Zubeen Garg Death: জুবিন গর্গের মৃত্যু ঘিরে বাড়ছে চাপ, তদন্তে আয়কর ও ইডি, জেরার মুখে আরও কজন?

৫২ বছর বয়সী জনপ্রিয় গায়ক জুবিন গর্গ ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে উত্তর-পূর্ব ভারত উৎসবে অংশ নিতে গিয়েই মারা যান। স্কুবা ডাইভিং-এর মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি এবং পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

৫২ বছর বয়সী জনপ্রিয় গায়ক জুবিন গর্গ ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে উত্তর-পূর্ব ভারত উৎসবে অংশ নিতে গিয়েই মারা যান। স্কুবা ডাইভিং-এর মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি এবং পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Zubeen Garg

বড় মোড় তাঁর মৃত্যু কাণ্ডে...

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সোমবার জানান, প্রয়াত গায়ক জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর ঘটনার সঙ্গে যুক্ত, উত্তর-পূর্ব ভারত উৎসবের আয়োজক শ্যামকানু মহন্তের, আর্থিক লেনদেন খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলির কাছে অনুরোধ করা হয়েছে। আয়কর দফতর (Income Tax Department) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-কে শ্যামকানুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সম্পত্তি সংক্রান্ত নথি যাচাই করতে বলা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

Advertisment

৫২ বছর বয়সী জনপ্রিয় গায়ক জুবিন গর্গ ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে উত্তর-পূর্ব ভারত উৎসবে অংশ নিতে গিয়েই মারা যান। জানা যায়, এক ইয়টে বেড়াতে গিয়ে, স্কুবা ডাইভিং-এর মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি এবং পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনার পর অসমজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

Sreelekha Mitra: 'বিচারহীন রাজ্য কীভাবে সুরক্ষিত?' 'সেফেস্ট সিটি' কলকাতা দাবিতে খোঁচা শ্রীলেখার

Advertisment

পরবর্তীতে অসম পুলিশ শ্যামকানু মহন্তসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে। গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, সঙ্গীতশিল্পী শেখরজ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রব মহন্তকেও গ্রেফতার করা হয়েছে। ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (CID) মামলাটি তদন্ত করছে, যেখানে ভারতীয় দণ্ডবিধির নতুন ধারাগুলির আওতায় হত্যা, অপরাধমূলক ষড়যন্ত্র, অবহেলার কারণে মৃত্যু ইত্যাদি অভিযোগ আনা হয়েছে।

অসম সরকার ইতিমধ্যেই, ইয়ট আউটিং-এর আয়োজক ‘আসাম অ্যাসোসিয়েশন সিঙ্গাপুর’-এর আট সদস্যকে, জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছে। মুখ্যমন্ত্রী জানান, সেই সংগঠনের এক সদস্য রূপকমল কলিতা, সমনের জবাব দিয়েছেন। মঙ্গলবার গুয়াহাটিতে সিআইডির সামনে তিনি হাজির হবেন বলে, আশা করা হচ্ছে। বাকিদের বিরুদ্ধে এখনও তদন্তের চাপ বহাল থাকবে।

Taslima Nasrin-Yash Rohan: চঞ্চল চৌধুরীর পর যশ রোহণ,শিল্পীর ধর্ম নিয়ে ফের বাংলাদেশে বিতর্ক, বিস্ফোরক তসলিমা

হিমন্ত বিশ্বশর্মা আরও বলেন, সিঙ্গাপুর পুলিশ তাদের তদন্তে যা পেয়েছে, তা ভারতকে তাঁরা জানাবেন। তিনি মন্তব্য করেন, “কোনো বিদেশি পুলিশ, অন্য দেশের আইন প্রয়োগকারী সংস্থাকে সরাসরি তদন্ত করতে দেবে না, কারণ তা সার্বভৌমত্বের লঙ্ঘন।” বর্তমানে সিঙ্গাপুর সরকারের কাছে আইনি সহায়তার অনুরোধ বিচারাধীন, এবং মুখ্যমন্ত্রী আশাবাদী যে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স চুক্তির (MLA) অধীনে দুই দেশ একসঙ্গে তথ্য বিনিময় করবে।

বিনোদনের খবর Zubeen Garg Entertainment News Today