'করুণাময়ী রাণী রাসমণি' এই সপ্তাহেও রয়েছে ১৫+ আরবান টিআরপি তালিকার শীর্ষে। এই সপ্তাহেও তৃতীয় স্থানে রয়েছে 'কে আপন কে পর' (৮.১)। সামগ্রিকভাবেই গত সপ্তাহে ভিউয়ারশিপ ভাল ছিল জনপ্রিয় সব ধারাবাহিকেরই। তাই চলতি সপ্তাহের রেটিং তালিকায় মোট সাতটি ধারাবাহিক রয়েছে সেরা পাঁচে।
দ্বিতীয় স্থানে প্রায় পাকাপাকি জায়গা করে নিয়েছে স্টার জলসা-র ধারাবাহিক 'শ্রীময়ী' (৮.৯)। তবে আবারও যে ধারাবাহিকটি চর্চার কেন্দ্রবিন্দুতে, তা হল কে আপন কে পর। গত সপ্তাহের রেটিংয়েও এই ধারাবাহিকটি ছিল তৃতীয় স্থানে। এই সপ্তাহেও সেই স্থানটি দখলে রেখেছে বর্তমানে বাংলা টেলিভিশনের এই দীর্ঘতম ধারাবাহিকটি।
আরও পড়ুন: ৬০ বছর পার! খোঁজ মিলল কিশোর কুমারের নিষিদ্ধ হিন্দি ছবির
প্রায় ৪ বছর ধরে সেরা দশে এভাবে টিকে থাকাটা অত্যন্ত কঠিন। এই সপ্তাহে ধারাবাহিকের রেটিং ৮.১। এই সপ্তাহের সেরা পাঁচের চতুর্থ ও পঞ্চম স্থানে জোড়ায় জোড়ায় রয়েছে মোট চারটি ধারাবাহিক। 'আলোছায়া' ও 'কৃষ্ণকলি' রয়েছে চতুর্থ স্থানে ৭.৬ রেটিং নিয়ে। অন্যদিকে 'বকুলকথা' ও 'নকশিকাঁথা' রয়েছে পঞ্চম স্থানে ৬.৮ রেটিং নিয়ে। এই সপ্তাহেই 'বকুলকথা'-র শেষ রেটিং পাওয়া গেল।
৩ ফেব্রুয়ারি থেকে ওই স্লটে শুরু হয়েছে জি বাংলা-র নতুন ধারাবাহিক, 'ফিরকি'। এই ধারাবাহিকটি নিয়ে দর্শকের মধ্যে বেশ উৎসাহ রয়েছে। দেখা যাক, প্রথম সপ্তাহে কেমন রেটিং থাকে এই ধারাবাহিকের। নীচে রইল এই সপ্তাহের সেরা দশের বাকি ধারাবাহিক ও তার রেটিং--
ষষ্ঠ-- 'ত্রিনয়নী' (৬.৫)
সপ্তম-- 'মহাপীঠ তারাপীঠ' (৬.৩)
অষ্টম-- 'মোহর' ও 'বাঘ বন্দি খেলা' (৬.২)
নবম-- 'নেতাজি' (৫.৮)
দশম-- 'সাঁঝের বাতি' (৫.৬)
আরও পড়ুন, অভিযাত্রিক টিজার: কাজলকে নিয়ে অনেক দূরের যাত্রায় অপু
'বাঘ বন্দি খেলা' এবং 'মোহর'-- এই দুটি ধারাবাহিকই সেরা দশে টিকে থাকবে অনেক সপ্তাহ। 'কপালকুণ্ডলা' বেশ আশা জাগিয়ে শুরু হলেও রেটিং আশানুরূপ নয়। 'দেবী চৌধুরাণী' দীর্ঘ সময় ধরে ৮-এর উপর রেটিং ধরে রেখেছিল। তবে রাতের স্লটে যখন সামগ্রিকভাবে ভিউয়ারশিপ অনেকটাই কমে যায়, সেই জায়গায় দাঁড়িয়েও ভাল রেটিং রেখে চলেছে 'চুনি পান্না' এবং 'সৌদামিনীর সংসার'। একঘেয়ে সোশাল ড্রামাগুলির মধ্যে এই দুটি ধারাবাহিক অনেকটা রিলিফ দর্শকের কাছে। প্রথম সপ্তাহে 'ধ্রুবতারা'-র রেটিংও ভাল-- ৪.৬।