Advertisment
Presenting Partner
Desktop GIF

গল্পের নতুন ট্র্যাকে বাড়ল টিআরপি! সেরা পাঁচে 'কৃষ্ণকলি', 'কে আপন কে পর'

TRP: এই সপ্তাহেও টিআরপি তালিকার শীর্ষে রয়েছে করুণাময়ী রাণী রাসমণি। ১৫+ আরবান সেরা দশ তালিকায় কোন কোন ধারাবাহিক-- এক নজরে।

author-image
IE Bangla Web Desk
New Update
Zee Bangla Krishnakoli Star Jalsha Ke Apon Ke por TRP growth continues

'কৃষ্ণকলি'-তে শুরু হয়েছে গল্পের নতুন ট্র্যাক। (বাঁদিক থেকে কুশল চক্রবর্তী, তিয়াসা রায় ও মধুমিতা চক্রবর্তী)

'করুণাময়ী রাণী রাসমণি' এই মুহূর্তে অপ্রতিরোধ্য যদি ভিউয়ারশিপ বিচার করা যায়। তাই এই সপ্তাহের ১৫+ আরবান টিআরপি ফলাফলেও সেরা দশের সর্বোচ স্থানে রয়েছে এই ধারাবাহিকটিই ১০.৮ রেটিং নিয়ে। তবে যেটা সবচেয়ে উল্লেখযোগ্য তা হল 'কৃষ্ণকলি'-র রেটিংয়ের উল্লেখযোগ্য বৃদ্ধি।

Advertisment

সম্প্রতি ধারাবাহিকে অপ্রত্যাশিত একটি টুইস্ট এসেছে। শ্যামার ২.০ অথবা রিলোডেড ভার্সন সোশাল মিডিয়াতে অত্যন্ত ট্রেন্ডিংও হয়ে উঠেছে। তার প্রভাব তো পড়বেই টিআরপি-তে। তাই এই সপ্তাহে ধারাবাহিকটি রয়েছে তৃতীয় স্থানে ৮.৬ রেটিং নিয়ে। তবে দ্বিতীয় স্থানে রয়েছে 'শ্রীময়ী' (৮.৯)।

আরও পড়ুন: ‘শ্রীময়ী’-র জীবনে আসছে বিশেষ কোনও মানুষ

'শ্রীময়ী' ধারাবাহিকের গল্পও এখন যেখানে রয়েছে, আগামী কয়েক সপ্তাহে রেটিং আরও বাড়তে পারে। ধারাবাহিকের সাম্প্রতিক প্রোমো বলছে, ধারাবাহিকে নতুন কোনও চরিত্র আসতে চলেছে, যে হতে পারে 'শ্রীময়ী'-র রোমান্টিক ইন্টারেস্ট। আবার পিতৃতুল্য কোনও চরিত্রও হতে পারে যে শ্রীময়ীর ভবিষ্যত জীবনে তার মেন্টর হয়ে উঠবে। যাই হোক. দর্শকের আগ্রহটা তুঙ্গে।

অন্যদিকে স্টার জলসা-র ধারাবাহিক 'কে আপন কে পর' আবারও প্রমাণ করল যে শেষ দিন পর্যন্ত সেরা দশ তালিকায় থেকে যাবে এই ধারাবাহিক। 'আলোছায়া'-র সঙ্গে যুগ্মভাবে এই সপ্তাহে ধারাবাহিকটি রয়েছে চতুর্থ স্থানে আর পঞ্চম স্থানে রয়েছে 'ফিরকি' (৭.৮)। সম্প্রচারের প্রথম মাসেই সেরা পাঁচে জায়গা করে নেওয়া অত্যন্ত কৃতিত্বের। ফিরকি সেই কঠিন কাজটি করে ফেলেছে। তাই ভবিষ্যতে সর্বোচ্চ স্থানে পৌঁছনোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

আরও পড়ুন: আসছে ‘দুই’ ‘কাদম্বিনী’! দুই চ্যানেলে একই ‘নামের’ দুই ধারাবাহিক

নীচে রইল এই সপ্তাহের টিআরপি সেরা দশ তালিকার বাকি ধারাবাহিক ও তার রেটিং--

ষষ্ঠ-- নকশিকাঁথা (৭.৪)
সপ্তম-- মোহর (৭.২)
অষ্টম-- ত্রিনয়নী (৬.৭)
নবম-- বাঘ বন্দি খেলা (৬.২)
দশম-- মহাপীঠ তারাপীঠ (৬.১)

বিগত দু-তিন মাস ধরেই স্টার জলসা-র জিআরপি অত্যন্ত ভাল অবস্থায় রয়েছে। এই সপ্তাহের স্টার জলসার জিআরপি হল ৫৪৪ ও জি বাংলার জিআরপি ৬৮৯। স্টার জলসা-র যে পাঁচটি ধারাবাহিক বিগত দু-তিন মাস ধরেই সেরা পাঁচে থাকছে, এই সপ্তাহেও তারাই রয়েছে চ্যানেলের সেরা পাঁচ তালিকায়--

প্রথম-- শ্রীময়ী (৮.৯)
দ্বিতীয়-- কে আপন কে পর (৮.১)
তৃতীয়-- মোহর (৭.২)
চতুর্থ-- মহাপীঠ তারাপীঠ (৬.১)
পঞ্চম-- সাঁঝের বাতি (৫.৪)

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bengali Serial Bengali Television TRP
Advertisment