Zubeen Garg demise: 'অবিশ্বাস্য ঘটনা', জুবিনের অকালপ্রয়াণে স্তম্ভিত প্রধানমন্ত্রী মোদী, মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টায় ব্যস্ত কে?

জুবিন গর্গ ছিলেন উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রভাবশালী কণ্ঠশিল্পী। আঞ্চলিক গান থেকে বলিউড- সব ক্ষেত্রেই তিনি শ্রোতাদের মন জয় করেছেন। তাঁর হঠাৎ প্রয়াণে ভক্তমহল শোকস্তব্ধ।

জুবিন গর্গ ছিলেন উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রভাবশালী কণ্ঠশিল্পী। আঞ্চলিক গান থেকে বলিউড- সব ক্ষেত্রেই তিনি শ্রোতাদের মন জয় করেছেন। তাঁর হঠাৎ প্রয়াণে ভক্তমহল শোকস্তব্ধ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
zubeen

জুবিনের প্রয়াণে স্তম্ভিত প্রধানমন্ত্রী

অসমের জনপ্রিয় সংগীতশিল্পী ও বলিউডের পরিচিত কণ্ঠ জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনায় প্রাণ হারান ৫২ বছর বয়সি এই তারকা। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে অসংখ্য সেলিব্রিটি।

Advertisment

প্রধানমন্ত্রী মোদি এক্স হ্যান্ডেলে লেখেন- “জনপ্রিয় গায়ক জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। সঙ্গীতে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। সমাজের সর্বস্তরের মানুষের কাছে তাঁর উপস্থাপনা ছিল ভীষণ জনপ্রিয়। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।”

Homebound Oscar Entry: কলকাতায় বড় ঘোষণা, হোমবাউন্ড’-এর হাতে ভারতের অস্কার স্বপ্ন

Advertisment

শোকবার্তা জানিয়েছেন রাহুল গান্ধী, আরমান মালিক, বিশাল মিশ্র, জুবিন নৌটিয়াল এবং অভিনেতা আদিল হুসেনও। আরমান মালিক লেখেন- “আমি বিধ্বস্ত এবং এখনো বিশ্বাস করতে পারছি না। তাঁর আত্মার শান্তি কামনা করি।”

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, গর্গ সাংস্কৃতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। আয়োজকরা জানিয়েছেন, স্কুবা ডাইভিংয়ের সময় শ্বাসকষ্ট শুরু হলে আসাম অ্যাসোসিয়েশন সিঙ্গাপুরের সদস্যরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। আইসিইউতে ভর্তি করার পরও চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি।"

Zubeen Garg Death: না ফেরার দেশে জুবিন, শেষ ভিডিওতে কী এমন জানিয়েছিলেন?

সঙ্গে মুখ্যমন্ত্রী নিজের তৎপরতায় সবটাই করছেন। এমনকি, এও দেখা যাচ্ছে যে তিনিই জুবিনের মরদেহ দেশে ফিরিয়ে আনার সবরকম চেষ্টা করছেন। হাইকমিশনের সঙ্গে কথা বলা থেকে, নানা আলোচনায় ব্যাস্ত তিনি। হিমন্ত বিশ্ব শর্মা এক্স-এ লিখেছেন- “জুবিন গর্গ কেবল আসামের নয়, সমগ্র ভারতের গর্ব। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো। সিঙ্গাপুরে ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রেখে গায়কের মরদেহ দ্রুত আসামে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। আমি সবসময় যোগাযোগ রাখছি তাঁর সঙ্গে। 

জুবিন গর্গ ছিলেন উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রভাবশালী কণ্ঠশিল্পী। আঞ্চলিক গান থেকে বলিউড- সব ক্ষেত্রেই তিনি শ্রোতাদের মন জয় করেছেন। তাঁর হঠাৎ প্রয়াণে ভক্তমহল শোকস্তব্ধ। 

narendra modi Zubeen Garg