/indian-express-bangla/media/media_files/2025/09/20/zubeen-2025-09-20-10-58-05.jpg)
কী জানা যাচ্ছে পরবর্তীতে?
Zubeen Garg Death Latest Update: শুক্রবার সকালে সিঙ্গাপুরে, গায়ক জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর মামলায় বড় অগ্রগতি করেছে আসাম পুলিশ। প্রয়াত শিল্পীর সঙ্গে যুক্ত দুই ব্যক্তিগত নিরাপত্তা কর্মী (পিএসও)- নন্দেশ্বর বোরা এবং পরেশ বৈশ্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মামলায় গ্রেপ্তার মোট সংখ্যা দাঁড়াল সাত জনে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে বিহু উৎসবে হিন্দি গান পরিবেশনের কারণে উলফার হুমকির পর, আসাম সরকার জুবিনকে নিরাপত্তা প্রদান করেছিল। সেই সময় থেকেই এই দুই পিএসও তার সঙ্গে যুক্ত ছিলেন।
বিশেষ তদন্ত দল (SIT) তাদের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক আর্থিক লেনদেনের খোঁজ পাওয়ার পর দু’জনকেই নজরদারিতে রাখে। তদন্তে দেখা যায়, এক পিএসওর অ্যাকাউন্টে প্রায় ৭০ লক্ষ এবং অপরজনের অ্যাকাউন্টে ৪০ লক্ষ জমা রয়েছে- যা তাদের সরকারি বেতনের তুলনায় অনেক বেশি।
Zubeen Garg Death: গ্রেফতার জুবিনের ভাই, দাদার সঙ্গে কেমন সম্পর্ক ছিল তাঁর? বড় তথ্য ফাঁস গায়কের স্ত্রীর
জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, “জুবিন তার জনহিতকর কাজের জন্য নিরাপত্তা রক্ষীদের অর্থ দিয়েছিলেন, কিন্তু আমি তার ব্যক্তিগত আর্থিক লেনদেন সম্পর্কে অবগত ছিলাম না।” SIT প্রধান এম.পি. গুপ্তা জানান, এই দুই পিএসও জুবিনের সঙ্গে সিঙ্গাপুরে যাননি, যেখানে গায়ক ১৯ সেপ্টেম্বর আকস্মিকভাবে মারা যান।
এর আগে পুলিশ উত্তর-পূর্ব ভারত উৎসবের আয়োজক শ্যামকানু মহন্ত, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, সহশিল্পী শেখরজ্যোতি গোস্বামী ও অমৃতপ্রব মহন্ত এবং তার তুতো ভাই, আসাম পুলিশ সার্ভিস অফিসার সন্দীপন গর্গকে গ্রেপ্তার করে। এরা সবাই সিঙ্গাপুরে জুবিনের সঙ্গে ছিলেন এবং সেই নৌকাভ্রমণে উপস্থিত ছিলেন যেখানে তার মৃত্যু ঘটে।
Susan Kendall Newman: সিনে-দুনিয়ায় নক্ষত্রপতন, না ফেরার দেশে কিংবদন্তি অভিনেত্রী
এছাড়া, SIT সিঙ্গাপুরের আসাম অ্যাসোসিয়েশনের সদস্য রূপকমল কলিতাকে জিজ্ঞাসাবাদ করেছে, যিনি ওই নৌকা ভ্রমণের অন্যতম আয়োজক বলে জানা গেছে। তিনি সমন পেয়ে এই সপ্তাহে গুয়াহাটিতে হাজির হন। তদন্তকারীরা সিঙ্গাপুরে বসবাসরত আরও ১০ জন অসমীয় নাগরিককে নতুন করে সমন পাঠিয়েছে।