Hair Dye: পুজোর আগে ঘরেই এই কায়দায় পাকা চুল করুন কালো, ঝরবেও না সহজে

Hair Dye: পুজোর আগে চুল কালো করতে বাজার থেকে হেয়ার ডাই কেনার দরকার নেই। ঘরেই এই সব প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন। চুল চটজলদি কালো হবে। আর চুল পড়াও বন্ধ হবে।

Hair Dye: পুজোর আগে চুল কালো করতে বাজার থেকে হেয়ার ডাই কেনার দরকার নেই। ঘরেই এই সব প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন। চুল চটজলদি কালো হবে। আর চুল পড়াও বন্ধ হবে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Hair Dye

Hair Dye: প্রাকৃতিক হেয়ার ডাই।

Natural Hair Dye: আজকাল অনেকেই চুল কালো করতে বাজারের দামি হেয়ার ডাই ব্যবহার করছেন। বুধবার বিশ্বকর্মা পুজো। তারপর দুর্গাপুজো চলে আসছে। এই সময় চুল কালো করার দিকে ঝোঁক বেড়েছে অনেকেরই। আপনিও যদি সেই দলে থাকেন, তবে, এই কায়দাটা ব্যবহার করুন। এর সাহায্যে ঘরে বসেই প্রাকৃতিক উপাদান দিয়ে চুল চটপট কালো করে ফেলতে পারবেন। আর, চুলের গোড়া এত মজবুত হবে যে সহজে চুল ঝরবে না। 

Advertisment

তার বদলে যদি বাজার থেকে হেয়ার ডাই কিনতে যান, তাহলে সেই সব হেয়ার ডাইয়ে থাকা রাসায়নিক পদার্থ দীর্ঘমেয়াদে চুলের ক্ষতি করতে পারে। ফলে চুল ভেঙে যেতে পারে। রুক্ষ হতে পারে। অথবা চুল পড়ে যাওয়ার মত সমস্যাও দেখা দিতে পারে। তাই অনেকেই এখন প্রাকৃতিক উপায়ে চুলের রং পরিবর্তনের দিকে ঝুঁকছেন। এই ব্যাপারে রীতিমতো কাজের কায়দা হল, কফি পাউডার দিয়ে হেয়ার ডাই বানানো। এই বাড়িতে বানানো হেয়ার ডাই শুধু পাকা চুল কালোই করবে না, চুলকে করবে আরও মজবুত, উজ্জ্বল এবং আকর্ষণীয়।

আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাড়ির ট্রেন্ড, কীভাবে গা ভাসাবেন আপনি?

Advertisment

কেন কফি পাউডার ব্যবহার করবেন?

কফির প্রাকৃতিক ডার্ক ব্রাউন রং চুলে গভীর বাদামি আভা আনবে। এটি ধীরে ধীরে চুলে জমে গিয়ে কালচে আভা এনে দেবে। তাছাড়া, কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুলকে রুক্ষ এবং উজ্জ্বলতা হারানো থেকেও বাঁচাবে, পাকা চুল ঢাকবে, চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনবে, চুল পড়া রোধ করবে এবং রাসায়নিক ডাইয়ের ক্ষতি থেকে চুলকে বাঁচাবে। এজন্য লাগবে ১ কাপ মেহেন্দি গুঁড়ো, ১ কাপ কফি, ১ চা চামচ জলপাই তেল, ১ চা চামচ মধু। 

আরও পড়ুন- বিশ্ব ওজোন দিবস! এর তাৎপর্য জানলে পালন করবেন আপনিও

হেয়ার ডাই বানাতে এক কাপ কফি আলাদা করে নিন। তাতে ১ টেবিল চামচ মেহেন্দি গুঁড়ো মিশিয়ে নিন। এবার এর মধ্যে ১ টেবিল চামচ জলপাই তেল এবং ১ টেবিল চামচ মধু মেশান। ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ আলাদা করে রেখে দিন। মিশ্রণটি তৈলাক্ত নয়, এমন চুলে লাগান। কমপক্ষে ২ ঘণ্টা চুলে লাগিয়ে রেখে দিন। তারপর হালকা গরম বা ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। খেয়াল রাখবেন, এই হেয়ার ডাই লাগানোর পর শ্যাম্পু ব্যবহার করবেন না। 

আরও পড়ুন- কলকাতার সঙ্গে জড়িয়ে তাঁর নাম, চিকিৎসায় নোবেল! শেষটা ভালো কাটেনি রসের

কেন কাজ করে এই হেয়ার ডাই? এর মধ্যে থাকা মেহেন্দি প্রাকৃতিক কন্ডিশনার। যা চুলকে করে মজবুত এবং ঘন। কফি চুলের রঙকে গাঢ় করে, কালচে আভা আনে চুলে। জলপাই তেল মাথার ত্বক ময়েশ্চারাইজ করে, মাথায় খুশকি রোধ করে। মধু চুলে উজ্জ্বলতা আনে এবং আর্দ্রতা ধরে রাখে। এই ঘরোয়া হেয়ার ডাই সপ্তাহে অন্তত ১ বার ব্যবহার করলে ভালো ফল পাবেন। নিয়মিত ব্যবহার করলে পাকা চুল কালো হওয়ার পাশাপাশি চুলের গঠনও মজবুত হবে। চাইলে মিশ্রণটিতে অ্যালোভেরা জেল যোগ করতে পারেন। তাতে, চুল আরও নরম হবে। 

আরও পড়ুন- প্রায় ৯০ শতাংশ ভক্ত বিশ্বকর্মার জন্মবৃত্তান্ত জানেন না, জানুন সেই রহস্য

তবে, ব্যবহারের আগে দেখে নিন এই ঘরোয়া হেয়ার ডাই আপনার শরীর নিতে পারছে কি না। কারণ, অনেকের অ্যালার্জির সমস্যা থাকে। তাই বানানোর পর প্রথমে শরীরের কোনও একটা জায়গায় এই হেয়ার ডাইটা একটু লাগিয়ে বা মাখিয়ে দেখে নিতে পারেন। শরীরের অন্য জায়গার বদলে হাতে লাগিয়ে দেখে নেওয়াটাই সবচেয়ে নিরাপদ। 

Hair Dye natural