Visa: Card Cancellation: ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিক, কড়া বিধিতে চাপ বাড়াল কেন্দ্র

OCI Card Cancellation: ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের জন্য নতুন OCI নিয়ম। গুরুতর অপরাধে দোষী হলেই কার্ড বাতিল। জানুন কী পরিবর্তন হল ও কাদের জন্য প্রযোজ্য।

OCI Card Cancellation: ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের জন্য নতুন OCI নিয়ম। গুরুতর অপরাধে দোষী হলেই কার্ড বাতিল। জানুন কী পরিবর্তন হল ও কাদের জন্য প্রযোজ্য।

author-image
IE Bangla Web Desk
New Update
OCI Card Cancellation

OCI Card Cancellation: ওসিআই কার্ড বাতিল।

OCI Card Cancellation: ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের জন্য OCI Card Cancellation for Serious Crimes সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এই পদক্ষেপে গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের জন্য OCI কার্ড বাতিল করা আরও সহজ হবে।

কী এই OCI কার্ড?

Advertisment

OCI (Overseas Citizen of India) কার্ড হল ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের জন্য একটি বিশেষ মর্যাদা, যা তাদেরকে ভারত ভ্রমণের জন্য আলাদা ভিসা ছাড়াই বহুমুখী প্রবেশাধিকার এবং আজীবন ভিসার দিচ্ছে। পাশাপাশি, কিছু অর্থনৈতিক ও শিক্ষাগত সুবিধাও প্রদান দিচ্ছে। তবে ভোটাধিকার বা সাংবিধানিক পদে বসার সুযোগ OCI কার্ডধারীরা পান না।

আরও পড়ুন- দ্বাদশ শ্রেণি পাসে রেলে ৪৩৪টি পদে সরাসরি চাকরি, আবেদন করুন ১০ সেপ্টেম্বরের মধ্যে

নতুন নিয়মে কী পরিবর্তন এল?

স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী—

Advertisment
  • যদি কোনও ব্যক্তি অন্তত ২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হন, তাহলে তাঁর OCI নিবন্ধন বাতিল হতে পারে।

  • যদি কোনও অপরাধের জন্য চার্জশিট হয় এবং তার শাস্তি ৭ বছর বা তার বেশি হয়, তাহলেও OCI কার্ড বাতিল করা যাবে।

  • এই নিয়ম ভারত এবং বিদেশ—দুই ক্ষেত্রেই প্রযোজ্য, যদি অপরাধটি ভারতীয় আইনে স্বীকৃত হয়।

আরও পড়ুন- তেলেঙ্গানা ফোন ট্যাপিং কেলেঙ্কারি! শিকার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, তাঁর পরিবারও

আইনের ধারা ও প্রেক্ষাপট

এই পদক্ষেপ নাগরিকত্ব আইন, ১৯৫৫-এর ধারা ৭ডি অনুসারে নেওয়া হয়েছে। অতীতে কিছু OCI কার্ডধারী গুরুতর অপরাধ ও দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন। তাই সরকার OCI স্কিমের অখণ্ডতা রক্ষার জন্য এই পরিবর্তন এনেছে।

আরও পড়ুন- জেনে নিন সৌন্দর্যের গোপন রহস্য! ত্বক আর চুল হবে উজ্জ্বল, ঝলমলে

কারা এর আওতায় পড়বেন না?

OCI স্কিমে আবেদন করতে পারেন না—

  • পাকিস্তান বা বাংলাদেশের নাগরিক

  • কেন্দ্রীয় সরকার কর্তৃক গেজেটে উল্লেখিত নিষিদ্ধ দেশের নাগরিক

আরও পড়ুন-  বিপ্লবী থেকে ঋষি, কতটুকু জানেন শ্রীঅরবিন্দকে?

OCI বাতিলের সম্ভাব্য প্রভাব

বিশেষজ্ঞদের মতে, এই নতুন নিয়ম সম্ভাব্য অপরাধীদের জন্য একটি বড় সতর্কবার্তা। কারণ, একবার OCI বাতিল হলে ভারতে ভ্রমণ ও বসবাসের অনেক সুবিধা হারিয়ে যাবে।

পূর্বের তুলনায় নিয়ম আরও কড়া কেন?

গত কয়েক বছরে OCI কার্ডধারীদের কিছু অপরাধমূলক কর্মকাণ্ড নজরে এসেছে সরকারের। যার মধ্যে ছিল আর্থিক জালিয়াতি, সাইবার অপরাধ, এবং সন্ত্রাসবাদে সহায়তা। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতেই সরকার আরও কড়া পদক্ষেপ নিচ্ছে।

OCI কার্ডধারীদের করণীয়

  • ভারতীয় ও আন্তর্জাতিক আইন মেনে চলা

  • ভ্রমণ বা ব্যবসায়িক কাজে সতর্কতা

  • অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকা

  • আইন ভঙ্গ হলে অবিলম্বে আইনি পরামর্শ নেওয়া

ভারতের এই নতুন পদক্ষেপ প্রমাণ করে যে, OCI কার্ড শুধু একটি ভ্রমণের সুবিধা নয়—এটি একটি মর্যাদা, যা রক্ষা করা প্রত্যেক কার্ডধারীর দায়িত্ব। গুরুতর অপরাধে যুক্ত হলে সেই মর্যাদা হারানোর ঝুঁকি এখন আগের তুলনায় অনেক বেশি হয়ে গেল।

Card Cancellation