/indian-express-bangla/media/media_files/2025/09/19/zubeen1-2025-09-19-17-50-43.jpg)
কী গেয়েছিলেন জুবিন?
Zubeen Garg-Tears In Heaven: ১৯ সেপ্টেম্বর শুক্রবার ঘড়ির কাঁটায় দুপুর দুটো বেজে ৩০ মিনিট। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এর হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন এই বিশিষ্ট সংগীতশিল্পী। তাঁর অকাল প্রয়াণে শোকে মুহ্যমান বিনোদনজগৎ থেকে ভক্তকূল। নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণের জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখানেই স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন জুবিন। অসমের মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন সিঙ্গাপুরে ময়নাতদন্তের পর শনিবার দুপুরেই দেশে ফিরবে জুবিনের নিথর দেহ। তারপর হবে শেষকৃত্য। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রয়াত শিল্পীর শেষ পারফরম্যান্স।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের একটি হোটেলে জমিয়ে গান গাইছেন জুবিন। তাঁর কণ্ঠে শেষ লাইভ পারফরম্যান্স 'Tears In Heaven'। শুক্রবারই নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশগ্রহমের কথা ছিল। কিন্তু, সকলকে কাঁদিয়ে চলে গেলেন 'ইয়া আলি' খ্যাত জুবিন গর্গ। সত্যেই যেন 'মন মানে না' জুবিন আর নেই। এই ভিডিও দেখে ভক্তরাও ভাবতে পারছেন না এটাই জুবিনের জীবনের শেষ পারফকরম্যান্স হয়ে যাবে।
Last video of hearthrob Zubeen Garg at a hotel in Singapore on Thursday night.#zubeengarg#zubeen#assam#Zubeengargpic.twitter.com/e66FA8TQ9b
— Mortuja Ahmed Laskar (@mamonlaskar671) September 19, 2025
গায়কের মৃত্যুতে উঠেছে আয়োজকদের গাফিতলির অভিযোগ। জুবিন গর্গের মর্মান্তিক মৃত্যুতে অনুষ্ঠানের ম্যানেজার শ্যামকানু মহন্তর বিরুদ্ধে আইনজীবী রতুল বরা এফআইআর দায়ের করেছে বলেও খবর। অন্যদিকে ভারতে কখন নিয়ে আসা হবে প্রয়াত শিল্পীর দেহ? কখন সম্পন্ন হবে শেষকৃত্য? অসমের মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে দিয়েছেন সেই আপডেট।
হিমন্ত বিশ্ব শর্মা জানান, 'সিঙ্গাপুর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে আমাদের প্রিয় জুবিন গর্গের দেহ ময়নাতদন্ত করা হবে। আশা করছি ভারতীয় সময় দুপুর দু'টোর মধ্যে এটি সম্পন্ন হয়ে যাবে। এরপরে তাঁর দেহ ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে এবং আমরা তাঁকে বাড়ি ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করব। আমি আপনাদের সবকিছু জানাব।'
আরও পড়ুন ময়নাতদন্তের পর দেশে ফিরবে জুবিনের দেহ-শেষকৃত্যের আয়োজন, আর কী জানালেন অসমের মুখ্যমন্ত্রী?
অপর একটি পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, 'আমি ভারতের হাইকমিশনার মাননীয় ড. শিশলপক আম্বুলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আমাদের প্রিয় জুবিনের দেহ অসমে ফিরিয়ে আনা যায়। প্রক্রিয়া চূড়ান্ত হলেই আমি আপনাদের জানাব।'