Pooja Bedi: পকেট মানি মাত্র সাত টাকা-সামান্য সস নষ্টের জন্য মায়ের বকুনি, জীবনের চরম কষ্টের কাহিনি ভাগ পূজা বেদির

Pooja Bedi Childhood: বোর্ডিং স্কুলে পড়াশোনার সময় পকেট মানি ছিল মাত্র সাত টাকা। সামান্য সস নষ্টের জন্য মায়ের কাছে বকুনি খেতেন। জীবনের অজানা গল্প ভাগ করলেন আমিরের সহ অভিনেত্রী পূজা বেদি।

Pooja Bedi Childhood: বোর্ডিং স্কুলে পড়াশোনার সময় পকেট মানি ছিল মাত্র সাত টাকা। সামান্য সস নষ্টের জন্য মায়ের কাছে বকুনি খেতেন। জীবনের অজানা গল্প ভাগ করলেন আমিরের সহ অভিনেত্রী পূজা বেদি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

পূজার জীবনের অজানা গল্প

Pooja Bedi Pocket Money: পূজা বেদি, একটা সময় হিন্দি চলচ্চিত্র জগৎ-এর অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। সম্প্রতি সিদ্ধার্থ কন্ননের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগতজীবন, প্রয়াত মাকে নিয়ে অনেক অজানা কথা গল্প সকলের সঙ্গে ভাগ করে নেন। তাঁর মা ছিলেন ওডিসি নৃত্যশিল্পী ও খ্যাতনামী একজন মডেল। প্রতিমা বেদি ছিলেন অভিনেতা কাবির বেদির স্ত্রী। একটা সময় তাঁর মা আর্থিকভাবে সমস্যায় ভুগলেও, কখনওই সন্তানদের প্রয়োজনীয় জিনিসের অভাব হতে দেননি।

Advertisment

সিদ্ধার্থ কন্ননের সঙ্গে কথপকথোনের সময় পূজা বলেন, 'আমি মাকে জীবনের প্রতিটি রূপে, প্রতিটি অবতারে দেখেছি। তাঁকে ভেঙে পড়তে দেখেছি, অর্থের জন্য সংগ্রাম করতে দেখেছি। সস নষ্ট করার জন্য আমাদের ওপর চিৎকার করতেন কারণ সেটাও তখন খুব দামী জিনিস ছিল। কৈশোর পেরিয়েও আমাদের বাড়িতে টেলিভিশন দেখতে পাইনি। মা টাকার ব্যাপারে খুব সচেতন ছিলেন কিন্তু আমাদের যা প্রয়োজন সেখানে কোনও কার্পণ্য করেননি।'

আরও পড়ুন 'হাসিখুশি থেকো আর সবসময় খুঁজে...', মালইকার উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ পোস্ট অর্জুনের!

Advertisment

অর্থের প্রতি মায়ের মূল্যবোধের স্মৃতিচারণ করে পূজা বলেন, 'মা অবিশ্বাস্য একজন মানুষ ছিলেন। সবদিকেই লার্জার দ্যান লাইফ। আমার মনে আছে একবার কোনও এক অনুষ্ঠানে মা নগদ টাকা পেয়েছিলেন, ৫০ বা ১০০ টাকার নোট। এতটাই খুশি হয়েছিলেন যে সব নোট বিছানায় ছড়িয়ে দিয়ে খেলতে শুরু করেন। আমরা তখন অনেকটাই ছোট। আমি বলেছিলাম মামা গট মানি। তখন তিনি টাকাগুলো হাওয়ায় ছুড়ে দিয়ে বলছিলেন টাকা টাকা টাকা। কত মিষ্টি একটা মুহূর্ত ছিল।'

পূজা আরও বলেন, 'যদিও আমি অভিনেতা কবীর বেদি আর সফল নৃত্যশিল্পী প্রতিমা বেদির মেয়ে তবুও ১৭ বছর বয়সেই উপার্জন শুরু করেছিলাম। আমি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছিলাম কিন্তু বলিউডে কাজ করতে ভারতে ফিরে আসি। আমি যখন মা-বাবাকে বললাম যে আমি বলিউডে যোগ দিতে চাই ওঁরা তো পুরো হতবাক। বিশ্বাসই করতে পারছিলেন না যে আমি এমন সিদ্ধান্ত নিচ্ছি।'

আরও পড়ুন সিনেমার শুটিংয়ের মাঝেই বোনকে নিয়ে হাসপাতালে, জীবনের কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ শাহরুখের

তিনি যোগ করেন, 'আমি তখন একটি ছবিতে সই করে ভারতে ফিরে এসেছি। সেই সময় মা বাইরে ছিলেন আর আমি বাড়িতে পুরো একা। সবটাই সামলাতে হতো, বিল দিতে হতো। আমি ভীষণ ভয় পেতাম। তখন আমার বয়স মাত্র ১৭। আমার একটি পোষ্য ছিল, নিজের খরচ চালানোর জন্য টাকার প্রয়োজন ছিল। যে প্রজেক্টে প্রস্তাব পেয়েছি সেটি গ্রহণ করেছি।' 

এই প্রসঙ্গে পূজা বলেন, 'জো জিতা ওয়হি সিকন্দর-এ যেমন কাজ করেছি তেমন বিজ্ঞাপনও করেছি। মায়ের সঙ্গে ট্রেনে সেকেন্ড ক্লাসে ভ্রমণ থেকে গ্রামের বাড়ির মাটিতে বসে খেয়েছি। বোর্ডিং স্কুলে আমরা সপ্তাহে ৭ টাকা করে পকেট মানি পেতাম। রুপোর চামচ মুখে নিয়ে জন্মাইনি। কষ্ট করে নিজেরে জায়গা তৈরি করেছি যাকে বলে  'সেলফ-মেড'।' 

আরও পড়ুন রামচরণ-উপসানার জীবনে জোড়া সুখ, যমজ সন্তানের বাবা-মা হচ্ছেন তারকা দম্পতি

Pooja Bedi