/indian-express-bangla/media/media_files/2025/09/16/best-and-worst-countries-2025-09-16-19-53-58.jpg)
Best & Worst Countries: প্রবাসীদের জন্য সেরা ভালো এবং খারাপ দেশ।
Best & Worst Countries: প্রবাসী জীবনের অভিজ্ঞতা সবার কাছে একরকম নয়। কেউ নতুন দেশে গিয়ে সুযোগ খুঁজে পান, আবার কেউ গিয়ে ভাষাগত বাধা, কর্মসংস্কৃতি বা ব্যয়বহুল জীবনের কারণে হতাশ হয়ে পড়েন। এ কারণে প্রতিবছরই Expat Insider Survey প্রকাশ করে কোন দেশগুলো প্রবাসীদের জন্য সবচেয়ে ভালো আর কোনগুলো সবচেয়ে খারাপ।
২০২৫ সালের ফলাফল অনুযায়ী, এই বছরও এশিয়ার দেশগুলির আধিপত্য দেখা গেছে সেরা তালিকায়। অন্যদিকে, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ রয়েছে নীচের দিকে।
আরও পড়ুন- পুজোর আগেই ঘরোয়া জিনিসে দূর করুন ব্রণ থেকে ট্যান, উজ্জ্বলতা নজর কাড়বে!
প্রবাসীদের জন্য সেরা ১০ দেশ
২০২৫ সালের সমীক্ষা অনুযায়ী, ল্যাটিন আমেরিকার দেশগুলো প্রথম তিনটি স্থানে রয়েছে। তালিকাটি হল- ১) পানামা, ২) কলম্বিয়া, ৩) মেক্সিকো, ৪) থাইল্যান্ড, ৫) ভিয়েতনাম, ৬) চিন, ৭) সংযুক্ত আরব আমিরশাহি, ৮) ইন্দোনেশিয়া, ৯) স্পেন, ১০) মালয়েশিয়া। এরমধ্যে পানামা, কলম্বিয়া ও মেক্সিকো – এগুলো মূলত প্রবাসীদের কাছে জনপ্রিয় হয়েছে তাদের সহজ-সরল ও বন্ধুত্বপূর্ণ সংস্কৃতির কারণে। চিন ১৯তম স্থান থেকে লাফিয়ে উঠে এসেছে ৬ষ্ঠ স্থানে। মালয়েশিয়া প্রথমবার প্রথম ১০-এ প্রবেশ করেছে।
আরও পড়ুন- পুজোর আগে ঘরেই এই কায়দায় পাকা চুল করুন কালো, ঝরবেও না সহজে
প্রবাসীদের জন্য সবচেয়ে খারাপ ১০ দেশ
কিছু দেশ প্রবাসীদের জীবনযাত্রার মান, কর্মসংস্কৃতি ও স্থানীয় বন্ধুত্বপূর্ণতার ক্ষেত্রে অনেক পিছিয়ে। সেই দেশগুলো হল- ১) ইতালি, ২) সুইডেন, ৩) নরওয়ে, ৪) কানাডা, ৫) ব্রিটেন, ৬) জার্মানি, ৭) ফিনল্যান্ড, ৮) দক্ষিণ কোরিয়া, ৯) তুরস্ক, ১০) কুয়েত। তালিকায় কুয়েত এবং তুরস্ক রয়েছে একেবারে তলানিতে। দক্ষিণ কোরিয়া এ বছর ২১ ধাপ পিছিয়ে গেছে, ভাষার বাধা ও রাজনৈতিক অস্থিরতার কারণে। অবাক করার মত হলেও, জার্মানি, ব্রিটেন, কানাডা এবং নরওয়ের মতো উন্নত দেশও তালিকার নীচের দিকেই রয়েছে।
আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাড়ির ট্রেন্ড, কীভাবে গা ভাসাবেন আপনি?
সমীক্ষা অনুযায়ী, খারাপ দেশগুলোতে চাকরি পাওয়ার পরই প্রবাসী অন্যত্র চাকরির চেষ্টা শুরু করেন। আর ভালো দেশগুলোতে শিক্ষার মানের কারণে প্রবাসীরা থাকতে চান। পাশাপাশি, সেখানে জীবনযাত্রার মানও ভালো বলেই জানিয়েছেন প্রবাসীরা। এর পাশাপাশি, নতুন দেশে প্রবাসীদের স্থায়ী হওয়ার আগে বাড়িভাড়া, সহজ প্রশাসনিক প্রক্রিয়া এবং স্থানীয় মানুষের আচরণকেও সমীক্ষায় গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে।
আরও পড়ুন- বিশ্ব ওজোন দিবস! এর তাৎপর্য জানলে পালন করবেন আপনিও
এই সমীক্ষার ফলাফল স্পষ্ট করে দিয়েছে যে, প্রবাসীদের জন্য সেরা দেশ মানেই শুধু অর্থনীতি নয়—ভাষা, সংস্কৃতি, মানুষের আন্তরিকতা এবং প্রশাসনিক আচরণও এক্ষেত্রে বড় ভূমিকা রাখে। তাই যাঁরা ভবিষ্যতে বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের এই তালিকা দিকনির্দেশক।