/indian-express-bangla/media/media_files/2025/08/16/today-bank-holiday-2025-08-16-13-08-08.jpg)
Today Bank Holiday: শনিবার জন্মাষ্টমীতে ব্যাংক খোলা থাকবে নাকি বন্ধ থাকবে?
Today Bank Holidays: ভারতে হিন্দু উৎসবগুলির কারণে প্রায়ই আঞ্চলিক ব্যাংকে ছুটি পড়ে। এবারের জন্মাষ্টমীও তার ব্যতিক্রম নয়। ১৬ আগস্ট ২০২৫, শনিবার জন্মাষ্টমীর কারণে বেশ কয়েকটি রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। তার আগে ১৫ আগস্ট শুক্রবার স্বাধীনতা দিবস এবং পরের দিন ১৭ আগস্ট রবিবার হওয়ায় অনেকেই লম্বা উইকএন্ডের ছুটি পাচ্ছেন। তবে, সব রাজ্যে ব্যাংক বন্ধ নয়।
কোন রাজ্যে ব্যাংক বন্ধ?
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী, ১৬ আগস্ট জন্মাষ্টমীর দিনে যেসব রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে, সেগুলো হল:
আরও পড়ুন- জন্মাষ্টমী ২০২৫, কৃষ্ণের বাঁশি দিয়ে দূর করুন বাস্তু দোষ, আসবে শান্তি-সমৃদ্ধি
চণ্ডীগড় (কেন্দ্রশাসিত অঞ্চল)
তামিলনাড়ু
উত্তরাখণ্ড
গুজরাট
মিজোরাম
সিকিম
রাজস্থান
জম্মু (কেন্দ্রশাসিত অঞ্চল)
উত্তর প্রদেশ
বিহার
তেলেঙ্গানা
ছত্তিশগড়
ঝাড়খণ্ড
মধ্যপ্রদেশ
মেঘালয়
শ্রীনগর
অন্ধ্র প্রদেশ
আরও পড়ুন- জন্মাষ্টমী 2025-এ এভাবে সাজান গোপালকে, দেখুন সজ্জার টিপস
তবে, প্রতিটি রাজ্য এটিকে সরকারি ব্যাংক ছুটি হিসেবে পালন করবে না। ওপরের তালিকার বাইরে থাকা রাজ্যগুলিতে ব্যাংকের শাখা যথারীতি খোলা থাকবে। ১৫ আগস্ট স্বাধীনতা দিবস, ১৬ আগস্ট জন্মাষ্টমী এবং ১৭ আগস্ট রবিবার মিলিয়ে টানা তিন দিন অনেক জায়গায় ব্যাংক বন্ধ থাকবে। ফলে নগদ জমা, চেক ক্লিয়ারেন্স বা পাসবুক আপডেটের মতো পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। যাঁরা এই সময়ে জরুরি লেনদেন করতে চান, তাঁদের বিকল্প ডিজিটাল পরিষেবা ব্যবহার করতে হবে। পাশাপাশি, ATM পরিষেবা চালু থাকবে, UPI ট্রান্সফার স্বাভাবিক থাকবে, মোবাইল ব্যাংকিং ও নেট ব্যাংকিং ব্যবহার করা যাবে। শুধু শাখা-নির্ভর কাজ যেমন চেক জমা দেওয়া বা নগদ লেনদেন করতে চাইলে, তা সোমবার, ১৮ আগস্ট ২০২৫ থেকে করতে হবে।
আরও পড়ুন- এই সময়ে জন্মাষ্টমীর পূজায় মিলবে শুভ ফল? জানুন বিস্তারিত!
কীভাবে নিশ্চিত হবেন আপনার শাখা খোলা না বন্ধ?
আপনার রাজ্যের সরকারি ছুটির তালিকা দেখে নিন
সরাসরি ব্যাংকের ওয়েবসাইট বা নোটিফিকেশন চেক করুন
স্থানীয় শাখার সঙ্গে ফোনে যোগাযোগ করুন
আরও পড়ুন- ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিক, কড়া বিধিতে চাপ বাড়াল কেন্দ্র
আজ ১৬ আগস্ট জন্মাষ্টমীর কারণে বেশ কিছু রাজ্যে ব্যাংকে ছুটি রয়েছে। গ্রাহকদের পরামর্শ দেওয়া হচ্ছে—এই উইকএন্ডে জরুরি কাজ সেরে ফেলুন অনলাইন ব্যাংকিং বা UPI-এর মাধ্যমে। যেসব রাজ্যে ব্যাংক খোলা থাকবে, সেখানে শাখাগুলি যথারীতি পরিষেবা দেবে।