবী শর্মা) ছোট থেকে মা-বাবাকে হারিয়ে কত লড়াই করে বড় হয়েছে।' 

আরও পড়ুন বিয়ের নামে প্রহসন! ছাদনাতলায় বর বদল, কোন দিকে মোড় নেবে 'কুসুম'-এর জীবন?

আরও যোগ করেন, ' এখনও পর্যন্ত তানিষ্কার মধ্যে শিশুসুলভ মনোভাবটা আছে। খেতে খুব ভালবাসে। কাজের পর বা সকালে ঘুম থেকে উঠেই আগে বলে মা কী খাব। এখনও পর্যন্ত কোনও টেনশন কাজ করে না। আউটডোরে সবসময় আমি আর ওর বাবা যাই। তাছাড়া যখন যেখানে যায় আমি সঙ্গে থাকি।' 

Taniska Tiwari