Zubeen Garg-Bollywood: 'অসমে আমি রাজার মতো থাকি কিন্তু বলিউডে..', মুম্বইয়ের বাড়িঘর ছেড়ে কেন জন্মভূমিতে ফেরেন জুবিন?

Zubeen Garg Bollywood song: মাত্র ৫২ বছর বয়সে জুবিন গর্গ স্কুবা ডাইভিংয়ের সময় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান। ২০০৬ সালের গ্যাংস্টার ছবির ব্লকবাস্টার গান ইয়া আলি-এর মাধ্যমে খ্যাতির শিখরে পৌঁছে যান। তবুও কেন বলিউডের কাজে অনীহা জুবিনের?

Zubeen Garg Bollywood song: মাত্র ৫২ বছর বয়সে জুবিন গর্গ স্কুবা ডাইভিংয়ের সময় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান। ২০০৬ সালের গ্যাংস্টার ছবির ব্লকবাস্টার গান ইয়া আলি-এর মাধ্যমে খ্যাতির শিখরে পৌঁছে যান। তবুও কেন বলিউডের কাজে অনীহা জুবিনের?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

মুম্বই নিয়ে বিস্ফোরক জুবিন

Zubeen Garg: সালটা তখন ১৯৯০, জুবিন গর্গের সংগীত জীবনের জার্নি শুরু। নতুন সুযোগের খোঁজে অসম থেকে মুম্বইয়ে আসেন। ইমরান হাসমি, কঙ্গনা রানাউত অভিনীত সুপারহিট ছবির ব্লকবাস্টার গান 'ইয়া আলি' ছিল জুবিন গর্গের কেরিয়ারের টার্নিং পয়েন্ট। এরপর 'নমস্তে লন্ডন'-এর 'দিলরুবা', 'কৃশ ৩'-এর 'দিল তু হি বতা'-সহ একাধিক জনপ্রিয় গানে জুবিনের কণ্ঠের জাদুতে উদ্বেলিত হয় শ্রোতার হৃদয়। বলিউডে দুর্দান্ত সাফল্য পেলেও বিটাউনকে স্থায়ী ঠিকানা বানাতে চাননি জুবিন। এর নেপথ্যে কী কারণ? এক সাক্ষাৎকারে জুবিন গর্গ বলেছিলেন, মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি ভীষণ দাম্ভিক। আর সেই অ্যাটিটিউডটাই পছন্দ হয়নি ইয়া আলি খ্যাত গায়কের। তাই জুবিন অসমেই ফিরে আসেন। 

Advertisment

POP Pavelopedia-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রয়াত শিল্পী মুম্বই ছাড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে বলেছিলেন, 'মুম্বইয়ে অনেক বেশি অ্যাটিটিউড। আমি ওই বিষয়টাই এড়িয়ে যেতে চেয়েছিলাম। আমি এখানে (অসমে) রাজা হয়ে মরব। মুম্বইয়ে এখনও আমার বাড়ি আছে। কিন্তু ওই শোরগোল আমার পছন্দ নয়। আর ওটাই ওখানে মাত্রাতিরিক্ত।'

আরও পড়ুন জুবিনের কফিনের সামনে চোখে জল চার পোষ্যর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Advertisment

জুবিন তাঁর জীবনের এক কঠিন অধ্যায়ের কথা স্মরণ করেন। অসমের জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম (ULFA)-এর বিরোধিতা করেছিলেন। সেই প্রসঙ্গে জুবিনের সংযোজন, 'আমাকে পুলিশ চড় মেরেছে আমিও মেরেছি। কিন্তু আমি বলেছিলাম, একদিন তোমরা আমার দেহরক্ষী হিসেবে থাকবে। আমি খারাপ সময় দেখেছি,খুব খারাপ সময়। অনেক দিন অসমে ULFA-র মারাত্মক প্রভাব ছিল আর আমি একাই তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইত।'

আরও বলেন, 'তুমি হিন্দি বা বাংলা গান গাইতে পারবে না। আমি প্রত্যুত্তরে বলেছিলাম, তোরা কে? আমি কাউকে পরোয়া করি না। তখন আমাকে গুলি করার হুমকি পর্যন্ত দিয়েছিল। আমিও নিজের জায়গায় অনড়। জবাব দিয়েছিলাম, ঠিক আছে, আমাকে গুলি করো আমিও পালটা গুলি চালাব। আমি এখনও বিন্দুমাত্র বদলাইনি। আর এখন ওঁরাই আমাকে ভাই বলে সম্বোধন করেন। আমি এখানে মাফিয়ার মতো থাকি।' জুবিন গর্গ একটি বিষয় স্পষ্ট করেছিলেন, 'আমার কোনও অ্যাটিটিউড নেই, এটা আত্মসম্মান। আমি এখানে রাজার মতো থাকি। আমি সবসময় বলি, রাজা কখনও নিজের রাজ্য ছেড়ে যায় না, কারণ রাজা যদি রাজ্য ছেড়ে যায়, তবে সে আর রাজা থাকে না।'

আরও পড়ুন স্কুবা ডাইভিংয়ের সময় অকাল প্রয়াণ জুবিনের! মৃত্যু নিয়ে ধোঁয়াশার মাঝে চাঞ্চল্যকর তথ্য গায়কের স্ত্রীর

Zubeen Garg