Zubeen Garg Last Poscast: আমি যদি অসমে মারা যাই...', কিংবদন্তি জুবিনের মৃত্যুর পর প্রকাশ্যে গায়কের ভবিষ্যদ্বাণী

Zubeen Garg Death: গর্গের একটি অদেখা সাক্ষাৎকার প্রকাশ্যে আনলেন ঔপন্যাসিক রীতা চৌধুরী। ভবিষ্যদ্বাণী করে বলেছিলেন 'আমি যদি অসমে মারা যাই তাহলে অসম ৭ দিন বন্ধ থাকবে।'

Zubeen Garg Death: গর্গের একটি অদেখা সাক্ষাৎকার প্রকাশ্যে আনলেন ঔপন্যাসিক রীতা চৌধুরী। ভবিষ্যদ্বাণী করে বলেছিলেন 'আমি যদি অসমে মারা যাই তাহলে অসম ৭ দিন বন্ধ থাকবে।'

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

শেষ পডকাস্ট

Zubeen Garg Future Prediction: জনপ্রিয় অহমিয়া গায়ক জুবিন গর্গ ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নর্থ ইস্ট মিউজিক ফেস্টিভ্যালে তাঁর নির্ধারিত পারফরম্যান্সের একদিন আগেই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ কাশ্মীর টু কন্যাকুমারী। তাঁর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। জুবিনের অকাল প্রয়াণের সঠিক তদন্তের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে তৈরি হয়েছে SIT। ঘটনার তদন্ত করছে সিআইডি (CID)। তবে জুবিন যে লাইফ জ্যাকেট ছাড়া ইয়ট থেকে ঝাঁপ দিয়েছিলেন সেই খবর নিশ্চিত করেছেন অসমের মুখ্যমন্ত্রী। জুবিনের মৃত্যুতে বিশ্বের নানা প্রান্তে ভক্তরা গভীর স্তব্ধতায় আচ্ছন্ন। 

Advertisment

এই দুর্ভাগ্যজনক ঘটনার কয়েক দিন পরই ঔপন্যাসিক রীতা চৌধুরী জুবিন গর্গের একটি অদেখা সাক্ষাৎকার প্রকাশ করেন। সেখানে তিনি শুধু ব্যক্তিগত জীবনের কয়েকটি চমকপ্রদ তথ্যই জানাননি বরং ভবিষ্যদ্বাণীও করেছিলেন। অসম কীভাবে তাঁকে হারানোর শোক পালন করবে সেটা আগেই টের পেয়েছিলেন। তিনি বলেছিলেন, 'একজন রাজা কখনও তার রাজ্য ছেড়ে যেতে পারে না।' সেই সাক্ষাৎকারে গর্গ আরও বলেছিলেন, কেন তিনি মুম্বাই, অর্থাৎ ইন্ডাস্ট্রি ছেড়েছিলেন। 

আরও পড়ুন আপ্তসহায়কের গাফিলতিতেই জুবিনের মৃত্যু! CID-র ডাকে বিস্ফোরক দাবি অভিনেত্রী নিশিতার

Advertisment

তাঁর কথায়, 'আমি ১২ বছর মুম্বইয়ে ছিলাম। শহুরে জীবনে বিরক্ত হয়ে গিয়েছিলাম। সেখানে কোনও রাজা নেই।' অসমে তিনিই সংগীতের রাজা কথার ভাঁজে ছিল সেই ইঙ্গিত। মুম্বই নাকি কিংবদন্তিদের হারানোর শোক পালন করেনি, যেমন লতা মঙ্গেশকর বা রাজেশ খান্নার ক্ষেত্রে হয়নি। জুবিনের বক্তব্য, 'একজন রাজা তার রাজ্য ছেড়ে যেতে পারে না। আমি যদি অসমে মারা যাই তাহলে অসম ৭ দিন বন্ধ থাকবে।'তাঁর এই ভবিষ্যদ্বাণী আংশিক সত্যিই হয়েছে। যদিও তিনি শহরের বাইরে মারা যান। তবে রাজ্যজুড়ে তিন দিনের শোকপালনের মাধ্যমে সম্মান জানানো হয়। 

তাঁর শেষকৃত্যে হাজার হাজার ভক্ত রাস্তায় ভিড় জমায়। ভক্তরা কান্নায় ভেঙে পড়েন। বিশ্বাস করতে পারছিলেন না যে তাঁদের প্রিয় সঙ্গীত-রাজা আর নেই। ওই সাক্ষাৎকারে গর্গ বলেছিলেন, 'ওঁরা আমাকে ডাকে না কারণ তারা ভয় পায় আমি বকাঝকা করব। রোহিত শেঠি আমাকে তাঁর ছবির জন্য গান গাইতে ডাকলেন আর আমি বললাম, না, গানটা পছন্দ হয়নি আমি আসব না। রোহিত অবাক হয়ে বললেন, কী ধরনের মানুষ এ! তখন প্রীতম বললেন, ও এমনই, ও রাজা। ও এভাবেই বাঁচে।' তিনি আরও জোর দিয়ে বলেন, যদি কেউ তাঁর সঙ্গে কাজ করতে চায় তাহলে অসমে আসতে হবে। পূর্ণ রাষ্ট্রীয় সম্মানসহ কামারকুচিতে তাঁর জন্মভূমিতে শেষকৃত্য সম্পন্ন হয়।

আরও পড়ুন জুবিনের মৃত্যুতে সঠিক তদন্তের দাবি, CID-এর কাছে অনলাইনে অভিযোগ দায়ের পরিবারের

Zubeen Garg